l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা: কোয়ালিফায়ার ২
দিল্লি ডেয়ারডেভিলস
বনাম
চেন্নাই সুপার কিংস
বিস্তারিত স্কোর
Content on this page requires a newer version of Adobe Flash Player.
আজকের শিরোনাম...
•
রেল-সেল-রাজ্য মউ
•
মুম্বইতে হেনস্থার শিকার নাইটরা
•
ডানলপ নিয়ে জট কাটল না
বিস্তারিত...
এফডি গ্রাহকের নামে প্রতারণা, ধৃত ৫ ব্যাঙ্ককর্মী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
ফিক্সড ডিপোজিট (এফডি) বা স্থায়ী আমানত করার জন্য গ্রাহকদের থেকে টাকা নিয়ে রসিদ, সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিন্তু, ব্যাঙ্কে টাকা জমা পড়েনি। মেয়াদান্তে টাকা তুলতে না পেরে গ্রাহকেরা বিক্ষোভে ফেটে পড়তেই বেরিয়ে এল আসল তথ্য। জানা গেল, তিন বছর ধরে এফডি করানোর নামে প্রতারিত হয়েছেন অনেক গ্রাহক। ব্যাঙ্কের শাখার চার অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ৫ জনকেই পুলিশ গ্রেফতার করেছে। শিলিগুড়ি থানার জলপাইমোড় লাগোয়া রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কের বর্ধমান রোড শাখার এই ঘটনায় প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, ব্যাঙ্কের অফিসার-কর্মীদের একাংশের যোগসাজশে অন্তত ১ কোটি টাকা আত্মসাত হয়েছে। ইতিমধ্যেই ৫৫ জন গ্রাহক এফডি করিয়ে সার্টিফিকেট পেলেও মেয়াদপূর্তির টাকা পাচ্ছেন না বলে পুলিশে অভিযোগ করেছেন। দার্জিলিঙের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “২০০৯ সাল থেকে ওই টাকা তছরুপের ধারাবাহিক ঘটনা ঘটেছে। ওই শাখার বহু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য অফিসার-কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।”
বিস্তারিত...
পরোপকারী চন্দনের বিরুদ্ধে
অভিযোগে অবাক পরিচিতরা
কৌশিক চৌধুরী • শিলিগুড়ি
দু’টি ফ্ল্যাট। বিরাট গ্যারাজ। ৭টি ছোট গাড়ি। কিন্তু ব্যাঙ্ক থেকে দৈনিক আয় ১৭০ টাকা! শিলিগুড়িতে ইউকো ব্যাঙ্কের বর্ধমান রোড শাখার চতুর্থ শ্রেণির কর্মী চন্দন মণ্ডলের প্রতিবেশীরা তাই কিছুটা অবাকই হয়েছিলেন। তবে শহরের শক্তিগড়ের বাসিন্দা চন্দনবাবু ছিলেন ‘পরোপকারী’। পাড়ায় মিশুকে হিসেবেই পরিচিত। এলাকায় তো বটেই, ব্যাঙ্কের যে কোনও কাজে, কারও ব্যক্তিগত প্রয়োজনে সবার আগে হাজির হন। চাকরি স্থায়ী করতে ব্যাঙ্কের আধিকারিকদের কাছে দরবার করতেন। ব্যাঙ্কে শাখার আমানত বাড়তে প্রতিবেশী, গ্রাহকদের টাকা জমানোর পরামর্শও দিতেন। দীর্ঘ দিন কাজের সুবাদে ব্যাঙ্কের ওই শাখায় কোথাও কী রয়েছে, এক মিনিটে বার করে দিতেন। ভল্ট থেকে ক্যাশ কাউন্টার, সর্বত্রই অবাধ যাতায়াত ছিল। তাই সে ভাবে কেউই কোনওদিন তাঁর অবস্থার উত্তরোত্তর উন্নতি নিয়ে মাথা ঘামাননি। বরং পরোপকারী বলে পরিচিত সেই চন্দনবাবুর বিরুদ্ধেই এখন অনেকের স্থায়ী আমানতের টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় চমকে উঠেছেন তাঁর পরিচিতরা। চন্দনবাবুর বাড়ি শক্তিগড়ের ৭ নম্বর রোডে। সদ্য ত্রিশের কোঠায় পা দিয়েছেন। দোহারা গড়ন। দৈনিক মজুরি কম হলেও সকাল থেকে রাত পর্যন্ত ব্যাঙ্কে নানা কাজের সুবাদে তাঁর ভালই ‘আয়’ বলে বাসিন্দাদের বলতেন তিনি। পুলিশের একাংশের সন্দেহ, বিভিন্ন ব্যক্তির স্থায়ী আমানতের টাকা আত্মসাৎ করে ব্যবসায় খাটাতেন তিনি।
বিস্তারিত...
ক্যাম্প সরাতে নির্দেশ দেননি,
জেরায় দাবি প্রাক্তন ডিজি-র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও তমলুক
তেখালি সেতুর কাছে পুলিশ ফাঁড়ি সরানোর নির্দেশ তিনি দেননি বলে দাবি করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি অনুপভূষণ ভোরা। বৃহস্পতিবার ভবানী ভবনে সিআইডি কর্তাদের প্রাক্তন ডিজি জানান, ওই ফাঁড়ি সরিয়ে নেওয়ার পর তিনি বিষয়টি জানতে পারেন। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডের তদন্তের জন্য এ দিন ভবানী ভবনে ডেকে পাঠানো হয় প্রাক্তন ডিজিকে। সকাল সাড়ে ন’টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ডিজি (সিআইডি) ভি ভি থাম্বির ঘরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা অফিসারেরা। সিআইডি-র এক কর্তা বলেন, “প্রাক্তন ডিজি ওই ফাঁড়ি সরিয়ে নেওয়ার নির্দেশের বিষয়টি অস্বীকার করেছেন।” এ দিনই পাঁশকুড়ায় পুরভোটের প্রচারে গিয়ে তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী এক ধাপ এগিয়ে দাবি করেন, “আজ অনুপভূষণ ভোরা সিআইডিকে বলেছেন, তিনি তেখালি ফাঁড়ি তুলতে চাননি। আগের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তেখালি ফাঁড়ি তোলা হয়েছিল। নন্দীগ্রামের মানুষ অপেক্ষা করে আছেন, কবে বুদ্ধবাবুর জেল হবে। উনি নন্দীগ্রাম-কাণ্ডে অন্যতম অভিযুক্ত।”
বিস্তারিত...
•
গায়ক, সুরকার, সঙ্গীত শিল্পী পঙ্কজকুমার মল্লিকের ১০৭তম জন্মদিন উপলক্ষে
অতীতের তাঁরা
।
• তাঁর ভালবাসার শহর নিয়ে
তারাদের চোখে
কলম ধরলেন দেবশঙ্কর হালদার।
•
ন্যাশনাল থিয়েটারের বাড়ির ইতিহাস নিয়ে এবার
আনাচে-কানাচে
।
• চির নবীনা কলকাতা নিয়ে পাঠকের কলমে
আমার শহর
।
নাবালিকার বিয়ের কথা শুরু
হতেই ব্যবস্থা নিল প্রশাসন
সেবাব্রত মুখোপাধ্যায় • পলাশি
বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল বাড়িতে। সে কথাই পৌঁছে গেল প্রশাসনের কানে। প্রশাসনও ব্যবস্থা নিয়ে আরও এক নাবালিকার বিয়ের উদ্যোগ বন্ধ করে দিয়েছে। নিয়মিত প্রচারের ফলে নাবালিকা বিয়ে নিয়ে যে সচেতনতা বেড়েছে, তার ফের একবার প্রমাণ মিলল নদিয়ার পলাশিতে। কৃষ্ণনগর সদরের মহকুমাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, “ওই নাবালিকার বিয়ের উদ্যোগ হচ্ছে বলে লিখিত অভিযোগ এসেছিল আমাদের দফতরে। তারপরেই আমরা ব্যবস্থা নিয়েছি।” কালীগঞ্জের বিডিও তনুশ্রী বটব্যাল বুধবার সন্ধ্যায় পলাশিতে রিঙ্কু হালদার নামে ওই নাবালিকার বাড়ি যান। তিনি বলেন, “অভিযোগ যে ঠিক ছিল, তা আমরা ওই বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পেরেছি। খুবই দরিদ্র ওই পরিবার ওই নাবালিকার বিয়ে দেবে বলে ঠিক করেছিল। তবে তাঁরা শেষ পর্যন্ত আমাদের কথা বুঝতে পেরেছেন। তাঁরা কথা দিয়েছেন, আঠারো বছর হওয়ার আগে রিঙ্কুর বিয়ে দেবেন না।” সম্প্রতি বাঁকুড়ার তালড্যাংড়ায় এক নাবালিকার বিয়ে এ ভাবেই বন্ধ হয়েছে। ওই নাবালিকার এক পরিচিত প্রশাসনকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন। তারপরেই প্রশাসন পদক্ষেপ করে।
বিস্তারিত...
সুবিচার চাইছেন মাওবাদী সন্দেহে নিগৃহীত যুবক
অভিজিৎ চক্রবর্তী • গোয়ালতোড়
মাওবাদী সন্দেহে নিরীহ মানুষকে হেনস্থার অভিযোগ উঠেছে অনেকবারই। প্রতিবাদে বিস্তর আন্দোলনও হয়েছে। ২০১০ সালের এ রকমই একটি অভিযোগের ‘বিহিত’ করতে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের কুলডাঙা গ্রামে অভিযোগকারী সঞ্জয় মান্না নামে এক ছোট ব্যবসায়ীর বাড়িতে তদন্তে গেলেন ডিএসপি পদমর্যাদার পুলিশ-কর্তা। সঞ্জয়বাবু আশায় বুক বেঁধেছেনএ বার সুবিচার মিলবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলডাঙার পাশের গ্রাম ভাণ্ডারপুরের বাসিন্দা সঞ্জয় সার নামে এক যুবক ‘মাওবাদী স্কোয়াড সদস্য’। তিনি অনেকদিন থেকেই ‘ঘরছাড়া’। ২০১০ সালের ১ এপ্রিল সকালে সেই সঞ্জয় সারের খোঁজেই তল্লাশিতে গিয়েছিল যৌথ বাহিনী। ভালুকবাসা, রূপাখাগড়া, কেশিয়ার জঙ্গলঘেরা এই এলাকা তখন মাওবাদীদের ঘাঁটি। তবে তাঁকে তারা পায়নি। কিন্তু পাশের গ্রামের সঞ্জয় মান্নাকে মারধর করা হয় বলে অভিযোগ। সঞ্জয়বাবুর অভিযোগ, নাম বিভ্রাটে তাঁকেই মাওবাদী স্কোয়াড সদস্য বলে ভেবে নিয়েছিলেন যৌথ বাহিনীর জওয়ানেরা। অথচ দু’জনের পদবি আলাদা, তাঁরা দু’টি আলাদা গ্রামেরও বাসিন্দা। শুধু তাই নয়, তিনি নিজের পরিচয় দেওয়ার পরেও জওয়ানেরা তা বিশ্বাস করতে চায়নি। সঞ্জয়বাবু জানান, তাঁর মেয়ে চম্পার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল সে দিন। মেয়েকে গাড়িতে তুলতে বাইরে বেরিয়েছিলেন।
বিস্তারিত...
কেতুগ্রামে ধৃত ৫ খুনে অভিযুক্ত তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • কেতু্গ্রাম
পাঁচটি খুন-সহ মোট ১৩টি অপরাধের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী আপেল শেখকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের খলিপুরে তার বাড়ি থেকে আপেলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ২০১০-এর ২০ মে কেতুগ্রামে দুই ডিওয়াইএফ কর্মী বাণেশ্বর হাজরা ও লক্ষ্মী হাজরা খুনের ঘটনায় অভিযুক্ত আপেল। সে বছরেই খুন হন সিপিএম কর্মী মালেক শেখ। সেই ঘটনাতেও আপেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত বিধানসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সুকুর মোল্লা নামে এক ব্যক্তি খুন হন বলে অভিযোগ। আপেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই ঘটনাতেও। ২০০৯ সালে খেলুন শেখ ও আমিন শেখ নামে দু’জনকে খুনেও অভিযুক্ত আপেল। এ ছাড়া দু’বার পুলিশকে লক্ষ করে বোমাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকটি ঘটনায় আপেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। পুলিশ জানায়, বারবার তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি আপেলের। বৃহস্পতিবার কেতুগ্রামের আইসি আব্দুল গফ্ফরের নেতৃত্বে চেঁচুড়ি গ্রামে অন্য এক অভিযুক্তকে ধরতে যায়।
বিস্তারিত...
পারিবারিক বিবাদের জেরে
লাঠি চালাল পুলিশ, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
পারিবারিক গণ্ডগোলকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল বসিরহাটের ত্রিমোহিনীতে। বুধবার রাতে পুলিশ কিছু বাড়িতে ঢুকে এলোপাথাড়ি লাঠি চালায় বলে অভিযোগ। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় টাকি রোড অবরোধ করে জনতা। পরিস্থিতি সামাল দিতে র্যাফ, কমব্যাট ফোর্স নামাতে হয়। অসহনীয় গরমের মধ্যে অবরোধের জেরে চূড়ান্ত দুর্ভোগের সম্মুখীন হতে হয় সাধারণ যাত্রীদের। বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার বলেন, “অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। নিরীহ মানুষের উপরে পুলিশ লাঠি চালিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি জমির দখলকে কেন্দ্র করে ত্রিমোহিনীর পশ্চিমপাড়ার বাসিন্দা রশিদ খাঁয়ের সঙ্গে বিবাদ চলছিল তাঁরই প্রতিবেশী রুস্তম খাঁয়ের। এলাকাবাসীর অভিযোগ, রশিদ ও তাঁর আত্মীয়েরা নানা সময়ে কারণে-অকারণে প্রতিবেশীদের উপরে চড়াও হন। পুলিশ মহলে ‘প্রভাব’ থাকায় থানাও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। মঙ্গলবার রশিদ একটি বাচ্চাকে মারধর করেন বলে অভিযোগ। তাকে ভর্তি করা হয় কলকাতার হাসপাতালে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
মদ বিক্রিতে বাধা, গুলি
কার্টুন-ক্রুদ্ধ তৃণমূলের প্রচারে সেই কার্টুনই
দক্ষিণবঙ্গ
পরীক্ষা নিয়ে নালিশ শ্রীরামপুরের কলেজে
সমাধি ক্ষেত্রের প্রাচীর নির্মাণে সমস্যা হুগলিতে
বর্ধমান
মার দলেরই ছাত্রনেতাকে, কাঠগড়ায় তৃণমূল নেতা
সিআইএসএফ প্রত্যাহার নিয়ে দোষ তৃণমূলকেই
পুরুলিয়া
বাঁকুড়া ঝলসে দিল ৪৫.৬
পিছু ছাড়ছে না গৃহনির্মাণে ‘দুর্নীতি’ বিতর্ক
মুর্শিদাবাদ
কংগ্রেসের ডাকা বন্ধে দিনভর সুনসান বহরমপুর
অভাবকে হারিয়ে
পড়তে চায় আবু
মেদিনীপুর
রেশন দোকানের যাবতীয়
তথ্যসংগ্রহ শুরু সরকারের
গম বিলিতে দুর্নীতি, সিপিএম প্রধান গ্রেফতার নারায়ণগড়ে
কলকাতা
৩৮.৫/৩০.৪
আজকের দিনে
• ১৮৬৫:
ডাচ পদার্থবিদ পিটার জিম্যানের জন্ম। ১৯০২ সালে ‘জিম্যান এফেক্ট’ আবিষ্কার করে হেনড্রিক লরেঞ্জের সঙ্গে যৌথ ভাবে নোবেল পুরস্কার পান তিনি।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.