বিদ্যুতের দাবিতে এক ডেপুটি ম্যাজিস্ট্রেটকে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষে ১৫ জন জখম হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর থানায় পোন্ডিতপোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। জখম দুই মহিলাকে পুলিশ কর্মীকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের ছোঁড়া রবার বুলেটে ৩ জন জখম হয়েছে। রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করেছে। দার্জিলিং রেঞ্জের ডিআইজি আনন্দ কুমার বলেন, “পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।” এ দিন সকাল থেকে ওই এলাকায় বিডিও অফিসের একটি গাড়ি আটকে বিক্ষোভ শুরু হয়। ব্লক দফতরের একটি দল রাষ্ট্রীয় স্বাস্থ্য যোজনার কাজ গ্রামে করতে গেলে বাসিন্দারা তাঁদেরও ঘেরাও করে রাখেন। আন্দোলনকারীদের বক্তব্য, এলাকার কুমোরগাঁও, কুন্দরগাঁও-সহ তিনটি মৌজার ১৮টি গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। ২০০৮ সালে খুঁটি পোঁতা হলেও কাজ হয়নি। এতে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়েছে। ২ মে থেকে এলাকার সব প্রাথমিক স্কুল, শিশুশিক্ষা কেন্দ্র, আইসিডিএস সেন্টার বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি পঞ্চায়েত দফতরে তালাও দেওয়া হয়। এদিন গাড়ি আটকের খবর পেয়ে দুপুরে এলাকায় যান ইসলামপুরের মহকুমা শাসক দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ। তিনি বাসিন্দাদের সঙ্গে বৈঠকও করেন। বাসিন্দারা আশ্বস্ত না হওয়ায় তাঁকে আটকে রাখেন বলে অভিযোগ। পুলিশ এলাকায় গেলেই গোলমাল শুরু হয়। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড রবার বুলেট ছোঁড়া হয়েছে। গোলমালে জড়িতদের খোঁজ চলছে।” ইসলামপুর ব্লকের ভারপ্রাপ্ত বিডিও সঞ্জীব ঘোষ বলেন, “এলাকার বিদ্যুৎ না থাকার বিষয়টি জানি। সমস্যা সমাধান করতে আরেকটু সময় প্রয়োজন। বিষয়টি আমরা দেখছি।” |