‘মেলা’ শব্দটি বাংলা ভাষায় নানা অর্থে ব্যবহৃত হয়। অনেক বা বহু, খোলা বা উন্মীলিত, সঙ্গ বা সংযোগ, সভা বা সমাজ, সাক্ষাত্কার বা দর্শন— আবার পর্বাদিতে বা উত্সবে বহু লোকের সমাগম হিসাবেও ‘মেলা’ শব্দটি ব্যবহার করা হয়। একত্রিত হওয়ার প্রয়োজনে এই ‘সমাগম’-এরও থাকে নানা কারণ। তার থেকে মাত্র তিনটি উপলক্ষকে কেন্দ্র করে আয়োজিত ‘সমাগম’ নিয়েই কলম ধরলেন তিন জন। এক দিকে দুরারোগ্য ক্যানসারকে জয় ও উপেক্ষা করে কিছু মহিলা ‘সমবেত’ হয়ে মেতে উঠলেন প্রতিযোগিতায়। আর এক দিকে পাঁচশো বছরের ইতিহাস উত্তরাধীকার সূত্রে পেয়ে নিজেদের গর্বিত মনে করলেন কিছু মানুষ, এবং ‘মিলিত’ হলেন একে অপরের সঙ্গে। অন্য দিকে আদিবাসী সমাজের মানুষেরা বছরের একটা বিশেষ সময়ে সারা রাতের মেলায় ‘সম্মিলীত’ হলেন, জাগিয়ে রাখলেন নিজেদের সংস্কৃতিকে। এই তিন উপলক্ষ নিয়েই গড়ে উঠল ‘সমাগম’। আর এর সঙ্গেই চতুর্থ উপলক্ষটিকে জুড়ে দিলেন নাগরিক কিছু মানুষ, কেউ ‘জড়ো’ হলেন মেলার মাঠে, কেউ বা অংশ নিলেন ‘কার্নিভাল’-এ। ‘ফোটো শপে’ ধরা থাকল সেই ছবিও।
মানুষগুলো
পৌঁছে গিয়েছিল প্রায় মৃত্যুর কাছাকাছি। কিন্তু আধুনিক চিকিত্সা বিজ্ঞান ও অসম্ভব রকমের মনের জোর তাঁদের দাঁড় করিয়েছে আবার জীবনের মুখোমুখি। ব্রেস্ট ক্যানসারকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী সেই সব মহিলারা আনন্দে ফের অংশ নিলেন আর এক প্রতিযোগিতায়। ক্যানসার বিজয়ীদের নিয়ে গত অক্টোবরে প্রথম বারের জন্য মালয়েশিয়ায় অনুষ্ঠিত হল ‘ইন্টারন্যাশনাল ড্রাগন বোট ফেস্টিভ্যাল ২০১১’। বিরল অভিজ্ঞতা লিখলেনমুনমুন দত্ত। বিস্তারিত...
১৫১১ সালে মালাক্কায় পাকাপাকি ভাবে সাম্রাজ্য স্থাপন করেছিল পর্তুগিজরা। ঔপনিবেশিক সেই ইতিহাসের পাঁচশো বছর পূর্তি উপলক্ষে বিশ্বের নানা জায়গা থেকে মালাক্কার ‘মিলনমেলায়’ হাজির হাজার হাজার পর্তুগিজ। ইতিহাসের প্রতি বর্তমানের এমন আগ্রহই যে টেনে নিয়ে এসেছিল তাঁদের, সে বিষয়টা তো আছেই, পাশাপাশি আরও এক বার ঝালিয়ে নেওয়া গেল আপন ‘জাত্যভিমান’। ঘুরতে গিয়ে এই মেলা দেখে বিস্মিত হলেন মুনমুন দত্ত। বিস্তারিত...
পুরুলিয়া সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সাঁওতালরা এক মেলায় মেতে ওঠেন বৈশাখকে বরণ করতে। সেখানে শুধু এ রাজ্য নয়, প্রতিবেশী রাজ্যগুলো থেকেও উপস্থিত হন আদিবাসীরা। আশ্চর্যের কথা, এ মেলা চলে সারা রাত! আর মেলায় আসা মানুষজনের ভেতর পুরুষের থেকে মহিলাদের সংখ্যা অনেক বেশি। অথচ মেলার কোথাও নেই কোনও রকমের উচ্ছৃঙ্খলতা। নেই কোনও হোমগার্ডও! সেই অভাবনীয় মেলায় রাত কাটিয়ে এলেন অশোককুমার কুণ্ডু। বিস্তারিত...
এই চূড়ান্ত গরমে, বাজারে মাছের আকাল। আবার, হজমের কথা মাথায় রেখে, মাংসটাকেও পাশে সরিয়ে রাখেন অনেকে। তাই আমিষকে বাদ দিয়ে আপনার রান্নাঘর-এ
হোক ‘নিরামিষ নট আউট’। আর তারই পাশাপাশি গরমে গলা ভেজাতে শরবতের সঙ্গে ঘটুক স্বাদবদল। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে সংবাদের হাওয়াবদল।
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়: হাওয়াবদল আনন্দবাজার পত্রিকা,
ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুনhaoabadal@abp.inঅথবাhaoabadal@gmail.com