কোপ ৬ জেলায়, জঙ্গলমহলের
স্বাস্থ্যোদ্ধারেও কেন্দ্রীয় অর্থ বন্ধ |
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: জঙ্গলমহল-সহ পশ্চিমবঙ্গের ছ’টি আদিবাসী অধ্যুষিত জেলায় স্বাস্থ্য-পরিকাঠামো উন্নয়নের প্রকল্পে আপাতত টাকা জোগাবে না কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে, জুলাই থেকে প্রকল্পটিতে বরাদ্দ বন্ধ হচ্ছে। মূলত মা ও শিশুর স্বাস্থ্যরক্ষাকে অগ্রাধিকার দিতে ২০০৭-এ প্রথমে জলপাইগুড়ি, পরে পশ্চিম মেদিনীপুর। |
|
বাম জমানার ‘জুলুম’ নয়, বর্ধিত দরেই গোদায় জমি স্বাস্থ্যনগরীর |
রানা সেনগুপ্ত, বর্ধমান: বাম আমলে ‘রাজনৈতিক চাপের’ মুখেও যাঁরা বর্ধমানে স্বাস্থ্যনগরী গড়ার জমি দিতে চাননি, বাড়তি দাম পেয়ে সেই ‘অনিচ্ছুক’ কৃষকেরাই ইতিমধ্যে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ফলে, এই আর্থিক বছরের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলেও আশা করছে নির্মাণকারী সংস্থা। |
|
|
দালাল-উৎখাত করতে
চিঠি মহকুমা প্রশাসনে |
নিজস্ব সংবাদদাতা, কালনা: দালালদের খপ্পরে পড়ে বিপাকে পড়ছেন কালনা মহকুমা হাসপাতালে আসা বহু রোগী ও তাঁদের পরিবার। মহকুমাশাসক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে চিঠি দিয়ে এমনই অভিযোগ করলেন কালনার উপ-পুরপ্রধান দেবপ্রসাদ বাগ। মহকুমাশাসক জানান, অভিযোগের তদন্ত হবে। |
|
মেয়াদ ফুরনো ওষুধে
রোগীর মৃত্যু,অভিযোগ |
উঠল না জুনিয়র ডাক্তারদের
কর্মবিরতি, বিপাকে রোগীরা |
|
টুকরো খবর |
|
তাপ-মৃত্যুর ইতিকথা |
|
|