রাঁচিতে মাও সদস্য গ্রেফতার |
রাঁচি স্টেশন থেকে আজ এক মাওবাদী সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রামদাস ওরফে নন্দু। সে কিষেণজির ঘনিষ্ঠ বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। নন্দু বিহার-ঝাড়খণ্ডের মাও স্কোয়াডের সদস্য বলেও জানা গেছে।
|
হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ, মৃত্যু শিশুর |
বহরমপুর সদর হাসপাতালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শিশুটির নাম বনি মণ্ডল, বয়স ৭। থ্যালাসেমিয়ায় আক্রান্ত বনিকে তার বাড়ির লোকেরা গতকাল সন্ধে ৭টায় হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসেন। তার অবস্থা খুব গুরুতর ছিল। রক্তেরও প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বনিকে ভর্তি নিতে অস্বীকার করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ ভোর ৫টায় শিশুটি মারা যায়। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন বনির আত্মীয়রা।
|
হরিদেবপুরে দাদার বাড়িতে ভাই আত্মঘাতী |
কলকাতায় দাদার বাড়িতে থেকে পড়াশোনা করত ভাই। আর সেখানেই আত্মঘাতী হল আনুমানিক ১৪ বছর বয়সী পড়ুয়া সেই কিশোর। নবম শ্রেণিতে পড়ত সে। হরিদেবপুরের পশ্চিম পুঁটিয়ারিতে তাঁর দাদার সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকত ছাত্রটি। আজ সকালে ঝাড়খণ্ডের বাসিন্দা এই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মৃতের দাদাকে।
|
বালেশ্বরে পথ দুর্ঘটনা, মৃত পূর্ব মেদিনীপুরের ৫ জন |
ওড়িশার বালেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। এঁরা সকলেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা। জানা গিয়েছে, বাড়ির এক সদস্যকে চিকিত্সার জন্য ওড়িশায় নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি করে। রাস্তায় লরির পিছনে ধাক্কা মারে দুর্ঘটনাস্থ গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একই পরিবারের পাঁচ জনের। মৃতদের মধ্যে রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি, গৌরহরি মাইতি, তপন মাইতি। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। এঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বাড়ির অন্যান্য সদস্যেরা। |