টুকরো খবর
বাবাকে মার, ধৃত নেশাগ্রস্ত
নেশা করে বৃদ্ধ বাবা-মায়ের উপর অত্যাচার চালানোর অভিযোগে গ্রেফতার হলেন যুব কংগ্রেসের শামুকতলা অঞ্চল সভাপতি। যুব কংগ্রেসের ওই অঞ্চল সভাপতির নাম অনিল ঝা। তাঁর বাবা সুরেশ ঝায়ের লিখিত অভিযোগ পেয়ে শামুকতলা থানার পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সুরেশবাবুর অভিযোগ, তার দুই ছেলে। বড় ছেলে অনিল নিজের পছন্দে বিয়ে করার পরে বাড়িতে অশান্তি শুরু হয়। অশান্তির কারণে পুরানো বাড়ি ছেলেকে ছেড়ে দিয়ে তাঁরা নতুন বাড়িতে চলে যান। এর পরেও বড় ছেলে নতুন বাড়িতে গিয়ে অশান্তি শুরু করে। পুত্রবধূ পুজা তাঁদের বধূ নির্যাতন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি বলেন, “বড় ছেলে সম্পত্তির ভাগ চায়। সোমবার রাতে নেশা করে বাড়িতে গিয়ে অশান্তি করছে। বাড়িতে ভাঙচুর চালায়। আমাদের মারতে আসে। ছোট ছেলেকে মারধর করে। বাধ্য হয়ে থানায় খবর দেওয়া হয়।” শামুকতলা থানার ওসি প্রবীন প্রধান জানান, সুরেশবাবুর অভিযোগের ভিত্তিতে অনিল ঝাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অনিলবাবুর স্ত্রী পুজা ঝা বলেন, “অভিযোগ মিথ্যা এবং সাজানো। আমি কোনও দিন ওই বাড়িতে যাইনি। শ্বশুরমশাই বড় ছেলেকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। ওই রাতে সম্পত্তি সমান ভাগ করবার কথা বলতে আমার স্বামী ওই বাড়িতে যান। চক্রান্ত করে ওরা মিথ্যে মামলায় ফাঁসিয়েছে।” কংগ্রেসের আলিপুরদুয়ার-২ ব্লক সভাপতি সুরেশ দাস বলেন, “দল এই ধরনের বিষয় সমর্থন করে না। দলীয় ভাবে ঘটনার তদন্ত করব। অভিযোগ প্রমাণিত হলে অনিলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হবে।”

প্রতারণা, ধৃত সেনা জওয়ান
কার্ড হাতিয়ে গৃহবধূর এক লক্ষ ২৭ হাজার টাকা এটিএম থেকে আত্মসাতের অভিযোগে সেনা জওয়ানকে গ্রেফতার করল পুলিশ। ডুয়ার্সে বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে জওয়ানকে গ্রেফতার করে বৃহস্পতি বার আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। ওই জওয়ানকে ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “ধৃতের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। একমাস ধরে ভিডিও ফুটেজ দেখে জওয়ানকে চিহ্নিত করা হয়। বুধবার সন্ধ্যায় সেনা ছাউনি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, এটিএম থেকে টাকা চুরির ঘটনাটি ঘটে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। বীরপাড়া লাগোয়া ফালাকাটা থানার তাসাটি চা বাগানের এক কর্মচারীর স্ত্রী রত্না কার্জি বীরপাড়া স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে ৮ হাজার টাকা তোলার জন্য লাইনে দাঁড়ান। দু’বারের চেষ্টাতেও তিনি টাকা তুলতে পারছিলেন না। তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যান সেনা জওয়ান রাজেন্দ্রকুমার মিনা। অগাধ বিশ্বাসে নিজের পাসওয়ার্ড বলে দেন রত্না দেবী। সেই সময় রাজেন্দ্র অন্য একটি এটিএম কার্ড রত্না দেবীকে দেন। ৭ দিনে রত্না দেবীর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ ২৭ হাজার টাকা তোলেন তিনি। ১৪ এপ্রিল বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

পাট্টার দাবি, স্মারকলিপি
দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসকারী বাসিন্দারা জমির পাট্টার দাবিতে স্মারকলিপি দিলেন মেয়রকে। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগরের রাজীবনগর এলাকার ওই বাসিন্দারা স্থানীয় তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বে পুরসভায় গিয়ে তাঁদের দাবি জানান। অভিযোগ, মহানন্দার ধারে ওই এলাকায় জানকীদেবী দাস, শ্রীরাম ঠাকুর, রামদেব শাহর মতো বাসিন্দারা কেউ ৩০ বছর, কেউ ১৯ বছর ধরে বাস করছেন। অথচ জমির পাট্টা না থাকায় বিপাকে। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “বাসিন্দারা তাদের দাবির বিষয়টি জানিয়েছেন। তাদের পাট্টা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারের কাছে জানানো হবে।” পাট্টার দাবি ছাড়াও বিপিএল তালিকায় নাম নথিভুক্ত করার দাবি জানান গরিব পরিবারের বাসিন্দারা। এলাকার তৃণমূল নেতা চন্দ্র মোহন সিংহের অভিযোগ, “বিপিএল তালিকায় নাম তোলার ক্ষেত্রে দলবাজি করছেন কাউন্সিলর।” পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের বেহাল পরিস্থিতিও তারা মেয়রকে জানান। কাউন্সিলর অমরনাথ সিংহ তাঁর বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দেন।

ডাকাতিতে ধৃত ২
সিপিএম নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় যুক্ত রয়েছে সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উত্তরবঙ্গের তিন জেলা থেকে তাদের গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম প্রদীপ সরকার, চন্দন সরকার। প্রদীপের বাড়ি নকশালবাড়িতে এবং চন্দনের বাড়ি জটেশ্বরে। তাদের কাছ থেকে বেশ কিছু সোনার অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ। সেগুলি মাটিগাড়ার সিপিএম নেতা দিলীপ সরকারের বলে পুলিশ জানতে পেরেছে। ডাকাতির অলঙ্কার কেনার অভিযোগে কোচবিহারের মিন্টু দে নামে এক ব্যক্তিকে ধরা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ মে দিলীপবাবুর বাড়িতে ডাকাতি হয়। নগদ সহ বেশ কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় ডাকাত দল। ঘটনায় ওই সিপিএম নেতা ও তাঁর স্ত্রী জখম হন। তার পরেই দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলে, “ডাকাতির ঘটনায় যুক্ত বাকি দের খোঁজেও তল্লাশি করা হচ্ছে।”

স্কুল সংবর্ধনা দিল কৃতীকে
মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান পেয়েছে সে। স্কুল কর্তৃপক্ষ তাই ফুলের তোড়া, বই, মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দিল তাদের কৃতি ছাত্রী তিয়াসা মণ্ডলকে। তার প্রাপ্ত নম্বর ৬৫৪। চা বাগানে ঘেরা বীরপাড়া শহরের বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক বিশ্বজিত মণ্ডলের একমাত্র মেয়ে তিয়াসার সাফল্যে খুশী শহরের বাসিন্দারা। বৃহস্পতিবার টিফিনের পর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয় বীরপাড়া গার্লস স্কুলে। স্টার পাওয়া স্কুলের পাঁচ ছাত্রী মণীষা রায়, সমন্বিতা বন্দ্যোপাধ্যায়,অনন্যা রায় নাথ, তৃষিতা সরকার ও নিলম সাহুকেও সংবর্ধনা দেওয়া হয়। বীরপাড়া গার্লসের প্রধান শিক্ষিকা শুক্লা সরকার বলেন, “সম্ভাবনাময় ছাত্রীদের উপর বিশেষ গুরুত্ব দিতাম।”

টাকা ফেরাচ্ছে ব্যাঙ্ক
গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের আত্মসাতের টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল ইউকো ব্যাঙ্ক কতৃপক্ষ। শুক্রবার ব্যাঙ্কের বর্ধমান রোড শাখায় ওই প্রক্রিয়া শুরু হয়। সেখানে ব্যাঙ্কের ডেপুটি জেনারেল ম্যানেজার ধর্ম নিরঞ্জন রাউত এবং জোনাল ম্যানেজার উমেশ সিংহ উপস্থিত ছিলেন। সম্প্রতি গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাঙ্কের বর্ধমান রোড শাখার ৫ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকে গ্রাহকরা টাকা ফেরতের দাবি শুরু করেন। ডেপুটি ম্যানেজার বলেন, ‘‘গ্রাহকদের প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে বলা হয়েছে। শীঘ্র টাকা ফেরতের কাজ শুরু হবে।”

তৃণমূলের স্মারকলিপি
শহর থেকে মহকুমা দফতর যাতে না সরানো হয় সেই দাবি জানিয়ে বৃহস্পতিবার মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল তৃণমূল। সম্প্রতি মালবাজার পুর এলাকার বাইরে মহকুমা কার্যালয় তৈরির প্রক্রিয়া শুরু হওয়ায় ডান-বাম সব মহলই সরব। তৃণমূলের মালবাজার টাউন সভাপতি মানসকান্তি সরকার বলেন, “কোনও অবস্থাতেই শহরের বাইরে দফতর নিয়ে যাওয়া যাবে না। তৃণমূলের আপত্তির বিষয়টি জেলা শাসককে জানানো হবে বলে জানান মহকুমাশাসক দেবযানী ভট্টাচার্য।

রংলিতে ৭টি মৃতদেহ উদ্ধার
ধসে মাটি-পাথর চাপা পড়ে মৃত্যু হল ৭ জনের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পূর্ব সিকিমের রংলি এলাকার রোলেপ গ্রামে। পুলিশ জানায়, মৃতদের নাম বীরমান রাই (৬০), মণি রাই (৪৯), দেবি রাই (১৪) এবং সুমন রাই (১০), মহেন্দ্রপ্রসাদ রাই (৪৩), নেহা রাই (১৩) এবং চন্দ্রকুমার রাই (১২)। এদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। খবর পেয়ে ওই গ্রামে উদ্ধার কাজ শুরু করে সিকিম প্রশাসন। সন্ধ্যা নাগাদ ৭টি মৃতদেহ উদ্ধার করে তারা। জখম ২০ জনকে স্থানীয় হাসাপাতালে ভর্তি করানো হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণের ব্যবস্থা হয়েছে। আজ, শুক্রবার সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং এলাকায় যেতে পারেন।

অনিয়মের অভিযোগ
পুর এলকার ওয়ার্ড মাস্টারদের একাংশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে তাঁদের বদলির সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পুরসভায় এ ব্যাপারে বৈঠক হয়। ঠিক হয়েছে লটারির মাধ্যমে তা করা হবে। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “ওয়ার্ড মাস্টারদের একাংশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কেউ সময় মতো আসেন না। কেউ যোগাযোগ রাখেন না। সে কারণেই ওয়ার্ড মাস্টারদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম লটারি করে কে কোন বরোতে কাজ করবেন ঠিক করা হবে। তার পর লটারির মাধমেই কে কোনও ওয়ার্ডে কাজ করবেন ঠিক করা হবে।” বদলির ব্যাপারে স্বচ্ছতা রাখতেই লটারির মাধ্যমে তা ঠিক করা হবে বলে জানান মেয়র।

প্রতিবন্ধীদের পাশে
প্রতিবন্ধীদের নিখরচায় ভর্তির ফর্ম দেবেন শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার থেকে শিলিগুড়ি কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তির আবেদন পত্র দেওয়া হবে। বিপিএল তালিকাভুক্ত পরিবারের ছেলেমেয়েদের জন্যও ছাড় দেওয়া হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ নিয়ন্ত্রিত কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে কতৃপক্ষের কাছে এই দাবি জানানো হয়েছিল। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মণ্ডল জানান, কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় তাঁরাও খুশি। ভর্তির ফর্মের দাম রাখা হয়েছে ৭০ টাকা। তবে বিপিএল তালিকাভুক্তরা ৩০ টাকায় আবেদন পত্র পাবেন।

ট্যাঙ্কার চোর ধৃত
তেলের ট্যাঙ্কার চুরির অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির ভালবাসা মোড় এলাকায়। ধৃতের নাম বুবাই দত্ত। তার বাড়ি সৈয়দনগরে।

গাড়িতে আগুন
শপিংমলের পার্কিংয়ে রাখা একটি গাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। একটি গাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

দরজার তালা ভেঙে লুঠপাট
দরজার তালা ভেঙে ঘরে ঢুকে নগদ ও গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানা সংলগ্ল আবাসনে। সেখানে ২ সন্তানকে নিয়ে থাকেন রুমা সেনগুপ্ত। তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এদিন দুপুরে রুমা দেবীরা কেউই বাড়ির ছিলেন না।

দাবি
সীমান্ত উন্নয়ন তহবিলের বরাদ্দে এলাকায় বিদ্যুদয়নের কাজ শুরু করার দাবিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করল দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েত। প্রধান সারদাপ্রসাদ দাস বলেন, “বাসিন্দারা দীর্ঘদিনের আশা এখন হতাশায় পরিণত হয়েছে। চিঠি দিয়ে এই এলাকার সমস্যার কথা জেলাশাসককে জানিয়ে দিয়েছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.