নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
এ বার এক পঞ্চায়েত কর্মীর ই-মেলে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আপত্তিকর’ ছবি। হুগলির পুড়শুড়া-১ গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মী প্রত্যয় কুমারের দাবি, বৃহস্পতিবার বিকেলে তিনি অফিসেই ওই ই-মেলটি পান। প্রেরক হিসেবে জেলা সিপিএমের এক নেতার (বর্তমানে জেল-হাজতে) ভাইপোর নাম ও ছবি রয়েছে। মুখ্যমন্ত্রীকে ‘অসম্মান’ করতে সিপিএমই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। সিপিএম অভিযোগ অস্বীকার করেছে।
প্রত্যয়বাবু জানিয়েছেন, এ দিন বিকেল পৌনে ৫টা নাগাদ অফিস থেকে বেরনোর আগে তাঁর ই-মেলে ওই ছবিটি পান। সে কথা তিনি জানান পুড়শুড়া ব্লক তৃণমূল সভাপতি জয়দেব জানাকে। মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়েছে, এই মর্মে প্রেরকের নামে জয়দেবাবু পুড়শুড়া থানায় লিখিত অভিযোগও করেন। রাতেই ঘটনার তদন্তে পঞ্চায়েত অফিসে যান এসডিপিও (আরামবাগ) শিবপ্রসাদ পাত্র। জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “ই-মেলটি কোথা থেকে এল, কারা এর পিছনে রয়েছে সবই খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, ই-মেলের প্রেরক হিসেবে যাঁর নাম ও ছবি রয়েছে, তিনি পুড়শুড়ারই জঙ্গলপাড়ার বাসিন্দা। প্রত্যয়বাবুর বাড়িও ওই এলাকায়। তাঁর দাবি, “ই-মেলের প্রেরক আমার প্রতিবেশী। এই প্রথম তিনি আমাকে ই-মেল করলেন। তবে, কোথা থেকে আমার ই-মেল আইডি জোগাড় করলেন বলতে পারব না।”
তৃণমূলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্তের অভিযোগ, “ঘটনার পিছনে সিপিএমের লোকজনই জড়িত। মুখ্যমন্ত্রীকে অসম্মানের উদ্দেশ্যেই ওরা এটা করল।” অভিযোগে উড়িয়ে সিপিএমের জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী বলেন, “এই ধরনের অসভ্যতা একেবারেই কাম্য নয়। আমরা বিশ্বাস করি না, এর পিছনে দলের কেউ জড়িত। দেখা উচিত, আমাদের বিরুদ্ধে পুরো ঘটনা সাজানো হল কিনা।” এ দিন চেষ্টা করেও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা যায়নি । |