পথ দুর্ঘটনায় মৃত্যু ২ বন্ধুর
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটর বাইক আরোহী দুই যুবকের। সম্পর্কে তাঁরা দুই বন্ধু। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার ভদ্রশিলা হাতিডোবা এলাকার ইটাহার-হিলি রাজ্য সড়কে। মৃতদের নাম সুকান্ত সরকার (৩০), গোপাল বর্মন (৩২)। তাঁদের বাড়ি ইটাহার থানার দাসপাড়া ও ভাটিনগ্রাম এলাকায়। এদিন ওই দুই যুবক মোটর বাইকে চড়ে ভাটিনগ্রাম থেকে ইটাহারে যাচ্ছিলেন। সুকান্তবাবু বাইক চালাচ্ছিলেন। ভদ্রশিলা হাতিডোবা এলাকায় রাস্তার বাঁক ঘোরার সময়ে বালুরঘাটগামী একটি ট্রাকের সঙ্গে মোটর বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যান। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক-খালাসি পালিয়েছে। এই ঘটনার পর বাসিন্দারা দুর্ঘটনা এড়াতে রাস্তার দু’ধারের একাধিক গাছ কাটার দাবিতে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে ইটাহারের বিডিও ও পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিডিও শেখ জহুর আলি বলেন, “বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” |
আন্দোলনে নামবে ফব
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) ঠিকাদার নিযুক্ত ছাঁটাই কর্মীদের পুনরায় নিয়োগের দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল ফরওয়ার্ড ব্লক। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে দলের কোচবিহার জেলা সম্পাদক তথা বিধায়ক উদয়ন গুহ ওই ঘোষণা করেন। উদয়নবাবু বলেন, “গত এক বছরে ধমক আর চমক ছাড়া উওরবঙ্গের বাসিন্দারা কিছু পাননি। এনবিএসটিসিতে ঠিকাদার নিযুক্ত প্রায় ৮০০ কর্মীকে গত কয়েকমাসে ছাঁটাই করা হয়েছে। সংস্থার কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। ছাঁটাই কর্মীদের ফের নিয়োগ সহ সংস্থার বেহাল দশা ঘোচাতে চলতি মাস থেকে আমরা লাগাতর আন্দোলনে নামছি।” খুব শীঘ্রই দলের নেতাদের নিয়ে বৈঠক করে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে বলে উদয়নবাবু জানিয়েছেন। এদিন সংস্থার পরিষেবা নিয়েও তোপ দেগেছেন উদয়নবাবু। তিনি বলেন, “বহু রুটে বাস নিয়মিত চলছে না। আবার মাঝপথে মাঝেমধ্যে বাস বিগড়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কিছুদিন আগে কোচবিহার-দিনহাটা ১০ মিনিট অন্তর বাস পরিষেবা চালু করে চমক দিলেও তা ঘোষণা অনুযায়ী চলছে না।” এদিন এর পাশাপাশি তিনি জানান, কোচবিহারে বিদ্যুতের অভাবে ৭টি হিমঘর চালু হচ্ছে না। মহকুমা হাসপাতালে লিফট অকেজো হয়ে রয়েছে। উন্নয়নের স্বার্থে কোচবিহার ডেভলপমেন্ট ফান্ডের চেয়ারম্যান পদে স্থানীয় মন্ত্রী বা বিধায়কে বসানোর দাবিও তোলেন তিনি। উল্লেখ্য, ওই পদে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। |
অধ্যক্ষা মারধরে অভিযুক্ত ছাত্র
নিজস্ব প্রতিবেদন |
নকল ধরায় শিক্ষিকার হাত মুচড়ে, অধ্যক্ষকে ঘুষি মারার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে ঘটনার ২৪ ঘণ্টা পরেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই নিয়ে ক্ষুব্ধ কলেজের শিক্ষক শিক্ষিকারা। ইসলামপুর থানার আইসি সমীর পাল বলেন, “ওই ছাত্রের খোঁজে তল্লাশি চলছে।” ঘটনায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদ মঙ্গলবার পুলিশি উদাসীনতার অভিযোগ তুলেছে। পরিষদের ক্ষোভের কথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব-সহ বিভিন্ন মহলে জানানো হয়েছে। পরিষদের উত্তরবঙ্গ শাখা কমিটির সম্পাদক দেবকুমার মুখোপাধ্যায় বলেন, “শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেও নিরাপত্তার বিষয়টি জানানো হবে।” এদিন ইসলামপুর কলেজে আসেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালে পরীক্ষা সমূহের নিয়ামক সুশান্ত দাস। ক্ষোভ প্রকাশ করে সুশান্তবাবু বলেন, “প্রশাসনকে নজর দেওয়ার কথা বলা হয়েছিল।” |
৩ জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বালুরঘাট থানার ডাংবিরল এলাকায় টাক্টরের ধাক্কায় মৃত্যু হয় এক বৃদ্ধের। তার নাম সামসের আলি সরকার (৬০)। সোমবার রাতে কুশমন্ডি থানার আমিনপুরে ট্রাকের ধাক্কায় অটোর যাত্রী দুই জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতদের নাম বীণা রায় (৮) এবং অঞ্জলি রায় (৩৫)। মৃতরা কালিয়াগঞ্জে এক বিয়ের অনুষ্ঠান থেকে অটোয় চড়ে ফেরার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। অটোর যাত্রী ৮ জন জখম হন। তার মধ্যে মারা যান ওই দু’জন। |
কর্ণজোড়ায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলা পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তা, পক্ষপাতিত্ব ও হয়রানির অভিযোগে জেলাশাসকের দ্বারস্থ হল রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটি। মঙ্গলবার দুপুরে সংগঠনের প্রতিনিধি দল রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায়। সংগঠনের তরফে জেলাশাসকের কাছে ৩ দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এক সপ্তাহে পুলিশের কাজ স্বাভাবিক না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামা হবে বলে জেলাশাসককে হুমকি দেওয়া হয়। |
উত্তর দিনাজপুর জেলা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা, পক্ষপাতিত্ব ও হয়রানির অভিযোগে জেলাশাসকের দ্বারস্থ হল রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটি। মঙ্গলবার দুপুরে সংগঠনের প্রতিনিধি দল রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায়। সংগঠনের তরফে জেলাশাসকের কাছে ৩ দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়। |