টুকরো খবর |
রামনগরে নয়া কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পঞ্চায়েত সমিতি স্তরে পূর্ব মেদিনীপুরের প্রথম ‘ভারত নির্মাণ রাজীব গাঁধী সেবা কেন্দ্রে’র উদ্বোধন হল রামনগরে। একশো দিনের কাজের প্রকল্পের গতি আনতে পঞ্চায়েত সমিতি স্তরের যাবতীয় কাজকর্ম এই কেন্দ্র থেকে পরিচালনা করা হবে। শুধু রামনগর ১ নয়, প্রতিটি পঞ্চায়েত সমিতি স্তরেই এই কেন্দ্র গড়ে তোলার জন্য ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এই কেন্দ্রের জন্য পাবে ১০ লক্ষ টাকা করে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, বিডিও রানা বিশ্বাস, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, দুই জেলা পরিষদ সদস্য অশোক বিশাল ও অবন্তী মণ্ডল। কেন্দ্রের নতুন ভবনের সভাকক্ষে রামনগর ১ পঞ্চায়েত সমিতির ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজের গতিপ্রকৃতি নিয়ে এক বৈঠক হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। সেখানে পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক রানা বিশ্বাস পরিসংখ্যান দিয়ে জানান, ২০১০-১১ অর্থবর্ষে একশো দিনের কাজে রাজ্যের মধ্যে প্রথম হয় রামনগর ১ পঞ্চায়েত সমিতি। ২০১১-১২ আর্থিক বছরে ওই প্রকল্পে ৭ কোটি ১৮ লক্ষ টাকা খরচ করে জবকার্ডধারীদের ৬৯ দিন কাজ দিতে পেরেছে এই পঞ্চায়েত সমিতি। অথচ গোটা জেলার গড় ৩৩ দিন।
|
নন্দগোপালের স্মরণসভা শহরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
নন্দগোপাল ভট্টাচার্যের স্মরণসভা |
বামপন্থী আঙিনার বাইরে থাকা মানুষকেও কাছে টানার পরামর্শ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার। প্রয়াত বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী নন্দগোপাল ভট্টাচার্যের স্মরণে রবিবার সিপিআই জেলা কমিটির উদ্যোগে প্রদ্যোৎ স্মৃতিভবনে এক সভায় দীপকবাবু বলেন, “দেশ ও রাজ্যে বামপন্থা আক্রান্ত। যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের ফের কাছে আনতে হবে। বামপন্থী আঙিনার বাইরে থাকা মানুষদেরও কাছে টানতে হবে।” পাশাপাশি তাঁর বক্তব্য,“ মন্ত্রী থাকাকালীন নন্দগোপাল ভট্টাচার্য কী ভাবে ক্ষুদ্র সেচের উন্নয়ন করেছেন, তা আরও বেশি করে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।” সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ প্রবোধ পান্ডা, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা প্রমুখ। সভার শুরুতেই প্রয়াত প্রাক্তন মন্ত্রী প্রতিকৃতিতে গত ৬ মে প্রয়াত হন নন্দগোপালবাবু। বাড়ি উত্তর চব্বিশ পরগনার খলিসাকোটা গ্রামে। তবু মেদিনীপুর জেলার আপনজন হয়ে উঠেছিলেন তিনি। জেলার দাঁতন থেকেই তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। হন জলসম্পদ উন্নয়নমন্ত্রী। এ দিনের সভায় উপস্থিত সকলে তাঁর জীবনের নানা দিক তুলে ধরেন।
|
বর্ষপূর্তিতে নানা কর্মসূচি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
নতুন সরকারের বর্ষপূর্তিতে তৃণমূলের মিছিল মেদিনীপুরে।-নিজস্ব চিত্র। |
রাজ্য সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার দিনভর জেলা জুড়ে নানা কর্মসূচি আয়োজিত হল। শালবনি, মেদিনীপুর থেকে পিংলা, সবং- সর্বত্রই হয় সভা। নতুন সরকার কী কী করেছে, সাধারন মানুষের কাছে তা তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব। সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিও ছিল। সবংয়ের কমিউনিটি হলে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অমূল্য মাইতি। জয়েন্টে কৃতী শেখ জিয়াউর রহমান ও শঙ্কর নারায়ণ মিশ্রকে সংবর্ধিত করা হয়। পিংলার বিধানসভা এলাকার বিভিন্ন জায়গাতেও সভা হয়। পিংলা বাজার, দক্ষিণবেড়িয়ার সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাইতি। মেদিনীপুর শহরেও দিনটি উদ্যাপিত হয়। বিভিন্ন ওয়ার্ডে হয় নানা অনুষ্ঠান। ৬ নম্বর ওয়ার্ডে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন শহর তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, শহর সভাপতি সুকুমার পড়্যা প্রমুখ। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জেলা জুড়েই এ দিন নানা কর্মসূচি হয়েছে।”
|
বালিকা পাচার চক্রে ধৃত দুই |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বালিকা পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। ধৃতদের নাম কার্তিক সামন্ত ও বিশ্বজিৎ দাস। তাঁদের বাড়ি স্থানীয় জিয়াদা গ্রামে। জিয়াদা প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রী মাসুমা খাতুন ও মেহবুবা খাতুনের বাড়ি স্থানীয় শ্রীধরবসান গ্রামে। অভিযোগ, গত মঙ্গলবার ওই দুই নাবালিকাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জোর করে তুলে নিয়ে যায় কার্তিক ও বিশ্বজিৎ। পাঁশকুড়া স্টেশন থেকে ট্রেনে করে ঝাড়গ্রাম নিয়ে যাওয়ার পথে ওই দুই বালিকা কান্নাকাটি করায় এক মহিলার সন্দেহ হয়। তিনি জিজ্ঞাসাবাদ শুরু করলে পরিস্থিতি বেগতিক দেখে পালায় ওই দুই যুবক। এরপর ওই দুই নাবালিকাকে পুলিশের হাতে তুলে দেন ওই মহিলা। এ দিকে ওই দুই ছাত্রীর খোঁজ না পেয়ে বাড়ির লোকেরা পাঁশকুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। পাঁশকুড়া থানার পুলিশ খোঁজখবর করে ঝাড়গ্রাম থেকে ওই নাবালিকাদের উদ্ধার করে। বাড়ি ফেরার পর ওই দুই নাবালিকা স্থানীয় একটি দোকানে কার্তিক ও বিশ্বজিৎকে দেখতে পেয়ে চিনতে পারে। এরপরই স্থানীয় বাসিন্দারা ওই দু’জনকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেফতার করে দু’জনকে। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
|
এগরা শহর যানজটমুক্ত করতে উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
শহরকে যানজটমুক্ত করতে উদ্যোগী হল এগরা পুরসভা। ট্রাফিক নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা দিতে ‘গ্রিন পুলিশ’ নিয়োগের পাশাপাশি ‘ডিভাইডার’ তৈরি ও রাস্তার ধারের জবরদখলকারীদের সরানোর সিদ্ধান্ত নিয়েছেন পুর-কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দৈনিক ৬ ঘণ্টা কাজের জন্য ১৩০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে ‘গ্রিন পুলিশ’দের। শহরের দিঘা মোড়, ত্রিকোণ পার্ক ও সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে তারা। মোট ৬ জনকে নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞাপন দিয়েছে পুরসভা। দিঘা মোড় থেকে বেশ কিছুটা রাস্তায় ‘ডিভাইডার’ বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান এগরার পুরপ্রধান স্বপন নায়েক ও উপপুরপ্রধান বীরেন নায়ক। এ ছাড়াও পূর্ত দফতরের জায়গায় ‘জবরদখল’ পার্কগুলির সৌন্দর্যায়নে পুরসভা দেবে ৫০ লক্ষ টাকা। রাস্তার ধারে ফুটপাথ ছাড়াও নিকাশির জন্য নর্দমা তৈরি করা হবে। এই সব কাজের জন্য রাস্তার ধারে জবরদখল করে থাকা দোকান-গুমটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ নম্বর ওয়ার্ডের পটলাইকা, ৮ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও ৯ নম্বর ওয়ার্ডের নলপুকুর এলাকায় স্টল তৈরি করছে পুরসভা। ন্যূনতম মূল্যে স্টল বিলির ক্ষেত্রে উচ্ছেদ হওয়া দোকানদারদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পুর-কর্তৃপক্ষ। পুরপ্রধান স্বপনবাবু বলেন, “নির্দিষ্ট দিনের মধ্যে জবরদখলকারীরা উঠে না গেলে মহকুমা পুলিশ-প্রশাসনের সাহায্য নিয়ে তাদের সরিয়ে দিয়ে উন্নয়নের কাজ শুরু হবে।”
|
সরকারের বর্ষপূর্তি পালন তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দলীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় নানা কমর্সূচি পালন করল তৃণমূল। রবিবার সকালে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সভা হয় নন্দীগ্রাম থানা মোড়ে। সভায় ছিলেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শেখ সুফিয়ান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের প্রমুখ। তমলুকের কাঁকটিয়া বাজারেও মিছিল ও সভা হয়। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মাঠে সভার আয়োজন করে আইএনটিটিইউসি। সভায় উপস্থিত ছিলেন কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। পাঁশকুড়া পুরএলাকাতেও সভা করে তৃণমূল। চণ্ডীপুর ব্লকের চৌখালি বাজারে তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন দলীয় বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য। দলীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষে এগরা ২ ব্লকের দেশবন্ধু অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি রবিবার এজেন্দা হাইস্কুল প্রাঙ্গণে দলীয় সভা, দুঃস্থদের বস্ত্রদান করে। ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি আলোক মহাপাত্র ছাড়াও দলীয় দুই বিধায়ক সমরেশ দাস ও দিব্যেন্দু অধিকারী।
|
কেশিয়াড়িতে পথ দুর্ঘটনা, শিশু-সহ মৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেলা দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু ও দুই মহিলার। শনিবার গভীর রাতে কেশিয়াড়ির নছিপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত ২৫ জনকে কেশিয়াড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা হলেন সোমবারি সিংহ (৫৫), পুতুল সিংহ (৩৫) ও বিজয় সিংহ (৪)। বাড়ি দাঁতন থানার অন্ত্রি গ্রামে। গত ২৪ এপ্রিল থেকে কেশিয়াড়িতে স্থানীয় সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন মাঠে মেলা হচ্ছে। প্রতি পাঁচ বছর অন্তর এই মেলা হয়। মেলা দেখতে শনিবার দাঁতন থানার অন্ত্রি থেকে ৩৫ জন ট্রাক্টরে চেপে কেশিয়াড়িতে আসেন। এঁদের অধিকাংশই মহিলা ও শিশু। ফেরার পথে রাত আড়াইটে নাগাদ নছিপুরের কাছে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এক শিশু ও দুই মহিলার মৃত্যু হয়। বাকিরাও কমবেশি জখম হন। আহতদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।
|
স্কুলের অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদনের দু’দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উৎসব শেষ হল শনিবার। এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী, মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস প্রমুখ। দু’দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চণ্ডালিকা নৃত্যনাট্য, কাদম্বরী গীতি-আলেখ্য পরিবেশন করে। হয় আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান। শিক্ষক নন্দগোপাল পাত্রের নেতৃত্বে বিজ্ঞান বিভাগের ছাত্ররা উপহার দেয় অনুষ্ঠান ‘অলৌকিক নয়, বিজ্ঞান’। পড়াশোনা, খেলাধুলা-সহ নানা বিভাগে বিদ্যালয়ের কৃতী ছাত্রদের পুরস্কৃত করা হয়। বিদায় সংবর্ধনা জানানো হয় তিন শিক্ষক তুহিন গুচ্ছাইত, অঞ্জলি জানা, সন্ধ্যা দে ও শিক্ষাকর্মী মৃত্যুঞ্জয় জানাকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তাপস বেরা ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালন সমিতির সম্পাদক সত্যরঞ্জন দাস।
|
জেলা সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পশ্চিমবঙ্গ জেলা পরিষদ কর্মচারী সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হল কাঁথিতে। শনিবার মোমবাতি জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিধায়ক সমরেশ দাস, রণজিৎ মণ্ডল, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের জেলা সভাপতি অর্ধেন্দু শেখর মহাপাত্র, জেলা সভাপতি মৃণাল কান্তি জানা প্রমুখ। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক তরুণ কার্ফা ও কেন্দ্রীয় কমিটির সদস্য ভাস্কর মান্না। সম্মেলন শেষে দেবকমল দাসকে সভাপতি, সুকুমার বারুইকে সম্পাদক ও সৌমিত্র মহান্তিকে কোষাধ্যক্ষ করে ২১ জনের একটি জেলা কমিটি গঠন করা হয়।
|
জাতীয় সেবা প্রকল্প |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
জাতীয় সেবা প্রকল্প উপলক্ষে শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করল ভগবানপুরের ভীমেশ্বরী উচ্চ শিক্ষায়তন। শনিবার এই প্রকল্পের বিশেষ শিবিরের উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর। উপস্থিত ছিলেন হুগলির অতিরিক্ত জেলা শাসক রবীন্দ্রনাথ জানা। রবিবার ভীমেশ্বরী বাজার এলাকায় সাফাই অভিযান করে ছাত্রছাত্রীরা। পানীয় জলসঙ্কট ও তার সমাধান, কিশোর বয়সে অপরাধপ্রবণতা ও প্রতিরোধ, শিশুশ্রম প্রভৃতি বিষয়ে আলোচনা সভাতে উপস্থিত ছিলেন এগরার এসডিপিও রবীন্দ্রনাথ চক্রবর্তী। সোমবার ভগবানপুর গ্রামীণ হাসপাতালে সাফাই অভিযান ও রোগীদের ফল, মিষ্টি বিতরণ করার কথা জানান বিদ্যালয় কতৃপক্ষ।
|
মহিলা তৃণমূলের সভা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল মহিলা তৃণমূল। শনিবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে জেলা মহিলা তৃণমূলের এক সভা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা সভায় আসেন। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী উত্তরা সিংহ। সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্ব জানান, এই সময় থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে হবে। গ্রামে গ্রামে গিয়ে রাজ্য সরকারের সাফল্যের কথা প্রচার করতে হবে। এই এক বছরে সরকার কী করেছে, কী করার পরিকল্পনা করেছে, তা সাধারণ মানুষকে জানানোর কথাও বলেন সভায়।
|
বাৎসরিক অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পানিপারুলের আড়াঙ্গা রামকৃষ্ণ পল্লি উন্নয়ন সঙ্ঘের বাৎসরিক অনুষ্ঠান হল রবিবার। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ পালন ও যুব সম্মেলনও হয় সঙ্ঘ প্রাঙ্গণে। পানিপারুল, লালপুর ও কুলটিকরি হাইস্কুলের প্রায় এক হাজার ছাত্রছাত্রীকে নিয়ে আলোচনা, প্রশ্নোত্তরের আয়োজন করা হয়। সন্ধ্যায় বিবেকানন্দের বাণী ও গান নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যোগ দেয় সঙ্ঘ পরিচালিত অনাথ আশ্রমের ৫৮ জন ছাত্র।
|
ভাঙন রোধে কাজ |
নিজস্ব সংবাদদাতা • তৃণমূল |
তমলুক শহরের রূপনারায়ণের চরে ভাঙন রোধে কাজ শুরু করেছে সেচ দফতর। রবিবার বিকেলে সেচ দফতরের ওই কাজ পরিদর্শনে যান তমলুকের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। সৌমেনবাবু বলেন, “দ্রুত গতিতে কাজ করার চেষ্টা চলছে।”
|
কাঁথিতে বসে আঁকো |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
ছবি: সুব্রত গুহ। |
জনসংযোগ বাড়ানোর উদ্দেশে রবিবার ভূপতিনগর থানা এলাকার কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতায় ১২০ জন যোগ দেয়। সফলের পুরস্কৃত করা ছাড়াও সকলকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, মহকুমা পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বসু, সার্কেল ইনস্পেকটর সুশান্ত মুখোপাধ্যায়, পাঁউশি অন্তোদয় অনাথ আশ্রমের বলরাম করণ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানস চট্টোপাধ্যায়।
|
কংগ্রেসের রোড-শো |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পুরভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে রবিবার বিকেলে পাঁশকুড়া স্টেশন বাজার এলাকায় রোড-শো করল কংগ্রেস। উপস্থিত ছিলেন মায়া ঘোষ, শুভঙ্কর সরকার, নির্মলেন্দু ভট্টাচাযের্র মতো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ঝড়-বৃষ্টির কারণে বিঘ্ন ঘটলেও লোক হয় ভালই। |
|