|
|
|
|
পুলিশের বিশেষ অভিযানে বসিরহাটে গ্রেফতার ১২ দুষ্কৃতী |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মারুতি চেপে এসে এক ব্যবসায়ীর কাছ থেকে মোটর সাইকেল ছিনতাই করে পালানোর সময় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার ঘুসিঘাটার কুলটি লকগেটের কাছে শনিবার রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আহমেদ গাজি। তার বাড়ি হাসনাবাদের ভেবিয়া চৌমাথা এলাকায়। যে গাড়িতে করে সে ছিনতাই করতে এসেছিল পুলিশ সেটি আটক করেছে। তবে মোটর সাইকেলটির খোঁজ মেলেনি। এ দিনই রাত সাড়ে ৮টা নাগাদ মিনাখাঁ থানার চাপালি গ্রাম থেকে গুলিভর্তি পিস্তল-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। রাজকুমার সর্দার নামে ওই দুষ্কৃতী ঘুসিঘাটার কাছেই বাসন্তী রোডে ছিনতাইয়ের চেষ্টা করছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে পালানোর সময় ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়।
বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার বলেন, “জেলার পুলিশ সুপারের নির্দেশে বিশেষ দল গঠনের পর অভিযান চালিয়ে গত দু’দিনে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে কয়েকজন দাগি দুষ্কৃতীও রয়েছে। একটি গুলিভর্তি আগ্নেয়াস্ত্র এবং নথিপত্রহীন দু’টি গাড়ি উদ্ধার করা হয়েছে।”
অন্যদিকে শুক্রবার গভীর রাতে সন্দেহভাজন পাঁচ যুবককে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি গাড়ি আটক করা হয়েছে। বসিরহাটের কোড়াপাড়ার কাছে ওই দিন রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জেরায় জানা গিয়েছে, তাদের বাড়ি কলকাতায়। মদ্যপ অবস্থায় দমদম ১ নম্বর গেট এলাকা থেকে ওই যুবকেরা একটি লরির পিছু ধাওয়া করে। ভয় পেয়ে লরির চালক মোবাইল ফোনে বসিরহাট থানায় ফোন করে সব জানান। এর পরই পুলিশ ওই যুবকদের গ্রেফতার করে।
শনিবার গভীর রাতে বসিরহাটের জিরাফপুর থেকে ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। শশনিয়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বলে ধৃতেরা জেরায় স্বীকার করেছে বলে দাবি পুলিশের। |
|
|
|
|
|