|
|
|
|
|
|
|
২০ মে — ২৬ মে, ২০১২ |
আলোচ্য সপ্তাহে রাশিচক্র গ্রহ সমাবেশ যথাবৃষে রবি বৃহস্পতি বক্রী শুক্র ও কেতু, মেষে চন্দ্র ও বুধ, পরে বৃষে বুধ, সিংহে মঙ্গল, কন্যায় বক্রী
শনি ও বৃশ্চিকে রাহু। রাশি ও নক্ষত্র পরিক্রমা অনুযায়ী চন্দ্র মেষে ভরণী থেকে কর্কটে পুষ্যা পর্যন্ত। তিথিভোগ অমাবস্যা থেকে শুক্লা পঞ্চমী
পর্যন্ত। যোগসঞ্চার শোভন থেকে বৃদ্ধি পর্যন্ত। ব্যক্তিগত রাশি ও লগ্ন অনুসারে জাতক-জাতিকার শুভাশুভ গ্রহফল বর্ণনা করা হল। |
|
|
মেষ: কর্মক্ষেত্রে বিতর্কবিবাদে জড়িয়ে পড়ায় অহেতুক সমস্যা। দীর্ঘ চিকিৎসার পরে প্রিয়জনের দেহারোগ্যের সম্ভাবনা। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য। মূল্যবান দ্রব্যাদি প্রাপ্তির যোগ। সপ্তাহের আদ্যভাগে বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ-আলোচনা, পৈতৃক ব্যবসায় উপার্জন বৃদ্ধি। মধ্যভাগে বন্ধুবান্ধবের সাহায্যে সম্পত্তি সমস্যার সন্তোষজনক সমাধানের ফলে হতাশামুক্তি, ভাইবোনের কর্মলাভের সুযোগ। অন্তভাগে অতিরিক্ত ভাবাবেগের স্রোতে কর্ম পরিকল্পনা ভেস্তে যেতে পারে, প্রিয়জনের ভাগ্যোদয়, স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান। মেষ লগ্নে জাত ব্যক্তির সম্মান ও প্রতিষ্ঠা লাভ। নিকটজনের বেয়াড়াপনায় পারিবারিক সম্মানের হানি ঘটতে পারে। হজমের সমস্যায় দুর্ভোগ। |
|
|
|
বৃষ: বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ মিলতে পারে। মন ও বুদ্ধির অস্থিরতায় শুভ যোগ হাতছাড়া হতে দেওয়া ঠিক হবে না। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিবাদে সম্পর্কের অবনতি। সপ্তাহের আদ্যভাগে পড়শিদের সঙ্গে বিবাদে গৃহ নির্মাণে বাধা, বাবা বা মায়ের বার্ধক্যজনিত পীড়ায় ভোগান্তি। মধ্যভাগে অন্য স্ত্রীলোকের পাল্লায় পড়ে অর্থ ক্ষতি ও মানহানি, সজ্জন ব্যক্তির সান্নিধ্য ও গুরুজনের সেবায় আনন্দ, অর্শ জাতীয় পীড়ায় ক্লেশ। অন্তভাগে স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য, গৃহে শুভ অনুষ্ঠানে আকস্মিক বাধাবিপত্তির আশঙ্কা। বৃষ লগ্নে জাত ব্যক্তির অকারণ দম্ভ নিজের ও পরিবারের ক্ষতির কারণ হতে পারে। বিমা ও শেয়ার সূত্রে অর্থপ্রাপ্তি। আত্মশুদ্ধির সঙ্কল্পে অগ্রগতি। সপরিবার মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা। |
|
|
মিথুন: বিকল্প কর্মপরিকল্পনা স্থগিত রাখাই ভাল। নিকটজনের বিপদে পাশে দাঁড়াতে না-পেরে আত্মগ্লানি। সেবামূলক প্রতিষ্ঠানে যোগদান ও উন্নতির জন্য চেষ্টা। রক্তে শর্করা বৃদ্ধিতে নানান শারীরিক জটিলতা। সপ্তাহের আদ্যভাগে অন্যমনস্করতার জেরে কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে, সম্পত্তি রক্ষার জন্য আইনজ্ঞের পরামর্শ দরকার। মধ্যভাগে গলা কান বা চোখের সমস্যায় দুর্ভোগ, প্রযুক্তিবিদদের শুভ সময়। অন্তভাগে মামলা-মকদ্দমার গেরোয় কাজকর্মে ব্যাঘাত, পড়াশোনায় সন্তানের অমনোযোগে উদ্বেগ। মিথুন লগ্নে জাত ব্যক্তির হঠকারী বিনিয়োগে লোকসানের আশঙ্কা। বন্ধুর সহায়তায় শত্রুর মোকাবিলা। জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা। খেলোয়াড়দের বিশেষ সাফল্যের যোগ। |
|
|
|
কর্কট: কর্মে পদোন্নতি। দায়িত্ব বাড়ায় প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। মাত্রাছাড়া উচ্চাভিলাষ বিপত্তি ডেকে আনতে পারে। কুটুম্বিতা নিয়ে মতভেদের জেরে সংসারে অশান্তি। নিম্নাঙ্গের পীড়ায় দুর্ভোগ। সপ্তাহের আদ্যভাগে সম্পত্তি বিষয়ক সমস্যার সুষ্ঠু সমাধান, পুরাণ ও ধর্মকথা শ্রবণে শান্তি, কলাকুশলীদের সম্মান ও উপার্জন বৃদ্ধি। মধ্যভাগে নবোদ্যমে কাজে সাফল্য, প্ররোচনা এড়িয়ে চলতে না-পারলে সমস্যা হতে পারে। অন্তভাগে কর্মসূত্রে নানা স্থানে ভ্রমণের সুযোগ, মহৎ কাজে আনন্দ, অনিদ্রাজনিত সমস্যায় দুর্ভোগ ও কাজে অমনোযোগ। কর্কট লগ্নে জাত ব্যক্তির উচ্চপদস্থ ব্যক্তির আনুকূল্যে ভাগ্যোদয়ের যোগ। অপ্রত্যাশিত অর্থাগম। বৈষয়িক উন্নতি ও সুস্থিতি। বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ-আলোচনা। শ্বাসকাশাদি পীড়ায় দুর্ভোগ। |
|
|
|
|
সিংহ: বাক্যে ও আচরণে সংযমের অভাবে বিপত্তির আশঙ্কা। ঈর্ষাকাতর বন্ধুর আচরণে মানসিক আঘাত পেড়ে ফেলতে পারে। বহির্মুখিতা ছেড়ে আত্মানুশীলনে মন এবং
আধ্যাত্মিক মনন। সপ্তাহের আদ্যভাগে প্রবাসী প্রিয়জনের কাছ থেকে মূল্যবান দ্রব্যাদি প্রাপ্তির যোগ, বিজ্ঞান বিষয়ক গবেষণায় সাফল্যের স্বীকৃতি। মধ্যভাগে পড়শির
উস্কানিতে
পারিবারিক অশান্তি, সময়োচিত চিকিৎসায় গুরুজনের দেহারোগ্য। অন্তভাগে মাতৃকুল থেকে অপ্রত্যাশিত অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ, ভাইবোনের সঙ্গে
ভুল বোঝাবুঝির অবসান। সিংহ লগ্নে জাত ব্যক্তির আলস্যের কারণে শুভ যোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা। বন্ধুর পরামর্শ ও সহযোগিতায় ব্যবসায়
সাফল্য। শক্ত হাতে সন্তান বা অন্য কোনও আত্মজনের অনৈতিক কাজের মোকাবিলা। |
|
|
|
কন্যা: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে বড় সংস্থায় কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। নৃত্যগীতাদির অনুশীলনে সাফল্য ও স্বীকৃতি। সপ্তাহের আদ্যভাগে গুরুজনের বার্ধক্যজনিত পীড়ার প্রকোপ বৃদ্ধি ও চিকিৎসায় বহু ব্যয়, কল্যাণকাজে দায়িত্ব বৃদ্ধি, সপরিবার ভ্রমণের পরিকল্পনা। অন্তভাগে তলপেটে অস্ত্রোপচারের সম্ভাবনা, লটারি বা শেয়ারে প্রাপ্তিযোগ। কন্যা লগ্নে জাত ব্যক্তির পৈতৃক ব্যবসা সূত্রে উন্নতির নতুন সুযোগ। সম্পত্তি ক্রয়বিক্রয় ঘিরে জটিলতা। আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য সদ্গুরুর সন্ধান ও তীর্থভ্রমণের চিন্তা। |
|
|
|
তুলা: ছিদ্রান্বেষী সহকর্মীদের বাগড়ায় কর্মোন্নতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা। উচ্চশিক্ষায় বাধাবিঘ্ন কেটে যাওয়ার সম্ভাবনা। গৃহ পরিবর্তনের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রিয়জনের প্রেমজ বিয়ে ঘিরে জটিলতার আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে উপকারের বিনিময়ে কিছু প্রত্যাশা করলে হতাশ হবেন, জ্ঞাতিশত্রুর কূটচালে দাম্পত্য শান্তি ও পারিবারিক স্থিতি ব্যাহত। মধ্যভাগে মৌলিক চিন্তাধারায় কর্মে সাফল্য, পরীক্ষায় সন্তানের সাফল্যে উদ্বেগ থেকে মুক্তি। অন্তভাগে একাধিক সদুপায়ে আয় বৃদ্ধি, পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয় সত্ত্বেও প্রতিদান পাওয়ার আশা কম। তুলা লগ্নে জাত ব্যক্তির স্বনিযুক্তি প্রকল্পে উপার্জনের বিকল্প সূত্র মিলতে পারে। মানসিক শান্তি ও মিত্র বৃদ্ধি। বিজ্ঞানী ও চিকিৎসকদের শুভ সময়। |
|
|
|
বৃশ্চিক: কর্মে উন্নতি। ঈর্ষাকাতর সহকর্মীদের জোটবদ্ধ প্রতিকূলতা সত্ত্বেও অগ্রগতি অব্যাহত। দুঃসাহসিক কাজে সাফল্য। তবে হঠকারিতা না-করাই উচিত। শেয়ারে বাড়তি বিনিয়োগ না-করাই ভাল। সপ্তাহের আদ্যভাগে কর্মক্ষেত্রে অতিরিক্তদায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ, বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ-আলোচনা। মধ্যভাগে বন্ধুকে অন্ধভাবে বিশ্বাস করে মাসুল গুনতে হতে পারে, পারিবারিক অনুষ্ঠানে পরিচিত কারও অন্য মুখ হতভম্ব করে দিতে পারে। অন্তভাগে বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য ও নতুন কর্মের সুযোগ মিলতে পারে, পিত্তথলির সমস্যা বৃদ্ধি। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির কর্মসূত্রে বিদেশযাত্রার সুখবর মিলতে পারে। প্রিয়জনের হৃদয়ঘটিত সমস্যার সমাধানে উদ্বেগ মুক্তি। ধর্ম ও পুরাণ চর্চায় আনন্দ ও আধ্যাত্মিক বিকাশ। |
|
|
ধনু: নতুন কাজের সুরাহা ও উপার্জন বৃদ্ধির সুযোগ হতে পারে। হজমের গোলমাল ও শ্লেষ্মাজনিত পীড়ায় দুর্ভোগ। সন্তানের পরীক্ষার ফল আশানুরূপ না-হওয়ায় দুশ্চিন্তা। সপ্তাহের আদ্যভাগে আত্মীয়বন্ধুর সঙ্গে বিরোধে মানসিক ক্লেশ, সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতান্তর, আগুন থেকে বিপদের আশঙ্কা। মধ্যভাগে কৃষিতে নিযুক্ত ব্যক্তিদের বাড়তি উপার্জনের সুযোগ, যুক্তিপূর্ণ সিদ্ধান্তে শত্রুবশ ও কার্যোদ্ধার। অন্তভাগে গৃহ সংস্কার ও নতুন নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা, মা বা বাবার রক্তাল্পতার জন্য নানান শারীরিক সমস্যায় দুশ্চিন্তা। ধনু লগ্নে জাত ব্যক্তির পারিবারিক কর্তব্য পালন ও অন্যান্য কারণে বহু ব্যয়ে সঞ্চয়ে বাধা। উপস্থিত বুদ্ধিতে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করে কিস্তিমাত। অদূর ভ্রমণে আনন্দ। |
|
|
|
মকর: একাধিক পন্থায় উপার্জনের সূ্ত্রে বৈষয়িক উন্নতির যোগ। সুযোগসন্ধানীর অপচেষ্টা বানচাল করে দিয়ে কার্যোদ্ধার। শেয়ার বা লটারিতে প্রাপ্তিযোগ। সপ্তাহের আদ্যভাগে স্বামী ও স্ত্রীর মনোমালিন্যে সংসারে অচলাবস্থার আশঙ্কা, নাক কান বা গলার সমস্যায় কাজকর্মে ব্যাঘাত। মধ্যভাগে সৃষ্টিশীল কাজে অগ্রগতি, অতিরিক্ত উত্তেজনায় শরীর ও মন এবং কাজকর্মে ক্ষতির আশঙ্কা। অন্তভাগে হস্তশিল্পে মুন্সিয়ানার জেরে স্বনির্ভর প্রকল্পে অগ্রগতি, গুরুজনের সঙ্গে মনোমালিন্যে ক্লেশ। মকর লগ্নে জাত ব্যক্তির একাধিক সূত্রে উপার্জনের সুবাদে সঞ্চয় বৃদ্ধি। নামী প্রতিষ্ঠানে বিকল্প কাজের সুযোগ মিলতে পারে। সঙ্গীতাদি চারুকলার অনুশীলনে আনন্দ। প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য সপরিবার পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা। |
|
|
|
কুম্ভ: সম্পত্তি ক্রয়ের পূর্বে আইনঘটিত পর্যালোচনা ও অনুসন্ধান একান্ত প্রয়োজন। বিজ্ঞান বিষয়ক গবেষণায় সাফল্যের ইঙ্গিত। ব্যবসায়ী ও আইনজ্ঞের শুভ সময়। সপ্তাহের আদ্যভাগে কর্মক্ষেত্রে গোলযোগের আশঙ্কা, দাম্পত্য সন্তোষ ও গৃহে শুভ অনুষ্ঠানে বহুজনের সমাগমে আনন্দ, নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা। মধ্যভাগে মানসিক অস্থিরতায় কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা, রক্তচাপ বৃদ্ধি ও বক্ষঃপীড়ায় ক্লেশ। অন্তভাগে ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি, পুরাণ ও দর্শনশাস্ত্রের চর্চায় মনের মেঘ কাটতে পারে। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির নতুন উদ্যম ও কর্ম পরিকল্পনায় সাফল্যের যোগ। অভিনয় জগতে কৃত্তিত্বের স্বীকৃতি। ভ্রমণে অহেতুক হয়রানি ও অর্থের অপচয়। |
|
|
|
|
মীন: কর্মক্ষেত্রে মৌলিক চিন্তাভাবনার স্বীকৃতি মিলতে পারে। দুষ্ট লোকের পাল্লায় পড়ে অর্থদণ্ড ও মানহানির আশঙ্কা। হঠাৎ অসুস্থতার জন্য ভাল সুযোগ হাতছাড়া হয়ে
যেতে পারে। সপ্তাহের আদ্যভাগে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সহকর্মীদের ঈর্ষার পাত্র হয়ে উঠতে পারেন, আইনজ্ঞ ও স্থপতিদের শুভ সময়। মধ্যভাগে আদালতের
বাইরেই আপস-আলোচনায় সম্পত্তি-সমস্যার সুষ্ঠু সমাধানের সম্ভাবনা, অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ। অন্তভাগে কোনও শুভ কাজে হঠাৎ বাধা, তৃতীয় কাউকে
ঘিরে দাম্পত্য অশান্তি। মীন লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় বাড়তি বিনিয়োগে রাশ টানা উচিত। শেয়ার বা ফাটকা সূত্রে প্রাপ্তিযোগ। মন ও বুদ্ধির
অস্থিরতায় কর্ম পরিকল্পনা ব্যাহত। মাত্রাছাড়া ভাবাবেগ বিড়ম্বনার কারণ হয়ে উঠতে পারে। |
|
|
সঞ্জয় |
[ভারতীয় রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ অ্যালমানাক ও এফিমেরিস অনুযায়ী লিখিত] |
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|
|