পেট্রো-প্রতিবাদ
পেট্রোলের মূল্যবৃ্দ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় আলাদা আলাদা ভাবে পথে নামল তৃণমূল, এসইউসি এবং বিজেপি।
মহাকরণ থেকে বেরোনোর সময় প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যান, “মুখে যা বলি, করে দেখাই! প্রতিবাদ তো হচ্ছে।
আজও হয়েছে। পরেও হবে।” হাজরা থেকে ময়দানে গাঁধী মূর্তি পর্যন্ত তৃণমূলের মিছিলে ছিলেন রেলমন্ত্রী মুকুল রায় (বাঁ দিকে)।
রাজভবনের উত্তর দিকের গেটে বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন ৯১ জন এসইউসি কর্মী-সমর্থক।
বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কুশপুতুল পুড়িয়েছে বিজেপি। ছবি: রাজীব বসু, প্রদীপ আদক