হাসপাতালে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
একটি মানবাধিকার সংগঠন বৃহস্পতিবার আরামবাগ মহকুমা হাসপাতালের নানা অব্যবস্থা এবং পরিষেবা সংক্রান্ত প্রশ্ন তুলে স্মারকলিপি দিল হাসপাতালের সুপারকে। সুপারের কাছে তারা অবিলম্বে সুষ্ঠু পরিষেবার দাবি জানায়। সুপার নির্মাল্য রায় বলেন, “চিকিৎসক-সহ সব বিভাগেই প্রয়োজনের তুলনায় কর্মী কম থাকায় পরিষেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। সে কথা জেলায় জানানো হয়েছে।”
|
আইএমএ-র সদস্যদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা হাসপাতালে চিকিৎসকদের মারধোরের অভিযোগে দোষিদের গ্রেফতার এবং হাসপাতালে পুলিশ ক্যাম্প বসানোর দাবিতে আসানসোল পুলিশ কমিশনারের কাছে বিক্ষোভ দেখালেন আইএমএ এর আসানসোল শাখার সদস্যরা। আইএমএ এর আসানসোল শাখার সভাপতি পিসি মাজি জানান, কমিশনার দ্রুত দোষিদের গ্রেফতার এবং পুলিশ ক্যাম্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। কমিশনার অজয় নন্দ জানান, দ্রুত তাঁদের দাবি পূরণ করা হবে। |