রাস্তা নেই, ভরসা রুক্ষ জমিই
তুন বসতি হলেও বস্তি উন্নয়ন প্রকল্পে বছর দু’য়েক আগে ৭-৮টি বাড়ি নির্মাণ হয়েছে। ছড়িয়ে ছটিয়ে আরও কিছু কাঁচা বাড়িও রয়েছে। তবু ৬ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লির হাজিপাড়া এলকার বাসিন্দাদের যাতায়াতের ভরসা সেই আলপথ। সাইকেল বা মোটরবাইক চালানোর মতো রাস্তা নেই।
সমস্যা বাড়ে বর্ষাকালে। জল জমে গেলে পথ দুর্গম হয়ে যায়। এক বধূ বললেন, “রাস্তা বলতে আলপথ। এলাকায় বিদ্যুৎ পৌঁছলেও কোনও প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে ছেলেমেয়েদের সাত নম্বর ওয়ার্ডে যেতে হয়।” তাঁর ক্ষোভ, “কাউন্সিলর এলাকায় আসেন, সমস্যার কথা বলি। তবু রাস্তা বা স্কুলের সমস্যা মিটল না।”
হাজিপাড়া ছাড়িয়ে নজরুলপল্লি থেকে রেলস্টেশন যাওয়ার ১ কিমি রাস্তা পাকা করার দাবি দীর্ঘদিনের। অর্ধেক রাস্তা ঢালাই হওয়ার পরে আর হয়নি। শুধু রাস্তা নয়, নিকাশি নালার অভাবে জমিতে জল জমে থাকে। এলাকার বাসিন্দা চিত্রশল্পী কাজিলাল সিদ্দিকি বলেন, “নিকাশি, রাস্তাঘাটের কাজ এখনও অনেক জায়গায় হয়নি।” তাঁর অভিযোগ, “যেখানে হয়েছে, অপরিকল্পত ও ত্রুটিপূর্ণ।” কাউন্সিলর কনাই রাঠি বলেন, “জমি পাওয়া যায়নি। নিকাশি নালা হবে কী করে।”
বেহাল নিকাশি। মাঠ দিয়ে বইছে জল। ছবি: সব্যসাচী ইসলাম।
এই সব অভাব-অভিযোগ শোনার পাশাপাশি বস্তি উন্নয়ন নিয়ে অভিযোগ বিস্তর রয়েছে। নজরুলপল্লির বাসিন্দা আকতার শেখের স্ত্রী নামে তৈরি হওয়া ঘর ৬০০ টাকায় ভাড়া দেওয়া হচ্ছে। শুধু আকতার শেখ নয়, পিন্টু শেখও ঘর ভাড়া দিয়েছেন বলে অভিযোগ। দিঘিরপাড় এলাকার বাসিন্দা লক্ষ্মী মণ্ডল, উর্মিলা মণ্ডলদের ক্ষোভ, “পুরসভায় আবেন করেও গৃহনির্মাণ প্রকল্পে আমাদের নামে অর্থ বরাদ্দ হচ্ছে না। অন্যরা ঘর পেয়ে ভাড়া দিয়ে দিচ্ছে।” এ প্রসঙ্গে কাউন্সিলর বলেন, “ঘর ভাড়ায় দেওয়া হচ্ছে, কেউ তো আগে অভিযোগ করেননি।” তাঁর দাবি, “দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েও প্রাথমিক স্কুলের জন্য জায়গা পাচ্ছিলাম না। সম্প্রতি নজরুলপল্লি এলাকায় খাস জায়গা মিলেছে। শিক্ষা দফতরে ওই জায়গা কাগজপত্র পাঠানো হয়েছে। স্কুলের অনুমোদনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।”
এ দিকে, এই ওয়ার্ডে আগে সিপিএম প্রার্থী দিত। এ বার ফব-র জন্য ছেড়ে দিয়েছে সিপিএম। কংগ্রেস প্রার্থী সংযুক্তা প্রামাণিক (সাহা) বলেন, “নিকাশির সমস্যা তো আছেই, পানীয় জলের সমস্যাও চরম।”

নজরে নলহাটি
ওয়ার্ড ৬
• প্রাথমিক স্কুল নেই।
• নিকাশি, রাস্তা, পানীয় জলের সমস্যা মেটেনি।
• মিঞাপুকুর, দিঘিরপুর সংস্কারের প্রয়োজন আছে।

নিকাশি নালা আবর্জনা জমে থাকে। ফলে
মশার উপদ্রব হয়। কোথাও কোথাও
অপরিকল্পিত ভাবে নর্দমা তৈরি করা হয়েছে।
কাউন্সিলর পরিষেবা দিতে ব্যর্থ।
সংযুক্তা প্রামাণিক,

বিদ্যুৎ, নালা, রাস্তার ৮০ শতাংশ কাজ শেষ।
নতুন বসতি এলাকায় রাস্তার অভাব আছে।
প্রাথমিক স্কুল গড়ার জন্য চেষ্টা করা হচ্ছে।
অনেক নলকূপও বসানো হয়েছে।
কানাই রাঠি,



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.