l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মুম্বই ইন্ডিয়ানস
বনাম
কলকাতা নাইট রাইডার্স
বিস্তারিত স্কোর
গরমে ঠান্ডা পানীয়ের মতো আরামদায়ক আর কিছুই নেই। আর তা যদি হয় পুষ্টিকর তবে তো উপরি পাওনা! এ বারের
‘স্বাদবদল’
দেবে তারই সন্ধান। সঙ্গে নানা রূপে পনির
‘আপনার রান্নাঘরে’
। আর অবশ্যই দেশি-বিদেশি খবর নিয়ে
‘সংবাদের হাওয়াবদল’
।
আজকের শিরোনাম...
• সচিনের মনোনয়ন ঘিরে জনস্বার্থ মামলা
• বিপাকে ইয়েদুরাপ্পা
• মোগলমারি বৌদ্ধ বিহারের সংস্কার
বিস্তারিত...
রাতে ফটফট শব্দ পেলেও আর খিল নয়
প্রলয় সামন্ত • কলকাতা
ফট-ফট-ফট! বছর খানেক আগের কোনও রাতেও টানা এমন শব্দ শুনলেই ঝপাঝপ দরজায় খিল পড়ত সারেঙ্গায়। ঘরে বসে কাঁপতেন সারেঙ্গাবাসী। জানতেন, গুলির লড়াই শুরু হয়েছে যৌথ বাহিনী আর ‘বনপার্টি’র (মাওবাদী)। আর হতও তাই। এখনও মাঝেমাঝেই শব্দটা হয় ‘ফট-ফট-ফট’। কিন্তু তাতে আর ডরান না এলাকার বাসিন্দারা। জানেন, শব্দটা কোনও বিয়েবাড়ি থেকে আসছে। বাজি কিংবা আতসবাজির। রাতবিরেতে বাজি পোড়ানো দেখতে ছেলেমেয়েদের নিয়ে মহিলারাও নির্ভয়ে ঘর ছেড়ে বেরিয়েও পড়ছেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, “এটা পরিবর্তিত সারেঙ্গা।” যাচ্ছিলাম বিয়েবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে। শালবনির জঙ্গল পেরিয়ে কনেযাত্রীদের গাড়ি যখন সারেঙ্গা সদরের কাছাকাছি ঘড়িতে তখন রাত সাড়ে ৮টা-৯টা। রাস্তায় ছোট গাড়ি, মোটরবাইক নিয়মিত চোখে পড়ছে। একটা-দু’টো সাইকেলও। গাড়ি যতই ঘনবসতির দিকে এগিয়েছে, ততই চোখে পড়ছে রাস্তায়, রাস্তার পাশে মানুষজনের জটলা।
বিস্তারিত...
পাহাড়ে সাংগঠনিক কাজ
বাড়ানোর পরামর্শ বিমানের
কৌশিক চৌধুরী • শিলিগুড়ি
গোর্খা আঞ্চলিক প্রশাসনের (জিটিএ) প্রথম নির্বাচনে সিপিএম যোগ দেবে কি না, তা ঠিক করতে পাহাড়ের পরিস্থিতির উপরে নজর রাখার জন্য দার্জিলিং জেলা কমিটিকে পরামর্শ দিলেন দলের রাজ্য সম্পাদক বিমান বসু। এখন দার্জিলিং পাহাড়ে দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক ভাবে কী করতে হবে, বেঁধে দিলেন তার রূপরেখাও। বিমানবাবুর উপস্থিতিতে মঙ্গলবার শিলিগুড়িতে দলের নতুন জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। বৈঠকের পরে বিমানবাবু বলেন, “সাম্প্রতিক সময়ে পাহাড়ে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এখন নতুন করে কোনও আন্দোলন বা কর্মসূচি ঠিক হয়নি। তবে সাংগঠনিক কাজকর্ম চলবে। জিটিএ নির্বাচন-সহ পাহাড়ের পরিস্থিতির দিকে আমরা নজর রাখব। জিটিএ নির্বাচনে যোগ দেওয়া হবে কি না, তা নিয়ে রাজ্য কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।” সিপিএম সূত্রের খবর, এ দিন সম্পাদকমণ্ডলীর বৈঠকের শুরুতেই জিটিএ গঠনের প্রক্রিয়া, তরাই-ডুয়ার্সের অন্তর্ভুক্তি এবং সেই ব্যাপারে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির প্রসঙ্গে প্রাথমিক আলোচনা হয়।
বিস্তারিত...
বাসের ধাক্কায় মৃত্যু ছাত্রের, জনতা ক্ষুব্ধ
অরিন্দম সাহা • বক্সিরহাট
বাসের ধাক্কায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের বক্সিরহাট থানার জোড়াই মোড় এলাকা। মঙ্গলবার সকালে ওই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম রতন বর্মন (১০)। তার বাড়ি মধ্য বালাকুঠি গ্রামে। বালাকুঠি হাইস্কুলের পড়ুয়া রতন এ দিন সকালে সাইকেলে চড়ে স্কুলের পরীক্ষা দিতে যাচ্ছিল। ঘুরপথে আসা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও প্রশাসনের কর্তারা এলাকায় আসেন। তাঁদের লক্ষ করে জনতা ইট- পাটকেল ছুড়তে শুরু করে। পুলিশের একটি ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় বিডিও’র গাড়ি। আগুন নেভাতে যাওয়া দমকলের একটি গাড়ি ও রাস্তায় আটকে পড়া একটি অ্যাম্বুল্যান্সও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কমব্যাট ফোর্সের জওয়ানরা বেধড়ক লাঠি চালান। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ শূন্যে ৪ রাউন্ড গুলিও চালায়।
বিস্তারিত...
ধারের টাকা উদ্ধারে অপহরণ, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পরিচিত এক যুবককে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই যুবক তাঁর থেকে ৯০ হাজার টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায়, বকেয়া টাকা আদায় করতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ অপহৃতের স্ত্রীর। ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ায়। পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার কলকাতার ফেয়ারলি প্লেসে অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন রেলের চতুর্থ শ্রেণির কর্মী মহেশ রাম (৩০)। তার পরে চার দিন ধরে তিনি নিখোঁজ। পরিবারের তরফে পুলিশকে জানানো হয়, ওই বিকেলে মহেশবাবু তাঁর স্ত্রী দুর্গাবতীদেবীকে জানিয়েছিলেন, সন্ধের মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু সন্ধে গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় স্ত্রী ও আত্মীয়েরা বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করেন। দুর্গাবতীদেবী পুলিশকে জানান, ওই রাতেই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের পরেলি বাজারে বাপের বাড়িতে ফোন করে বিষয়টি জানান তিনি। ওই রাতে গোলাবাড়ি থানায় নিখোঁজ-ডায়েরিও করে মহেশবাবুর পরিবার।
বিস্তারিত...
পুকুর খননে দুর্নীতির নালিশ
ঝাড়গ্রাম পুরবোর্ডের বিরুদ্ধে
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম
রাজ্যের ৬ পুরসভায় আসন্ন ভোট নিয়ে সরগরম পরিস্থিতির মধ্যেই বাম-নিয়ন্ত্রিত ঝাড়গ্রাম পুরবোর্ডের বিরুদ্ধে একটি পুকুর খননকে কেন্দ্র করে কার্যত ‘পুকুর-চুরি’র অভিযোগ তুলেছেন পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর প্রশান্ত রায় ও শিউলি সিংহ। একই অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্বও। ইতিমধ্যে প্রশাসনিক তদন্তও শুরু হয়েছে। প্রশাসনিক নিষেধাজ্ঞায় আপাতত বন্ধ রাখা হয়েছে খনন-কাজ। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে ঝাড়গ্রামের বর্তমান পুরবোর্ডকে ভেঙে দেওয়ার জন্য সরকারি-স্তরে পদক্ষেপ করা হবে। উপ-পুরপ্রধান সিপিআইয়ের প্রদীপ মৈত্র-র ৭ নম্বর ওয়ার্ডে একটি পুকুর-খননকে ঘিরেই অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নথি বলছে, বছর খানেক আগে ওই ওয়ার্ডের কদমকাননের কদমকানালি মৌজায় পুকুর-খননের জন্য ঝাড়গ্রাম পুরসভাকে ৮ লক্ষ ৪৮ হাজার ৯১৬ টাকা বরাদ্দ করেছিল অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর।
বিস্তারিত...
আসানসোলে গিয়ে নিখোঁজ
হলেন কলকাতার ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও কলকাতা
দিন পাঁচেক আগে আসানসোলে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন কলকাতার এক ব্যবসায়ী। তাঁর পরিবারের তরফে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তাতে নির্দিষ্ট কারও নাম করা হয়নি। মঙ্গলবার রাত পর্যন্ত হদিসও মেলেনি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, কৌশিক দাশগুপ্ত নামে ওই ব্যবসায়ী ‘চেন মার্কেটিং’ জাতীয় ব্যবসায় যুক্ত (যদিও তিনি ‘বাজার সমীক্ষা’র কাজ করেন বলে তাঁর স্ত্রীর দাবি)। পৈতৃক বাড়ি কলকাতার গড়িয়া মিলন পার্ক এলাকায়। শুভব্রত দাশগুপ্ত নামে ব্যবসায় তাঁর এক সঙ্গীও আছেন। গত ১০ মে তিনি আসানসোলে যান। পরের দিন, ১১ মে রাত থেকে পরিবারের লোকজন আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। আসানসোলের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় জানান, ১১ মে সকাল সওয়া ৭টা নাগাদ কৌশিকবাবু হোটেল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। রাত থেকে তাঁর দু’টি মোবাইল ফোনই বন্ধ। ১২ মে তাঁর স্ত্রী পিয়ালি দাশগুপ্ত পাটুলি থানায় বিষয়টি জানিয়েছিলেন। সোমবার আসানসোলে গিয়ে তিনি অপহরণের অভিযোগ দায়ের করেছেন।
বিস্তারিত...
বালিতে খালে নেমে তলিয়ে গেল স্কুলছাত্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
স্কুলে ইউনিট টেস্ট ছিল। তাই ছেলেকে তাড়াতাড়ি করে পাড়ার কলে স্নান করতে বলে এসেছিলেন মা। কলের পাশে খালে নামতে বারণও করেছিলেন। তবু মা চোখের আড়াল হতেই খালে নেমেছিল ছেলে। সাঁতার না জানায় তলিয়ে যায়। টানা আড়াই ঘণ্টা খোঁজার পরে খাল থেকে উদ্ধার হল তার মৃতদেহ। মঙ্গলবার সকালে বালির শ্রীচরণ সরণির ঘটনা। মৃত ছাত্রের নাম তীর্থঙ্কর রায় (১৩) ওরফে আকাশ। পুলিশ জানায়, খালাসি পাড়ার বাসিন্দা পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী দীপঙ্কর রায়ের একমাত্র ছেলে তীর্থঙ্কর। সে বালি শান্তিরাম বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বোন মৃত্তিকা জানিয়েছে, তীর্থঙ্কর বালিতে ঠাকুরমার কাছে থাকত। কিছু দিন আগে খালাসি পাড়ার বাড়িতে আসে সে। এ দিন গৃহশিক্ষকের কাছ থেকে ফেরার পরে তীর্থঙ্করকে পাড়ার কলে স্নান করতে দিয়ে বাড়ি চলে আসেন মা সুচিত্রাদেবী। কিন্তু বহুক্ষণ পরেও ছেলে না ফেরায় তিনি খোঁজ করতে যান। গিয়ে দেখেন, ছেলে নেই। তখন বালি খালের খালাসি পাড়া ঘাটে গিয়ে তিনি দেখেন, সিঁড়িতে তীর্থঙ্করের জামা-প্যান্ট, চটি পড়ে আছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দুই দিনাজপুরে ৪০ ও
মালদহে ৪২ ডিগ্রি অসুস্থ
হয়ে হোমগার্ডের মৃত্যু
পুনর্বহালের দাবি, বিক্ষোভ
দক্ষিণবঙ্গ
ঠাকুরনগরে বড়মা’র
কাছে কংগ্রেস নেতারা,
লক্ষ্য ‘ভোট’
উলুবেড়িয়ায় যানজট
কমবে, আশ্বাস
বর্ধমান
নাবালিকাকে ধর্ষণ করে
ছবি মোবাইলে, ধৃত
কংগ্রেসের ফ্লেক্স
ছেঁড়ার অভিযোগ
পুরুলিয়া
ইঁদপুরে আক্রান্ত
ওসি-সহ ৬
রাস্তা নেই, ভরসা
রুক্ষ জমিই
মুর্শিদাবাদ
আদিবাসী বৃদ্ধকে গলা
কেটে খুন হরিহরপাড়ায়
জলকষ্টে জেরবার জঙ্গিপুর
মেদিনীপুর
ফের সিপিএম প্রার্থী প্রহৃত
মাঠের দখল-মুক্তির
পক্ষেই মত
কলকাতা
৩৬.৩/২৯.২
আজকের দিনে
•
১৯৭৫
:
প্রথম মহিলা হিসাবে এভারেস্টের শিখরে পৌঁছন জুঙ্কো তাবেই। প্রথম মহিলা হিসাবে সপ্তশৃঙ্গ জয় করার নজিরও তাঁর দখলে।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.