l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
•
গায়ক, সুরকার, সঙ্গীত শিল্পী পঙ্কজকুমার মল্লিকের ১০৭তম জন্মদিন উপলক্ষে
অতীতের তাঁরা
।
• তাঁর ভালবাসার শহর নিয়ে
তারাদের চোখে
কলম ধরলেন দেবশঙ্কর হালদার।
•
ন্যাশনাল থিয়েটারের বাড়ির ইতিহাস নিয়ে এবার
আনাচে-কানাচে
।
• চির নবীনা কলকাতা নিয়ে পাঠকের কলমে
আমার শহর
।
আজকের শিরোনাম
• রাঁচিতে মাও সদস্য গ্রেফতার
• হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ, মৃত্যু শিশুর
• বালেশ্বরে পথ দুর্ঘটনা, মৃত পূর্ব মেদিনীপুরের ৫ জন
বিস্তারিত...
পুকুর থেকে বন্দুকের নল উদ্ধার,
নাম জড়াল তমালিকার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
সামনেই হলদিয়া পুর-ভোট। তার আগে পুকুর থেকে উদ্ধার হওয়া বন্দুকের কিছু অংশের সঙ্গে নন্দীগ্রাম-পর্বের যোগ টেনে হলদিয়ার বিদায়ী পুরপ্রধান সিপিএমের তমালিকা পণ্ডা শেঠের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে অভিযুক্ত হয়েই এখন জেলে রয়েছেন তমালিকাদেবীর স্বামী প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। এসডিপিও (হলদিয়া) অমিতাভ মাইতি জানান, বন্দুকের অংশগুলি অনেকদিন আগেই পুঁতে রাখা হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান। রবিবার সকালে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে তিনটি একনলা বন্দুকের ব্যারেল ও দু’টি বাঁট উদ্ধার হয়। সেগুলি একটি ব্যাগে ভরা ছিল। স্থানীয় তৃণমূল নেতা আজিজুল রহমানের অভিযোগ, “নন্দীগ্রাম-কাণ্ডে এগুলি ব্যবহারের পরে বিধানসভা ভোটের আগেও কাজে লাগিয়েছিল সিপিএম। পরে এখানে পুঁতে দিয়েছে।” রাতে তমালিকাদেবী-সহ ১০ জন সিপিএম নেতা-কর্মীর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল।
বিস্তারিত...
আড়াই ঘণ্টা রোদে দাঁড়িয়ে
দুরন্ত, মিলল না খাবারও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আকস্মিক যান্ত্রিক গোলযোগ নয়। দুর্ঘটনাও নয়। স্রেফ তিন রেলের সমন্বয়ের অভাবে আড়াই ঘণ্টার জন্য থমকে গেল দুরন্ত এক্সপ্রেসের মতো ‘নন-স্টপ’ ট্রেনও। জ্যৈষ্ঠের দুঃসহ গরমে ঠায় দাঁড়িয়ে থাকা পুরী দুরন্ত এক্সপ্রেসে ভুগলেন যাত্রীরা। ওই ট্রেনের যাত্রীদের অভিযোগ, রবিবার আন্দুল স্টেশনে প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকার যন্ত্রণা তো ছিলই। তার উপরে সকালের খাবারটুকুও দেওয়া হয়নি। এই ভোগান্তি কেন? রেল সূত্রের খবর, এর মূলে আছে একটি ‘মেগা ব্লক’ বা বড় ধরনের মেরামতি। পুরী দুরন্তের সফরের সঙ্গে পূর্ব, পূর্ব উপকূল এবং দক্ষিণ-পূর্ব রেল যুক্ত এবং তিন রেলই ওই মেগা-মেরামতির কথা জানত বলে জানিয়েছেন রেল-কর্তৃপক্ষ। তা হলে যাত্রীদের ভুগতে হল কেন? মেরামতি বা অন্য জরুরি কারণে কোনও লাইনে দীর্ঘ ক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হলে সেটাকেই বলা হয় ‘মেগা ব্লক’। রেল জানাচ্ছে, আন্দুল-ডানকুনি লাইনে ‘মেগা ব্লক’ নেওয়া ছিল শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত। তাই পুরী থেকে দুরন্ত এক্সপ্রেস ছাড়ার নির্ধারিত সময় শনিবার রাত ৮টা থেকে পাল্টে রাত সাড়ে ১০টা করা হয়েছিল।
বিস্তারিত...
জালিয়াতির অভিযোগে গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হল কলকাতার দুই যুবককে। একটি ভুয়ো সংস্থার নাম করে কম সুদে টাকা ধার দেওয়ার কথা বলে তাঁরা এক ব্যক্তির কাছ থেকে তাঁর পরিচয়পত্র ও অন্য নথিপত্র সংগ্রহ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তাদের এক জনের বাড়ি কলকাতার বিরাটির নিমতা থানার মন্দিরপাড়ায়। অন্য জন বেলেঘাটা আইডি হাসপাতালের আবাসনে থাকেন। শুক্রবার দুপুরে তাঁরা জলঙ্গি থানার ভাদুরিয়াপাড়ায় এক ব্যক্তির কাছ থেকে ওই নথিপত্র সংগ্রহ করতে এসেছিলেন। এর পরেই লিখিত অভিযোগ পেয়ে জলঙ্গি থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ধৃত দুজন যে সংস্থার কর্মী বলে নিজেদের পরিচয় দিয়েছিলেন, তদন্তে সেই নামে কোনও সংস্থার খোঁজ মেলেনি। ধৃতরা সব জেনে শুনেই ওই কাজের সঙ্গে নিজেদের জড়িয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান। ওই প্রতারণা চক্রের পাণ্ডাদের খোঁজ চলছে। গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।” ওই দু’জনকে শনিবার বহরমপুরের সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক অলি বিশ্বাস তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বলে সরকারি আইনজীবী বীরেশ্বর মুখোপাধ্যায় জানান।
বিস্তারিত...
সিদ্ধেশ্বরী পুজোয় উৎসব মছলন্দপুরে
নিজস্ব সংবাদদাতা • কালনা
বাঁশের মইয়ের উপর রাখা ছোট্ট সরা। তার ভিতরে পুজোর উপচার। সামনে ডগর বাজিয়ে গ্রামের মেয়ে- বৌরা সার বেঁধে সেই সরা নিয়ে প্রবেশ করেন মন্দিরে। বিকেলের দিকে মই মাথায় নিয়ে মন্দির প্রদক্ষিণ করেন তাঁরা। কালনার মছলন্দপুরে সিদ্ধেশ্বরী পুজোকে কেন্দ্র করে এমনই রেওয়াজ বহুদিনের। দু’দিন ধরে চলা এই গ্রামীণ পুজো বর্তমানে কালনায় একটি উৎসবের চেহারা নিয়েছে। পুজোকে কেন্দ্র করে বসে মেলা, জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। তাতে সামিল হন আশপাশের গ্রামের বাসিন্দারাও। গ্রামে ঢোকার মুখেই চোখে পড়ে সিদ্ধেশ্বরীদেবীর ঝকঝকে মন্দিরটি। গ্রামবাসীরা জানান,সরকারি নথি থেকে তাঁরা জানতে পেরেছেন এই পুজো প্রায় ১৯৯ বছরের পুরনো। তবে তাঁদের একাংশের বিশ্বাস, আরও প্রাচীন এই পুজো। জনশ্রুতি, একসময়ে মন্দির সংলগ্ন এলাকা ছিল জঙ্গলে ঢাকা। ডাকাতি করার আগে নাকি দেবীর কাছে পুজো দিয়ে যেতেন ডাকাত দলের সদস্যেরা।” তবে, এখন অবশ্য গ্রামের বাস্তুদেবী হিসেবেই পূজিত হন দেবী। গ্রামবাসীরা জানান, রসময় গোস্বামী নামে এক ব্যক্তি তালপাতার মন্দিরে প্রথম পুজোর সূচনা করেছিলেন।
বিস্তারিত...
হুমকি কংগ্রেস ও সিপিএমকে, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
তৃণমূল কর্মী-সমর্থকেরা তাদের দলের লোকজনের উপরে চড়াও হচ্ছে, হুমকি দিচ্ছে। দুর্গাপুরের মহকুমাশাসক তথা নির্বাচনী আধিকারিকের কাছে এমনই অভিযোগ জানিয়েছে কংগ্রেস এবং সিপিএম। মহকুমাশাসক আয়েষা রানি অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে এ বার কংগ্রেসের প্রার্থী হয়েছেন ফুলঝোড় গ্রামের বাসিন্দা বিকাশ রায়। তাঁর ভাই বিভাস রায় তৃণমূলের ওয়ার্ড সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেসে যোগ দেন। যদিও তৃণমূলের দাবি, বিভাসবাবুকে দল প্রার্থীপদ না দেওয়ায় তিনি দল ছেড়েছেন। বিভাসবাবু ফুলঝোড় গ্রামে তৃণমূলের একটি অফিস খুলেছিলেন। দল ছাড়ার পর সেটিকেই তিনি কংগ্রেস কার্যালয় করেছেন। শনিবার তৃণমূলের পতাকা নামিয়ে কংগ্রেসের পতাকা তোলা হয়। ‘তৃণমূল কংগ্রেস’ লেখাটি মুছে দেওয়া হয়। অভিযোগ, এর পরেই এক দল তৃণমূল কর্মী-সমর্থক কার্যালয়টির দখল নিতে যায়। তা থেকেই বিবাদের সূত্রপাত। মহকুমাশাসকের কাছে দায়ের করা অভিযোগে কংগ্রেস প্রার্থী বিকাশবাবু জানিয়েছেন, এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দীপু লাহার নেতৃত্বে সশস্ত্র ১০-১৫ জন লোক তাঁকে, তাঁর ছেলে ও ভাই বিভাসবাবুকে মারধর করে। খুনের হুমকিও দেয়।
বিস্তারিত...
জলের সঙ্কট থেকে পরিত্রাণ চায় হলদিয়া
দেবমাল্য বাগচি • হলদিয়া
‘নন্দীগ্রাম-হাওয়ায়’ ২০০৮-এর ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন থেকে পূর্ব মেদিনীপুরে সেই যে জয়ের ধারা শুরু হয়েছিল তৃণমূলের, পরের লোকসভা-পুরসভা-বিধানসভা ভোটেও বজায় ছিল সেই ধারা। ব্যতিক্রম থেকে গিয়েছিল হলদিয়া পুরসভা। ১৯৯৭ থেকে তিন দফায় যেখানে টানা ক্ষমতায় বামেরাই। এ বার হলদিয়া পুরভোটে জয় তাই তৃণমূলের কাছে মস্ত চ্যালেঞ্জ। তেমনই বাম-শিবিরেও হলদিয়া রক্ষা ‘মর্যাদার লড়াই’। ২০০৭-এর শেষ পুর-নির্বাচনে ৭টি ওয়ার্ড দখল করেছিল তৃণমূল-শিবির। বাকি ১৯টি ওয়ার্ডে জিতে পুরবোর্ড গড়েছিল বামেরা। তবে রাজ্যের প্রধান শাসকদল তৃণমূল এ বার পুরভোটে নন্দীগ্রাম-স্মৃতি উস্কে দেওয়ার পাশাপাশিই পুর-পরিষেবায় বাম-বোর্ডের ‘ব্যর্থতা’ তুলে ধরতেও সচেষ্ট হয়েছে। তাদের দাবি, এ বার পুরসভায় ক্ষমতায় এসে তারাই ‘হাল ফেরাবে’। ১৫ বছর আগে পঞ্চায়েত-স্তর থেকে পুরসভায় উত্তীর্ণ হলদিয়ার আম-আদমিও বহু জায়গায় এখনও বুঝতেই পারেন না পুরসভার মর্ম।
বিস্তারিত...
ডিওয়াইএফের জোনাল সম্মেলন এ বার ‘গোপনে’
বরুণ দে • মেদিনীপুর
পরিস্থিতি এখনও ‘প্রতিকূল’। তাই পশ্চিম মেদিনীপুরে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের বেশ কিছু জোনাল সম্মেলন হবে ‘গোপনে’। ঠিক যে ভাবে সিপিএমের একাধিক জোনাল কমিটির সম্মেলন ‘গোপনে’ হয়েছিল মেদিনীপুরে। জেলায় ডিওয়াইএফের ইউনিট কমিটিগুলির সম্মেলন শেষ হয়েছে। ১৫ মে থেকে শুরু হয়েছে লোকাল কমিটি-স্তরের সম্মেলন। সাংগঠনিক সূত্রের খবর, বেশ কয়েকটি ইউনিট কমিটির সম্মেলন এ বার ‘খাতায়-কলমেই’ সারতে হয়েছে। লোকাল কমিটি-স্তরেও অনেক জায়গাতেই একই রকম পরিস্থিতির সম্ভাবনা। জুনে হবে জোনাল কমিটি-স্তরের সম্মেলন। তার পর জুলাইয়ের শেষে কিংবা অগস্টের শুরুতে জেলা-সম্মেলন অনুষ্ঠিত হবে। লালগড়, গড়বেতা, কেশপুরের মতো এলাকায় যে সম্মেলন করার পরিস্থিতি নেই, তা মানছেন যুব-নেতৃত্ব। তাঁদের বক্তব্য, ‘সর্বাত্মক আক্রমণ’ এবং ‘চক্রান্ত’ চলছে। তাই ‘ঘুরে দাঁড়াতে’ একটু সময় লাগবে। এই সব এলাকার সম্মেলন কি তা হলে ‘গোপনেই’ হবে? ডিওয়াইএফের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক কমল পলমল বলেন, “অভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলব না। তবে কিছু ক্ষেত্রে কৌশলগত অবস্থান নিতে হয়। কর্মসূচি সফল করতে এই অবস্থান নেওয়া জরুরি। এ বার কিছু ক্ষেত্রে তেমনই হবে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
‘পুলিশি হানা’ পথ অবরোধ
পুরসভার আবেদনে সাড়া
দক্ষিণবঙ্গ
পুলিশের বিশেষ
অভিযানে বসিরহাটে
গ্রেফতার ১২ দুষ্কৃতী
রাস্তা সম্প্রসারণের
কাজে খাল সংস্কার
করে তোলা হচ্ছে মাটি
বর্ধমান
কিশোরের অপমৃত্যু,
দেনা ও চাষে ক্ষতিকে
দায়ী করল পরিবার
পরিচালন সমিতির
সভাপতিকে ‘হেনস্থা’
পুরুলিয়া
পাড়ায় ভাঙচুর, মারধরে
অভিযুক্ত তৃণমূল নেতা
ঝড়ে নষ্ট ট্যাঙ্ক, ক্ষতি বৃষ্টির
জল সংরক্ষণ প্রকল্পের
মুর্শিদাবাদ
অসম, রাজস্থান থেকে দুই
নাবালিকা ফিরল মুর্শিদাবাদে
ছাত্র পরিষদে দ্বন্দ্ব শান্তিপুরে
মেদিনীপুর
পুরভোটে উদ্বেগে ক্ষমতাসীনেরাই
মাঠ বাঁচাতে স্থানীয়দের
বনধ, সাড়া মেদিনীপুরে
কলকাতা
৩৮.৫/২৯.২
আজকের দিনে
• ১৯৯১:
শ্রীপেরুমবুদুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.