মাঠ বাঁচাতে স্থানীয়দের বনধ, সাড়া মেদিনীপুরে |
অরবিন্দনগরের খেলার মাঠটি গত প্রায় ৩ বছর ধরে বেদখল হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যে মাঠের একটা বড় অংশই দখল হয়ে গিয়েছে। সেখানে বসতি গড়ে উঠেছে। জবরদখল উচ্ছেদের দাবিতে আগেও আন্দোলন হয়েছে। ফের নতুন করে আন্দোলন শুরু হয়েছে। মাঠ দখলমুক্ত করার দাবিতে শনিবার মেদিনীপুর শহরে সকাল ৮টা থেকে ৬ ঘন্টার বনধের ডাক দিয়েছিলেন অরবিন্দনগরের মানুষ। সকাল থেকেই শহরের একাংশে বন্ধের প্রভাব পড়ে। শহরের মধ্যে সরকারি- বেসরকারি বাস চলাচল করেনি। বন্ধ সমর্থনকারীরা বিভিন্ন জায়গায় পিকেটিং করেন। অরবিন্দনগরের পাশেই মেদিনীপুর জেলা আদালত। সেখানেও স্বাভাবিক কাজকর্ম হয়নি।
এই মাঠ নিয়ে গত ১৫ মে সর্বদল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মাঠে এখন যাঁরা বসবাস করছেন, তাঁদের মধ্যে প্রকৃত ভূমিহীন কেউ আছেন কি না, তা খতিয়ে দেখে দখল-উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে। জবরদখলকারীদের নোটিস দেওয়ার পাশাপাশি মাইকিং করেও তাঁদের সরকারি জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। নির্দেশ অমান্য হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কার্তিকবাবু বলেন, “গত ৩ বছরে ৮ বার মৌখিক প্রতিশ্রুতি পেয়েছি। ৩ বার লিখিত প্রতিশ্রুতি পেয়েছি। কোনও বারই মাঠ দখলমুক্ত করতে পুলিশ-প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করেনি। আশা করি, এ বার সিদ্ধান্ত মতো কাজ হবে।” |