টুকরো খবর

স্কুল নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে জখম ২
স্কুলের অভিভাবক পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হলেন তৃণমূলের যুব সভাপতি-সহ দু’জন। তাঁদের টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ন’পাড়ায় উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীই পরস্পরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। ঘটনা্র তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের খড়মপুর হাইস্কুলে এ দিন অভিভাবক পরিচালন কমিটির নির্বাচন ছিল। বর্তমানে এখানে ক্ষমতায় রয়েছে তৃণমূল। নির্বাচনে তৃণমূলের দু’টি গোষ্ঠী আলাদা আলাদা প্রার্থী দেওয়ায় প্রথম থেকেই উত্তেজনা ছিল। গণ্ডগোলের আশঙ্কায় তাই পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়। কিন্তু তা সত্ত্বেও এ দিন ভোটের সময় গোলমাল ঠেকানো যায়নি। পুলিশ জানায়, এ দিন সকাল ৯টা নাগাদ একটি গোষ্ঠীর হয়ে ভবানীপুর ১ ও ২ নম্বর অঞ্চল থেকে ভোটাররা স্কুলে আসছিলেন। ন’পাড়ার কাছে তাঁদের পথ আটকায় তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন। এ নিয়ে বচসা থেকে মারামারি বেধে যায়। সংঘর্ষে জখম হন ভবানীপুর-২ নম্বর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি ফিরোজ কামাল মানি এবং ভবানীপুর-১ নম্বর অঞ্চল কমিটির সদস্য পরিমল দাস। তাঁদের দু’জনকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় তৃণমূল নেতা সৌরেন্দ্রনাথ পাল বলেন, “বেশ কিছুদিন ধরেই দলের দু’টি গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল চলছে। এ ব্যাপারে দলের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

তৃণমূলের বর্ষপূর্তির অনুষ্ঠান
তৃণমূলের বর্ষপূর্তিতে উত্তর ২৪ পরগনার হাবরায় মিছিলে
হাঁটছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ছবি: শান্তনু হালদার।
গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর ২৪ পরগনার বনগাঁতেও রবিবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃণমূলের পক্ষ থেকে নতুন সরকারের বর্ষপূর্তি উদ্যাপন করা হল। গোটা শহরটাকেই এ দিন তোরণ, তৃণমূলের পতাকায় মুড়ে ফেলা হয়। সেই সঙ্গে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল কাটআউট। বনগাঁ শহরে যুব তৃণমূল এবং শহর তৃণমূলের পক্ষ থেকে নতুন সরকারকে ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষকে ‘ধন্যবাদ’ জানানো হয়। যুব তৃণমূলের পক্ষ থেকে মিছিল বের করা হয়। গাইঘাটা, বাগদা, গোবরডাঙা, হাবরা-অশোকনগরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাবরায় মিছিলে হাঁটেন বিধায়ক ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “গত এক বছরে আমাদের সরকারের কাজ সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর পাশাপাশি কংগ্রেসের একাংশ এবং সিপিএমের অপপ্রচার সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।”

চিকিৎসক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র
বাবা শ্যামসুন্দর প্রামাণিকের স্বপ্ন মেজ মেয়েকে চিকিৎসক হোক। কিন্তু তা কী ভাবে সম্ভব তার উত্তর জানেন না তিনি। কারণ চানাচুর ফেরি করে তিন মেয়ে-সহ ৬ জনের সংসার কোনওরকমে চলে। পড়াশোনার প্রয়োজনের কথা ভেবেই তিনি মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। মেজ মেয়ের মাথা বরাবরই ভাল। কিন্তু গৃহশিক্ষকের ব্যবস্থা করতে পারেননি। অথচ সেই অবস্থাতেও সঞ্চিতা এ বার জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে ২৮৩ এবং মেডিক্যালে ৩৮৬ র‌্যাঙ্ক করেছে। মা আলপনাদেবী বনগাঁ পুরসভার অস্থায়ী কর্মী। বললেন, “খবরটা শুনে খুশি হয়েছিলাম। কিন্তু সে খুশির রেশ আর কতটুকু। এর পরে কী হবে সেটাই তো জানি না। ডাক্তারি পড়ার খরচ আমাদের মতো পরিবারে টানা সম্ভব নয়। ওর বাবার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে!” কেন চিকিৎসকই হতে চায় জানতে চাইলে সঞ্চিতার উত্তর, “বাবার স্বপ্ন ডাক্তার হয়ে গরিব মানুষের চিকিৎসা করি। আমারও ইচ্ছা তাই। কিন্তু সংসারের এই অবস্থায় কী ভাবে তা সম্ভব হবে জানি না।” হতাশা ঝরে পড়ে সঞ্চিতার গলায়।

বাসন্তীতে সারা বাংলা শিক্ষক-শিক্ষাকর্মী সম্মেলন
তিনব্যাপী সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মীদের রাজ্য সম্মেলনে রবিবার দ্বিতীয় দিন বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক বিষয় নিয়ে সরব হলেন উপস্থিত প্রতিনিধিরা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর শিবগঞ্জে সম্মেলন শুরু হয়েছে গত ১৯ মে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশো প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানেশিক্ষকদের ঢুকতে বাধাদান, তাঁদের সম্মানহানি, মারধর, চাঁদার জুলুম ইত্যাদি ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটছে বলে জানান প্রতিনিধিরা। আন্দোলনে গেলে যে ভাবে শিক্ষক-শিক্ষিকাদের বেতন কাটার হুমকি দেওয়া হচ্ছে তার কঠোর সমালোচনা করেন প্রতিনিধিরা। কমিটির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক হরিপদ বৈদ্য বলেন, “রাজ্য সরকার গণতন্ত্রের নামে রাজ্যে অগণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেছেন। কংগ্রেসের আমলে শিক্ষাকে যেমন অন্ধকার জগতে ঠেলে দেওয়া হয়েছিল, বর্তমান সরকারও শিক্ষাকে সেই দিকে নিয়ে যেতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” সম্মেলনে উপস্থিত ছিলেন আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বাম, বাসন্তীর বিধায়ক সুভাষ নস্কর, সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক তড়িৎ ব্রহ্মচারী প্রমুখ।

সোনার দোকানে ডাকাতি

ভরসন্ধ্যায় বাজারে সোনার দোকানে ঢুকে ডাকাতি করে চম্পট দিল ৬ জন দুষ্কৃতী। রবিবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ মিনাখাঁ থানার শিরিষতলা বাজারে সুজয় কর্মকার নামে এক সোনা ব্যবসায়ীর দোকানে ওই ডাকাতি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতী দলের ৪ জন ক্রেতা সেজে দোকানে ঢোকে। বাইরে আরও দু’জন মোটর বাইক নিয়ে পাহারা দেয়। দোকানে ঢুকেই তারা দোকান মালিক সুজয়বাবুর কপালে রিভলবার ঠেকিয়ে লকারের চাবি চায়। বন্ধ করে দেয় দোকানের দরজা। সুজয়বাবু প্রথমে চাবি দিতে অস্বীকার করেন। পরে অল্পবিস্তর ধ্বস্তাধ্বস্তির পর ওই দুষ্কৃতী দল চাবি নিয়ে লকার খোলে। লকার থেকে তারা প্রায় ৩০ হাজার টাকা নগদ এবং ৪ ভরি সোনা নিয়ে চম্পট দেয়। বাইরে বেরিয়ে ডাকাতদল একটি বোমাও ছোড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

শিক্ষা-প্রশাসনকে পরামর্শ সুনন্দর
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজে শিক্ষিকা ‘নিগ্রহ’-এর সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিলেন সুনন্দ সান্যাল। ভাঙড়ের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের গড়া ‘শিক্ষা বাঁচাও কমিটি’র ডাকে থানা সংলগ্ন মাঠে রবিবার বিকেলে একটি ‘গণ-কনভেনশন’ হয়। সেখানে শিক্ষাবিদ সুনন্দবাবু বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসন ঠিকমতো না চললে গণ্ডগোল তো হবেই! শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক করতে হবে। গণতন্ত্র ছাড়া রাজ্য চলবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভাঙড়ের মানুষকে এক হতে হবে।” গত ২৪ এপ্রিল ভাঙড় কলেজে ওয়েবকুটার নির্বাচন নিয়ে ‘মতানৈক্য’-এর জেরে এক শিক্ষিকাকে জগ ছুড়ে মারার অভিযোগ ওঠে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি আরাবুল ইসলামের বিরুদ্ধে। আরাবুলও ওই শিক্ষিকার বিরুদ্ধে মানহানির পাল্টা মামলা করেন। দু’টি মামলাই এখন আদালতে বিচারাধীন। এ দিনের কনভেনশনে সুনন্দবাবু ছাড়াও অনেক বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। সকলেই শিক্ষা প্রতিষ্ঠানে ‘অরাজকতা’র বিরুদ্ধে সরব হন।

গাইঘাটায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যু, প্ররোচনার অভিযোগ
এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার কলোনি শিমুলিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম নাজমা খাতুন (১৭)। নাজমার বাবা রহমতুল্লা ১৯ মে গাইঘাটা থানায় আলমগির মণ্ডলের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আলমগির দীর্ঘদিন ধরে নাজমার সঙ্গে সহবাসের ফলে সে অন্ত্বঃসত্তা হয়ে পড়ে। এই অবস্থায় নাজমার বাবা আলমগিরকে মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। আলমগির তাতে রাজি হয়নি। গত ১৮ মে, শুক্রবার বাড়িতে কীটনাশক খায় নাজমা। হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে।

মহাকরণ অভিযানের ডাক সিপিআই (এলএল)-এর
কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতি ও জনবিরোধী কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শ্রমিকদের নিয়ে সংসদ ভবন এবং মহাকরণ অভিযানের ডাক দিল সিপিআই (এম এল) লিবারেশন। তিনদিনব্যাপী দলের নবম জেলা সম্মেলনের শেষ দিন রবিবার, সাংবাদিক সম্মেলনে এ কথা জানান দলের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের গণতন্ত্র হরণের বিরুদ্ধে আগামী ২৬ জুন কলকাতায় গণতন্ত্র বাঁচাও কনভেনশন এবং কেন্দ্রের ইউপিএ সরকারের জনস্বার্থ বিরোধী ভূমিকার বিরুদ্ধে জেলায় জেলায় ‘জেল ভরো’ আন্দোলেনের ডাক দেওয়া হয়েছে। রাজ্যে সরকারের ১০০ ভাগ সাফল্যের খতিয়ান তুলে ধরে তৃণমূল নেতৃত্ব যখন বর্ষপূর্তি উৎসবে মেতেছে সেই সময় সিপিআই (এম এল) নিবারেশনের এই কর্মসূচী তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

স্বামী মৃত, দরজা ভেঙে দেখলেন স্ত্রী

কয়েক দিন আগে বাপের বাড়ি গিয়েছিলেন বারাসতের পান্নাঝিলের এক মহিলা। রবিবার বাড়ি ফিরে দেখলেন, শোয়ার ঘরে খাটের নীচে পড়ে আছে স্বামীর মৃতদেহ। কান্নায় ভেঙে পড়েন তিনি। পুলিশ জানায়, মৃতের নাম কৃষ্ণেন্দু মিত্র (৪২)। বারাসতের ময়নায় পুলিশ সুপারের অফিসে করণিকের কাজ করতেন তিনি। রবিবার সন্ধ্যায় বাপের বাড়ি থেকে ফিরে কৃষ্ণেন্দুবাবুর স্ত্রী দেখেন, বাড়ির দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতেও সাড়া না-পেয়ে তিনি পড়শিদের সাহায্যে দরজা ভাঙেন। বাড়িতে ঢুকে তিনি দেখেন, খাটের নীচে মৃত অবস্থায় পড়ে আছেন স্বামী। ঠিক কী ভাবে কৃষ্ণেন্দুবাবুর মৃত্যু হল, তা জানার চেষ্টা চলছে।

বাস-মিনিবাস শ্রমিক সম্মেলন বনগাঁয়
সিটু অনুমোদিত উত্তর ২৪ পরগনার জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের বনগাঁ মহকুমা শাখার দশম সম্মেলন হয়ে গেল রবিবার। বনগাঁ হাইস্কুলে এ দিন ওই সম্মেলনে উপস্থিত ছিলেন সিটুর জেলা সম্পাদক সুভাষ মুখোপাধ্যায়, জেলা কমিটির সদস্য শম্ভূ রায়চৌধুরী প্রমুখ। শম্ভূবাবু বলেন, “সম্মেলনে শ্রমিকদের বেতন বৃদ্ধি, তাঁদের সামাজিক সুরক্ষা-সহ নানা দাবি তোলা হয়েছে।”

অস্বাভাবিক মৃত্যু
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বসিরহাটের রঘুনাথপুরে। পুলিশ জানায় মৃত বাপি কর্মকারকে (২৪)। রবিবার ভোরে বাড়ির বারান্দার গ্রিলে গলায় দড়ির ফাঁস অবস্থায় পাওয়া যায়।

সিলিন্ডার ফেটে আগুন
রবিবার বারাসত থানার নারায়ণপুর ফতেয়াবাদে গ্যাস সিলিন্ডার ফেটে একটি বাড়িতে আগুন লেগে যায়। আহত হন দু’জন। তাঁদের আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, ওই বাড়ির পাশেই রয়েছে বাজির একটি গুদাম। সেখানে বাজির মশলা থাকে। গ্যাস সিলিন্ডার ফেটে যেতেই ওই বাড়ি থেকে আগুন ছড়িয়ে যায় পাশের গুদামে। দমকলের দু’টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.