বকেয়া বেতন মেটানোর দাবিতে মঙ্গলবার রামপুরহাট মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ পিএইচই কন্ট্রাক্টর্স ওয়ার্কাস ইউনিয়নের জেলা কমিটি। জলপ্রকল্প কেন্দ্রের ঠিকাদার কর্মীরা। সংগঠনের রাজ্য সম্পাদক দুলাল বক্সির অভিযোগ, “মুরারই ২ ব্লকের আমডোল, চাতরা, রুদ্রনগর জলপ্রকল্প কেন্দ্রের ওই কর্মীরা গত ৭-৮ মাস ধরে কোনও বেতন পাচ্ছেন না। এমন কী তাঁদের পুজোর বোনাসও দেওয়া হয়নি।” তাঁর হুমকি, “পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ-সহ বিভিন্ন মহলে দরবার করেও কোনও লাভ হয়নি। ফলে ওই তিনটি গ্রামীণ এলাকায় আগামী দিনে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা অনিশ্চয়তার মুখে পড়তে পারে।” এ দিন রামপুরহাট মহকুমাশাসকের পরিবর্তে ডেপুটি ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ পাল স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। অন্য দিকে, মুরারই ২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রসাদ রাজবংশী বলেন, “পঞ্চায়েত সমিতির পক্ষে ওই তিনটি প্রকল্পের ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই পঞ্চায়েত সমিতিতে সিদ্ধান্ত নিয়ে ওই প্রকল্প তিনটি পিএইচই-কে দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়েছে।” মুরারই ২ ব্লকের বিডিও অরূপ দত্তের দাবি, “ওই কর্মীরা পঞ্চায়েত সমিতির কর্মী নয়। ঠিকাদার সংস্থা তাদের বেতন দেয়।” তিনি আরও বলেন, “প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ভারে পঞ্চায়েত সমিতির পক্ষে ওই তিনটি প্রকল্প চালানো সম্ভব নয়। পিএইচই-কে দায়িত্ব নেওয়ার জন্য লিখিত ভাবে জানানো হয়েছে।”
|
আগুন লেগে ভস্মীভূত হল পাঁচটি খড়ের পালুই। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়ায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা এবং পরে দমকলের একটি ইঞ্জিনের দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জন্য রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে আগুনের ফুলকি ছড়িয়ে আগুন লেগেছিল স্থানীয় মানিক দাস-এর খড়ের পালুইয়ে। পাশাপাশি বাড়িগুলি পাকা হওয়ার দরুণ অন্য কোথাও আগুন ছড়ায়নি। প্রচণ্ড ধোঁয়ায় চারদিক ভরে যাওয়ায় শ্বাসকষ্ট হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
|
দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। মঙ্গলবার সকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে নলহাটি যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় সব্যসাচী মাহাতো-র (৪৪)। মৃতের বাড়ি রামপুরহাটের বাধাগ্রামে। পুলিশ জানিয়েছে, সাইকেলে নলহাটি যাওয়ার সময় পেছন থেকে ট্রাক্টরটি এসে ধাক্কা মারলে মৃত্যু হয় সাইকেল আরোহী সব্যসাচীবাবুর। অন্যদিকে, সোমবার রাতে নলহাটির বাঁধখালা-ভদ্রপুর রাস্তায়, হাজারপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় শিবু মণ্ডল (৪৬) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি নলহাটির কুরুমগ্রামে।
|
তারাপীঠের একটি আশ্রমে সোনা-রূপোর গয়না-সহ দানবাক্সের টাকা চুরি করার অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নির্মল লেট। বাড়ি মাড়গ্রাম থানার তারাপুর গ্রামে। তারাপীঠ মন্দির যাওয়ার পথে বামা মিশন নামে ওই আশ্রম থেকে সোমবার রাতে চুরি হয়। রাতে তরাপীঠ ব্রিজে টহলরত পুলিশের সন্দেহ হওয়ায় তারাপীঠের দ্বারকা সেতু থেকে ওই দুষ্কৃতীকে ধরা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না পুলিশ খতিয়ে দেখছে।
|
সিউড়ির আবদারপুর রেল গেটের কাছে ফাঁকা মাঠ থেকে মঙ্গলবার একটি পরিত্যক্ত মোটরবাইক উদ্ধার করল পুলিশ। বাইকের টুলবক্সে পাইপগান, গুলি, বোমার মশলা মিলেছে। এসপি হৃষিকেশ মিনা বলেন, “সম্ভবত পুলিশের ভয়ে দুষ্কৃতীরা বাইক মাঠে রেখে চম্পট দেয়।” পুলিশ তদন্ত শুরু করেছে।
|
বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম ধনঞ্জয় ডোম (৩৬)। বাড়ি পাড়ুই থানার গড়গড়ি গ্রামে। মঙ্গলবার বিকেলে মাঠে কাজ করার সময়ে বাজ পড়লে ধনঞ্জয়বাবুর মৃত্যু হয়। তাঁর স্ত্রী নিয়তিদেবী সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
|
সেন্ট্রাল ওয়েল ফেয়ার বোর্ডের সহায়তায় এবং ময়ূরেশ্বর নওয়াপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় মহিলাদের আইনী সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। হাজির ছিলেন জেলা জজ মলয়মরুৎ বন্দ্যোপাধ্যায়, ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও বাবুলাল মাহাতো, সিডিপিও অরুণ বন্দ্যোপাধ্যায়, রাজ্য ওয়েল ফেয়ার বোর্ডের আধিকারিক মমতা রায়, ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় সাহা প্রমুখ। গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের আইনী অধিকার সম্পর্কে অবহিত করতেই এই উদ্যোগ। |