উত্তরবঙ্গ |
বাসের ধাক্কায় মৃত্যু ছাত্রের, জনতা ক্ষুব্ধ |
|
অরিন্দম সাহা, বক্সিরহাট: বাসের ধাক্কায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের বক্সিরহাট থানার জোড়াই মোড় এলাকা। মঙ্গলবার সকালে ওই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম রতন বর্মন (১০)। তার বাড়ি মধ্য বালাকুঠি গ্রামে। বালাকুঠি হাইস্কুলের পড়ুয়া রতন এ দিন সকালে সাইকেলে চড়ে স্কুলের পরীক্ষা দিতে যাচ্ছিল। ঘুরপথে আসা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। |
|
দুই দিনাজপুরে ৪০ ও মালদহে ৪২ ডিগ্রি অসুস্থ হয়ে হোমগার্ডের মৃত্যু |
নিজস্ব প্রতিবেদন: গরমে গোটা উত্তরবঙ্গের পরিস্থিতির অবনতি হচ্ছে। দুই দিনাজপুরে ৪০ ও মালদহ জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। কোচবিহার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি তাপমাত্রা কিছুটা কম থাকলেও অবস্থাও কার্যত একই। সাত সকাল থেকে চড়া রোদ, গরমে বাসিন্দারা হাঁসফাঁস করছেন। এই অবস্থায় দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গের স্কুলগুলিতে গরমে ছুটি এগিয়ে আনার দাবি তুলেছেন অভিভাবকেরা। |
|
|
অসভ্যতায় অভিযুক্ত
শিক্ষকের বদলি দাবি |
জনতা-পুলিশ
সংঘর্ষে ধৃত ৭ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
পাহাড়ে সাংগঠনিক
কাজ বাড়ানোর
পরামর্শ বিমানের |
কৌশিক চৌধুরী, শিলিগুড়ি: গোর্খা আঞ্চলিক প্রশাসনের (জিটিএ) প্রথম নির্বাচনে সিপিএম যোগ দেবে কি না, তা ঠিক করতে পাহাড়ের পরিস্থিতির উপরে নজর রাখার জন্য দার্জিলিং জেলা কমিটিকে পরামর্শ দিলেন দলের রাজ্য সম্পাদক বিমান বসু। এখন দার্জিলিং পাহাড়ে দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক ভাবে কী করতে হবে, বেঁধে দিলেন তার রূপরেখাও। বিমানবাবুর উপস্থিতিতে মঙ্গলবার শিলিগুড়িতে দলের নতুন জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পুনর্বহালের দাবিতে ব্রিজ কোর্সের শিক্ষক-শিক্ষিকাদের একটি সংগঠন আচমকা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাল। মঙ্গলবার বেলা সাড়ে ১০টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত ওই বিক্ষোভ চলে। ওই সময়ে আন্দোলনকারীরা হুমকি দেন, তাঁরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে ঢুকতে দেবেন না। তাঁদের অভিযোগ, দু-দফায় গৌতমবাবুর কাছে আবেদন করেও কোনও সাড়া মেলেনি। |
পুনর্বহালের
দাবি, বিক্ষোভ |
|
মন্ত্রীর কড়া বার্তা ডিজিকে,
২৪ ঘণ্টায় তদন্তে অগ্রগতি |
সুপার স্পেশালিটি
হাসপাতাল তৈরিতে বিঘ্ন |
|
আলাদা উন্নয়ন পর্ষদ-সহ ৫ দফা দাবিতে আন্দোলন |
|
টুকরো খবর |
|
|