গ্রামবাসীদের একাংশের বাধায় আনাড়ায় রেলের কামরা সংস্কারের কারখানা তৈরির কাজ বাধাপ্রাপ্ত হল। সোমবার থেকে ওই প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলেন আশপাশের কয়েকটি গ্রামের কিছু বাসিন্দা। আরপিএফ কর্মীদের আশ্বাসে মঙ্গলবার দুপুরের পরে আংশিক ভাবে কাজ শুরু হল। মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু হলেও ঠিকা শ্রমিকরা অবশ্য এ দিন আর কাজে যোগ দেননি। আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার বলেন, “আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা যে রাস্তা ব্যবহার করেন, রেলের জমির উপরে থাকা ওই রাস্তা প্রকল্পের ভিতরে পড়ে যাচ্ছে। তবে বাসিন্দাদের আগেই জানানো হয়েছে, প্রকল্পের বাইরে দিয়ে আলাদা রাস্তা তৈরি করে দেওয়া হবে। তা সত্বেও তাঁরা এই কাজে বাধা দিচ্ছেন।” |
শুধু রাস্তাই নয়, স্থানীয় সাহেববাঁধ থেকে রানিপুর-সহ কয়েকটি গ্রামের বাসিন্দা জল নিয়ে আসেন। কারখানা তৈরি হলেও সেই জল আনাও সমস্যা হয়ে উঠবে বলে তাঁদের ক্ষোভ। সোমবার দুপুরে ওই কারখানা তৈরির কাজ দেখতে আসা কিছু রেলকর্মীর কাছে জল ও রাস্তা নিয়ে সমস্যার কথা তাঁরা জানাতে যান। অভিযোগ, ওই রেলকর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদেই তাঁরা কারখানার কাজ বন্ধ করে দেন। বাসিন্দাদের তরফে লোকমান আনসারি বলেন, “প্রথম থেকেই রেল কর্তৃপক্ষের কাছে রাস্তা ও জলের ব্যবস্থা করার দাবি জানানো হলেও কোনও ব্যবস্থা না করেই নির্মাণ কাজ শুরু করে দেওয়া হয়েছে। তাই এ নিয়ে ক্ষুদ্ধ বাসিন্দারা।” ডিআরএম বলেন, “জলের জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা যেতে পারে।” |