|
অভিষেক পাল |
অভিষেক পালের মৃত্যুর কারণ কী?
• ডেথ সার্টিফিকেট অনুযায়ী, হিট স্ট্রোকে হৃদ-যন্ত্র বিকল ও শ্বাসরোধ।
সার্টিফিকেটে কারণ হিসেবে ‘অ্যাসপিরেশন নিউমোনিয়া’ও
আছে। মানে কী?
• ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসনালীতে থুতু বা কফ আটকে বায়ু
চলাচল রুদ্ধ হওয়া।
হিট স্ট্রোক কখন হয়?
• শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের তাপনিয়ন্ত্রণ কেন্দ্র অকেজো হয়ে পড়ে। অভ্যন্তরীণ তাপের হ্রাস-বৃদ্ধি শরীর টের পায় না। |
কী ভাবে দেহের তাপমাত্রা
৪০ ডিগ্রি ছাড়াতে পারে?
• বাইরের তাপমাত্রার অত্যধিক বৃদ্ধির সঙ্গে শরীরের তাপমাত্রাও দ্রুত বাড়লে (দৌড় বা ভারী পরিশ্রমের জন্য)।
দেহের তাপ বেরোতে পারে কী ভাবে?
• ত্বক থেকে তাপ শোষণ করে ঘাম বাষ্পীভূত হয়। এতে শরীরের তাপমাত্রা কমে। কিন্তু তাপনিয়ন্ত্রণ কেন্দ্র বিকল হলে ঘর্মগ্রন্থিই কাজ করে না। ফলে দেহের তাপ নির্গমন হয় না। |
হিট স্ট্রোকে কী হয়?
• বিভিন্ন পেশির সঙ্কোচন-প্রসারণ ধীরে ধীরে থমকে যায় (ক্র্যাম্প)। হৃৎপিণ্ডের পেশি বিকল হয়, শ্বাসনালীগুলো সঙ্কুচিত হতে থাকে। এক সময়ে হৃৎপিণ্ডের গতি ও শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
সকলের কি মৃত্যু হয়?
• পেশি স্থবির হতে থাকলেই অবসন্নতা আসে। তখনও জবরদস্তি কাজ করে গেলে কিংবা যথেষ্ট জল না-খেলে হৃৎপিণ্ডে চাপ পড়ে। এতে মৃত্যু হতে পারে। |
|