সচিনের মনোনয়ন ঘিরে জনস্বার্থ মামলা |
রাজ্যসভার সদস্য হিসাবে সচিনের মনোনয়নকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠল। এই বিষয়ে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয় দিল্লি হাইকোর্টে। সচিনের সংসদে শপথ গ্রহণের ক্ষেত্রেও যাতে নিষেধাজ্ঞা জারি করা হয়, সে বিষয়েও আবেদন জানানো হয়। তবে শপথ গ্রহণে নিষেধাজ্ঞা জারি না হলেও এই বিষয়ে সরকার পক্ষের জবাব চেয়েছে দিল্লি হাইকোর্ট। আগামী ৪ জুলাই এর মধ্যে আদালতে আত্মপক্ষ সমর্থনে জবাব দেবে সরকার।
|
অবৈধ খনন কাণ্ডে অভিযুক্ত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বাড়িতে তল্লাশি চালাল ৯ সদস্যের সিবিআই দল। গতকাল তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর আজ সকালে ইয়েদুরাপ্পার বেঙ্গালুরুর ডলার কলোনি ও রেস কোর্সের বাড়িতে হানা দেয় তারা। এ ছাড়া আরও পাঁচ জায়গায় তল্লাশি হয়। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথিপত্র। গত সপ্তাহতেই তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে শুধু তাঁর বাড়িতেই নয়,ইয়েদুরাপ্পার দুই ছেলে ও জামাইয়ের বাড়িতেও হানা দেয় সিবিআই। |
মোগলমারি বৌদ্ধ বিহারের সংস্কার |
পশ্চিম মেদিনীপুরের মোগলমারি বৌদ্ধ বিহারের সংস্কারের জন্য ৮০ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান অশোককুমার দত্তের মতে এটি রাজ্যের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার। তাই মোগলমারিকে জাতীয় সৌধের স্বীকৃতি দেওয়ার আবেদনও জানিয়েছেন। এর ফলে পর্যটন মানচিত্রেও এই জায়গা যে উল্লেখযোগ্য হয়ে উঠবে, সে বিষয়ে আশা প্রকাশ করেছেন অশোকবাবু। |
অনুরাধা মামলায় ক্ষতিপূরণ জমা |
চিকিত্সায় গাফিলতির অভিযোগে প্রবাসী ডাক্তার অনুরাধা সাহার মৃত্যু-মামলায় জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনে ক্ষতিপূরণ জমা দিলেন কলকাতার দুই ডাক্তার-সহ আমরি হাসপাতাল কর্তৃপক্ষ। ১৯৯৮ সালে ডাঃ কুণাল সাহা সস্ত্রীক কলকাতায় বেড়াতে আসেন। এখানেই অসুস্থ হয়ে পড়েন অনুরাধা সাহা। ডাঃ সুকুমার মুখোপাধ্যায় ও ডাঃ অবনী রায়চৌধুরি তাঁর চিকিত্সা শুরু করেন। এর পর তাঁকে ভর্তি করা হয় আমরি হাসপাতালে। এ ছাড়া আরও দুই ডাক্তারও তাঁর চিকিত্সার কাজে যুক্ত ছিলেন। কিন্তু ২৮ মে মৃত্যু হয় অসুস্থ অনুরাধা সাহার। এর পর চিকিত্সায় গাফিলতির অভিযোগ এনে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন তাঁর স্বামী কুণাল সাহা। কলকাতার চার চিকিত্সক-সহ আমরি হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশন। ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আমরি হাসপাতাল কর্তৃপক্ষ
ও ডাঃ সুকুমার মুখোপাধ্যায় ৩৩ লক্ষ টাকা জমা দেন। |