ডাহুক পাখির ডাক এখন আর শোনা যায় না। পক্ষীবিশারদদের দাবি, ডাহুক (হোয়াইট ব্রেস্ট হেন) ভীষণ দ্রুত অবলুপ্তির পথে হাঁটছে। বলা ভাল দৌড়চ্ছে।
অথচ এক সময় গৃহস্থের বাড়ির পাশে ছোট-বড় জলাশয়ে হামেশাই দেখা যেত এই ডাহুকদের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার জলায় ডাহুক দর্শন ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। আজ জলাশয়ের বিপন্নতায় গেঁড়ি, গুগলি, পোকা, ছোট মাছ খেয়ে বেঁচে থাকা এই পাখিরা বিলুপ্ত হওয়ার পথে। সম্প্রতি বালুরঘাটের পরিবেশপ্রেমী সংস্থা ‘দিশারী সংকল্প’-এর ব্লক ভিত্তিক পরিবেশ সমীক্ষায় সমগ্র দিনাজপুরে মাত্র ৭৭টি ডাহুকের দেখা মিলেছে। আগে যেখানে অজস্র ডাহুক দেখা যেত— যাদের ডাকে অলস দুপুরের নৈঃশব্দ্য ভাঙত। ডাহুকদের হারিয়ে যাওয়ার পিছনে মূল কারণ কংক্রিটের জঙ্গল। এগুলোর জন্য হারিয়ে যাচ্ছে জলাভূমি। ফলে টান পড়ছে ডাহুকের খাদ্যভাণ্ডারে। ডাহুকের মাংস খাওয়ার প্রবণতাও আর একটি ভয়ঙ্কর দিক। জলে মেশা বিভিন্ন রাসায়ানিক ডাহুকের বংশবিস্তারের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে।
সভ্যতার মূর্তিমান লজ্জা হয়ে আমরা এখনও আছি ঠিকই। নেই ডাহুকরা ও কুক কুক ডুক ডুক ডাক।
তুহিনশুভ্র মণ্ডল। দক্ষিণ দিনাজপুর |