৭ স্পষ্ট জ্ঞানের অন্তরালে অবস্থিত
অস্পষ্ট চেতনাযুক্ত।
৮ হার, পরাজয়।
৯ আন্তরিকতাহীন বা
লোক-দেখানো হাসি।
১০ নতুন শিক্ষার্থী।
১১ রবীন্দ্রোত্তর বাংলা কবিতার
এক উল্লেখযোগ্য কবি।
১২ রচনা, নির্মাণ।
১৩ প্রথম বা প্রধান স্থান।
১৫ সোনার জলে গিলটি
করা হয়েছে এমন।
১৮ কারও কাছে গচ্ছিত বা জমা
রাখা হয়েছে এমন ধন বা বস্তু।
২১ ঈশ্বরহীন, নাস্তিক।
২২ বিষ্ণুপুরের ঐতিহাসিক
বিখ্যাত কামান।
২৪ মানুষজন্ম।
২৫ অনিমেষ, স্থিরদৃষ্টি।
২৭ পরস্পরের কথাবার্তা।
৩১ প্রলেপ, লেপন।
৩২ সর্বদা, অনবরত।
৩৪ আশাতীত সুন্দর বা ভাল।
৩৭ নির্ভীকতা, স্পর্ধা।
৩৮ ভীতিজনক, ভীষণ।
৩৯ হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ
হয়েছিল বলে শিবের এই নাম।
৪০ সাবালক অবস্থা। |
|
১ চেহারা, আকৃতি।
২ সম্মানহারা, অবমানিত।
৩ বিষ্ণু।
৪ হনুমান।
৫ অনুন্নত অবস্থা অতিক্রম করে
উন্নতিসাধনে নিরত।
৬ প্রধানত রাজনীতির ক্ষেত্রে
পরস্পরবিরুদ্ধ মতাবলম্বীদের
শান্তিপূর্ণ ভাবে পাশাপাশি অবস্থান।
১১ সাপুড়ে।
১৪ মতের অমিল,
মতানৈক্য।
১৬ নোয়ানো বা
বাঁকানো যায় এমন।
১৭ হাস্যকৌতুক।
১৮ আন্দাজি।
১৯ মনঃকষ্ট, অনুতাপ।
২০ বড় সদর রাস্তা।
২৩ সৈন্য, ফৌজ।
২৬ পরিহাসের যোগ্য,
বিদ্রুপযোগ্য।
২৮ দৃষ্টি।
২৯ রক্ষণাবেক্ষণের জন্য
নিযুক্ত ব্যক্তি।
৩০ বিতাড়ন, সরানো।
৩৩ আধপাকা আধকাঁচা।
৩৫ যিশুর মাতা মেরি।
৩৬ কানে কানে ফিসফিস
করে কথা বলা। |