নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িতে পুরসভার উদ্যোগে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির বিষয়টি অনুমোদন করেছে রাজ্য সরকার। অথচ এ ব্যাপারে আদালতে একটি মামলা হওয়ায় প্রক্রিয়ায় বিঘ্ন ঘটেছে। মামলাকারী তথা অমিত অগ্রবাল ফাউন্ডেশনের কর্ণাধার অজিত অগ্রবালকে ওই মামলা প্রত্যাহার করতে মঙ্গলবার অনুরোধ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ওই সংস্থার উদ্যোগে টেবল টেনিস অ্যাকাডেমি, কর্ম সংস্থানমূলক প্রশিক্ষণ কেন্দ্রে এবং বৃদ্ধদের বিনোদন কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থেকে এ দিন এই অনুরোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ডনবস্কো মোড়ে পুরসভার একটি জমিতে ওই হাসপাতাল গড়ার সিদ্ধান্ত হয়। ওই কাজ করতে আগ্রহী ছিল অমিত অগ্রবাল ফাউন্ডেশন কর্তৃপক্ষ। তাঁরা সেবামূলক উদ্দেশ্যে তা গড়তে চায়। অথচ দুর্গাপুরের মিশন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ওই কাজের সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ। ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) এর মাধ্যমে ওই কাজের কথা ঠিক হলে এর বিরুদ্ধে আদালতে মামলা করেন অজিতবাবুরই একটি সংস্থা। তা নিয়েই কাজের প্রক্রিয়া ব্যহত হয়ে পড়েছে। অমিত অগ্রবাল ফাউন্ডেশনের কর্ণধার অজিতবাবুর উদ্দেশ্যে এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “আপনারা ভাল কাজ করুন। ফুলবাড়িতে অন্য কোনও সংস্থাকে নিয়ে ৫২ বিঘা জমিতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে চাইছেন। প্রয়োজনে আমরাও আপনাকে সাহায্য করব। কিন্তু হাসপাতাল গড়ার বিষয়ে পুরসভার বিরুদ্ধে যে মামলা করেছেন তা প্রত্যাহার করে নিন। আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি।” এর পর অজিতবাবু মন্ত্রীর আর্জিতে সাড়া দিয়ে ঘোষকের মাধ্যমে জানিয়ে দেন, ওই হাসপাতালে গড়ার ক্ষেত্রে পুর কর্তৃপক্ষের যাতে কোনও সমস্যা না হয় তা দেখবেন। এ দিন আমন্ত্রিত থাকলেও অনুষ্ঠানে ছিলেন না মেয়র গঙ্গোত্রী দত্ত। পরে তিনি বলেন, “পুরসভার উদ্যোগে, বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির বিষয়টি রাজ্য সরকার সম্প্রতি অনুমোদন করেছে। আমরাও ওই কাজ দ্রুত করতে চাই।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর কমল অগ্রবাল। বছর পাঁচেক আগে অজিতবাবুর ছেলে অমিতের অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর স্মৃতিতে ‘ফাউন্ডেশন তৈরি করে বিভিন্ন সেবামূলক কাজ করছেন অজিতবাবু। শীতাতপনিয়ন্ত্রিত একটি অ্যাম্বুল্যান্সও রাজীব গাঁধী ডেভেলপমেন্ট ইন্সস্টিটিউটের হাতে তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি অজিতবাবুকে তাঁর ছেলের স্মৃতিতে তৈরি সংস্থার মাধ্যমে উত্তরবঙ্গে এক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির অনুরোধ করেন। |