পশ্চিম মেদিনীপুরে জনতা-পুলিশ সংঘর্ষ |
আজ সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। দাসপুরের রাজনগর গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে এই বিবাদ। সকালে রাজনগর গ্রামে জুয়ারিদের ধরতে পুলিস গেলে উত্তেজিত জনতা চড়াও হয় পুলিশের উপর। পুলিশকর্মীদের মারধরের পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। সংঘর্ষে আহত হন ৮ পুলিশকর্মী। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। এখনও পর্যন্ত ২০ জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
|
ডানলপ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক |
আজ ডানলপ কারখানা খোলা নিয়ে বৈঠক হতে চলেছে মহাকরণে। নব মহাকরণে ত্রিপাক্ষিক এই বৈঠকে উপস্থিত থাকবেন সরকারপক্ষ,মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে ডানলপের সাহাগঞ্জের এই কারখানা বন্ধ রয়েছে। মাঝে কয়েকবার খুললেও নানা কারণে তা আবার বন্ধ হয়ে যায়। তাই কারখানার ভবিষ্যত্ নিয়ে আজকের এই ত্রিপাক্ষিক বৈঠক। কারখানা খোলার ব্যাপারে স্থায়ী সমাধানের জন্য এই বৈঠকের আহ্বান করেছেন রাজ্য সরকার। শ্রমিকদের বকেয়া বেতন-সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। |