আজকের শিরোনাম
আর জি করে অচলাবস্থা অব্যাহত
আর জি করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এখনও চলছে। আজ কর্মবিরতির তৃতীয় দিন। ফলে যারপরনাই দুর্ভোগে রোগীরা। জরুরি পরিষেবা ব্যাহত হওয়ায় হাসপাতাল চত্বর থেকে ফিরে যেতে হচ্ছে তাদের। কার্যত রোগী ভর্তি এখনও বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ সত্ত্বেও কর্মবিরতি তুলতে নারাজ জুনিয়র ডাক্তাররা। হামলাকারিদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানা গিয়েছে। কিন্তু হামলাকারিদের এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্রিন্সিপাল, পুলিশ কর্তা ও স্বাস্থ্য অধিকর্তাদের ঘেরাও করে রেখেছেন তারা। এই কর্মবিরতির জেরে মারা গেলেন উচ্চরক্তচাপের একজন রোগী।

বারুইপুরে আক্রান্ত সিপিএমের জেলা সম্পাদক
আজ সকালে বারুইপুরে সভা করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হলেন সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী। সুজনবাবুর মতে আজ সকাল ৮.৩০ নাগাদ তিনি ও তাঁর কর্মীরা তাদের গণসংযোগ কর্মসূচীর জন্য দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর থানার উত্তরপ্রান্তের এক গ্রামে যান। সেখানে সভা চলাকালীন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁর কর্মীদের মারধরের পাশাপাশি তাঁদের গাড়িও আটকানো হয় বলে অভিযোগ জানান তিনি। বিক্ষোভ চরমে পৌঁছালে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সুজনবাবু সকালে ২০-২৫ জনের সশস্ত্র বাহিনী নিয়ে গ্রামে সভা করতে আসেন। কর্মীদের হাতে অস্ত্র দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফের ধর্ষণ রাতের কলকাতায়
ফের ধর্ষণের ঘটনা ঘটল রাতের কলকাতায়। এসএসকেএম হাসপাতালে অসুস্থ স্বামীকে দেখে ফেরার পথে ধর্ষিত হন ব্যারাকপুরের বাসিন্দা ওই মহিলা। তিনি জানান রাত ৩টের সময় সেনা বিভাগের কর্মী অসুস্থ স্বামীকে দেখে ফেরার সময় ট্যাক্সিতে ওঠেন তিনি। সেখানেই তাঁকে ধর্ষণ করে শিয়ালদহের কাছে নামিয়ে দিয়ে ট্যাক্সি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এন্টালি থানায় ওই চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা। রাতেই তাঁকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। আজ সকালে চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ৩৭৬ ধারায় চালকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়।

কোতয়ালিতে গুলিবিদ্ধ তৃমূলের যুব নেতা
পশ্চিম মেদিনীপুরের কোতয়ালিতে জমি দখলকে কেন্দ্র করে বচসার জেরে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের যুব নেতা শেখ আকবর আলি। আজ সকালে চায়ের দোকানে বসেছিলেন তিনি। সেই সময় গুলি লেগে গুরুতর আহত হন তিনি। বোমার আঘাতে আহত হন আরও দু’জন। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।

দোকান উচ্ছেদকে ঘিরে উত্তেজনা কাঁথিতে
আজ সকালে কাঁথির রূপসী সিনেমা হলের সামনে দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এই উচ্ছেদের প্রতিবাদ করতে গেলে আটক করা হয় ১৫ জন ব্যবসায়ীকে। বচসা চরমে পৌঁছালে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় পূর্ব মেদিনীপুরের কংগ্রেসের সম্পাদক কণিষ্ক পণ্ডাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.