দিন আনা দিন খাওয়া পরিবার। দারিদ্র নিত্যসঙ্গী ওন্দার প্রত্যন্ত গ্রাম দামোদরবাটীর কিশোর আমনদ্বীপ গুপ্তের। তা সত্বেও নিষ্ঠা ও নিজের জেদে পড়াশোনার পাশাপাশি সাফল্য পেয়েছে আমন। সম্প্রতি দুর্গাপুরে অনুষ্ঠিত জুনিয়র ভলিবল প্রতিযোগিতায় বেঙ্গলের হয়ে খেলে সাফল্য পেয়েছে কে এম হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র আমন। বেঙ্গলের দল হারিয়েছে দিল্লি, ত্রিপুরা, জম্মু-কাশ্মীরকে। আমনের কথায়, “জুনিয়ার বেঙ্গলে সাফল্য পাওয়ার পরে এ বার রাজ্য স্তরের অনূর্ধ্ব ১৯-এ জায়গা পাওয়ার জন্য প্রস্ততি শুরু করেছি।” বাড়িতে বড়ি তৈরি করে বিক্রি করে সংসার চালান আমনের মা ও বাবা। তাতেও সংসার ঠিক মতো চলে না। বাধ্য হয়ে মাকে বসতে হয় সেলাই মেশিনের সামনে। এত প্রতিকূলতার মধ্যে আমন তার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আমনের কোচ দেবশঙ্কর ভট্টাচার্য বলেন, “আমরা ক-জন ভলিবল কোচিং সেন্টারের এই সদস্যের বাড়িতে কষ্ট, দারিদ্র থাকলেও ওর নিষ্ঠা-জেদই এই সাফল্য দিয়েছে। প্রথমে স্কুল স্তরে জেলার হয়ে প্রতিনিধিত্ব ও পরে জুনিয়র বেঙ্গলের হয়ে দারুণ খেলেছে। সামনেই অনূর্ধ ১৯-এর দলগঠন। ভালোই প্রস্তুতি চলছে। দলে জায়গা পাওয়া নিয়ে আমিও আশাবাদী।”
|
জেলা বিচারকের এজলাস ‘বয়কটে’র পরে পুরুলিয়া জেলা আদালতের আইনজীবীরা এ বার অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করলেন। মঙ্গলবার থেকে তাঁরা জেলা আদালতের ১৪টি এজলাসই ‘বয়কট’ করছেন বলে জানিয়েছে পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক তাপস মাহাতো বলেন, “এখন আদালত সকাল সাড়ে ৬টা শুরু হচ্ছে। তাই দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের জন্য বিচারকদের কিছুটা দেরিতে বিচার শুরু করার আর্জি জানানো হয়েছিল।” তাঁর অভিযোগ, “বিচারকরা এ ক্ষেত্রে সহযোগিতা না করায় বাধ্য হয়ে আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি রাজ্যের রেজিষ্ট্রার জেনারেল ও বার কাউন্সিলকে জানিয়েছি।” একটি ছাত্র সংগঠনের ডাকা বন্ধের জন্য গত ২ মে এই আদালতের আইনজীবীরা কর্মবিরতি করায় তা নিয়ে জেলা বিচারকের সঙ্গে আইনজীবীদের মতান্তর হয়। তার জেরে ৫ মে থেকে জেলা বিচারকের এজলাস বয়কট করা হচ্ছে বলে বার অ্যাসোসিয়েশন জানিয়েছে। এ দিকে আইনজীবীদের এই সিদ্ধান্তকে বিধি বর্হিভূত বলে দাবি করে এ দিনই জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে একটি মানবাধিকার সংগঠন। এই সংগঠনের মুখপাত্র আবু সুফিয়ানের দাবি, “এ ভাবে আইনজীবীরা আদালতে কর্মবিরতি করে বিচারপ্রার্থীদের সমস্যায় ফেলতে পারেন না। আদালত স্বাভাবিক করার জন্য জেলাশাসককের কাছে স্মারকলিপি দিয়েছি।” জেলাশাসক অবনীন্দ্র সিংহ জানান, আজ বুধবার জেলা বিচারকের সঙ্গে বৈঠকে এ নিয়ে কথা বলবেন।”
|
জয়পুরের বিক্রমজিৎ গোস্বামী স্মৃতি কলেজে কর্মী নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করল পুরুলিয়ার সিদো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়। এ দিন ওই কলেজে তদন্তে যান বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওই কলেজে কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ পেয়ে কলেজে তদন্তে গিয়েছিলাম। কিন্তু অধ্যক্ষকে পাওয়া যায়নি। তিনি ছুটিতে রয়েছেন। তাই নথিপত্র পরীক্ষা করার সুযোগ পাওয়া যায়নি। ফলে জানাও যায়নি নিয়োগের ক্ষেত্রে ঠিক কি বিধি ছিল। নিয়োগ সংক্রান্ত নথিপত্র নিয়ে অধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়ের অফিসে আসার জন্য কলেজের কর্মীদের জানিয়ে এসেছি।” এই কলেজে হিসাবরক্ষক, করণিক, পিওন, নৈশপ্রহরী-সহ মোট সাতজনকে নিয়োগ করার ক্ষেত্রে বেনিয়ম করা হয়েছে বলে তৃণমূল অভিযোগ তুলেছে। দফায় দফায় কলেজের সামনে অবস্থান-বিক্ষোভ থেকে রাস্তা অবরোধও করেছিলেন তাঁরা। যদিও কলেজ কর্তৃপক্ষ বেনিয়মের অভিযোগ মানতে চায়নি।
|
ঝুমা বাউড়ি (২০) নামে এক বধূকে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ির বিরুদ্ধে। নিতুড়িয়ার বড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে সোমবার তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর বাবা হলধর বাউড়ির অভিযোগ, পণের জন্য মেয়েকে খুন করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকেদের দাবি, বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। অভিযুক্তেরা পলাতক। |