|
|
|
|
জিটিএ নিয়ে সম্মেলন, বৈঠক |
নিজস্ব প্রতিবেদন |
ভোট ছাড়া ডুয়ার্স বা তরাইয়ের কোনও মৌজা জিটিএতে অন্তর্ভুক্ত করা যাবে না বলে দাবি তুলেছে জনতা দল ইউনাইটেড। বৃহস্পতিবার দলের জলপাইগুড়ি জেলা সম্মেলনে এই দাবি তোলা হয়েছে। দলের তরফে জিটিএ এলাকা নিয়ে গঠিত প্রাক্তন বিচারপতি শ্যামল সেনের কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। মোর্চা নেতৃত্বের সঙ্গে ত্রিপাক্ষিক জিটিএ চুক্তি স্বাক্ষরের পরে মোর্চা নেতৃত্ব ফের আদিবাসী বিকাশ পরিষদের সঙ্গে ‘জিএটিএ’ নামে একটি চুক্তি স্বাক্ষরিত করায় মূল জিটিএ চুক্তিটি কার্যকরী নেই বলে দাবি করেছে ইউনাইটেড জনতা দল। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চা নেতৃত্বের আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী না বললেও অযৌক্তিক বলে দলের দাবি। এদিন জলপাইগুড়ির সুভাষ ভবনে দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের সব জেলাতেই সদস্য সংগ্রহ বাড়াতে নানান কর্মসূচী নেওয়া হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে। প্রতি বিধানসভা ক্ষেত্রে ভিত্তিতে সদস্য সংগ্রহের কাজ চলছে। এদিন জলপাইগুড়ি প্রেসক্লাবে দলের রাজ্য সভাপতি অভিতাভ দত্ত-সহ জেলা নেতৃত্ব একটি সাংবাদিক বৈঠক করেছেন। বৈঠকে অমিতাভবাবু বলেন, “দেশ জুড়ে আটটি জায়গায় পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চলছে। তার মধ্যে গোর্খাল্যান্ডই এমন একমাত্র আন্দোলন যেখানে শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্র পৃথক রাজ্যের মর্যাদা চাইছে। সেই কারণেই এই আন্দোলনের বাস্তবতা নেই। তাছাড়া জিটিএতে এলাকাভুক্তি নিয়ে কোনও কমিশন নয়, একমাত্র তরাই ও ডুয়ার্স এলাকার বাসিন্দারাই গণভোটের মাধ্যমেই সিদ্ধান্ত নেবেন।”
এরই মধ্যে এদিন দার্জিলিঙে মোর্চার কেন্দ্রীয় কমিটির একটি বৈঠক হয়েছে। সেখানে ডুয়ার্সের আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা জন বার্লাও উপস্থিত ছিলেন। মোর্চা সূত্রের খবর, চলতি মাসেই যে কোনও সময়ই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির রিপোর্ট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তা মোর্চার পক্ষ না গেলে তরাই এবং ডুয়ার্সে আন্দোলন করা হবে বলে বৈঠকে ঠিক হয়েছে। তবে বৈঠক নিয়ে মোর্চা নেতৃত্বে কোনও মন্তব্য করতে চাননি। |
|
|
|
|
|