নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার আলিপুরদুয়ার জেলা ঘোষণার দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা শুরু করায় বাম শরিক আরএসপি ধন্যাবাদ জানাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার বীরপাড়ায় দলের জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। সেখানে বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ডুয়ার্সে পৃথক উন্নয়ন পর্ষদের দাবি-সহ পাঁচ দফা দাবিতে লাগাতার আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের নেতারা জানিয়েছেন, সিপিএম আমলে দলের তরফে ওই দাবি তোলা হলেও বাম সরকার তাতে আমল দেয়নি। এমনকি, ডুয়ার্সে আলাদা পৃথক পর্ষদের দাবিকেও স্বীকৃতি দেওয়া হয়নি। দলের জলপাইগুড়ি জেলা সম্পাদক সুনীল বণিক বলেন, “আলিপুরদুয়ার জেলা ভাগ করার বিষয়ে প্রথমে আমরাই দাবি তুলি। পরে তা সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়। আলাদা মঞ্চ তৈরি করে সে আন্দোলন হয়েছে। আলাদা জেলা না হওয়ায় আলিপুরদুয়ারের উন্নয়ন ব্যাহত হচ্ছে। ডুয়ার্সে বিভিন্ন বিচ্ছন্নতাবাদী আন্দোলন হচ্ছে। জেলার পাশাপাশি আলাদা উন্নয়ন পর্ষদ দরকার।” সুনীলবাবুর অভিযোগ, “ছয়টি ব্লক নিয়ে আলিপুরদুয়ার জেলা ঘোষণা করা হতে পারে। সেখানে ফালাকাটা বাদে বাকি পাঁচ ব্লকে সিপিএম-এর তুলনায় আরএসপি-র সাংগঠনিক শক্তি বেশি। সেই কারণে সিপিএম শরিকের দাবি মানছিল না। আমরা বর্তমান মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।” এহেন ঘোষণায় খানিকটা অস্বস্তিতে জেলা সিপিএম নেতারা। দলের জেলা নেতা বনমালী রায় বলেন, “আলিপুরদুয়ার জেলার দাবি আমরা অগ্রাহ্য করেছি এটা ঠিক নয়। পুরোটাই আলোচনাস্তরে ছিল। আর ডুয়ার্সের উন্নয়ন পর্ষদের দাবি তো প্রাথমিক আলোচনাস্তরে রয়েছে। আরএসপি নেতা ঠিক বলছেন না।” আরএসপি সূত্রের খবর, প্রথমে যে জেলার জন্য তাঁরাই দাবি করেছেন তা মানুষকে মনে করাতে প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, এদিনের বৈঠকে চা বাগানের হারানো জমি ফিরে পেতে শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এরমধ্যে পঞ্চায়েতী রাজ ছাড়াও শ্রম আইন পরিবর্তনের দাবি রয়েছে। |