কংগ্রেস প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল দুর্গাপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে। কংগ্রেসের তরফে এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, তফসিলি জাতির জন্য সংরক্ষিত এই ওয়ার্ডে এ বার তাদের প্রার্থী স্থানীয় এসবিএসটিসি গ্যারাজ এলাকার বাসিন্দা সুজাতা মণ্ডল। সোমবার তাঁর সমর্থনে এলাকায় বেশ কিছু ফ্লেক্স লাগানো হয়। মঙ্গলবার সকালে দেখা যায়, অধিকাংশ ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই কংগ্রেস কর্মী-সমর্থকেরা জড়ো হন। বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে কোকওভেন থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ এলাকায় গিয়ে দ্রুত দুষ্কৃতীদের ধরার আশ্বাস দেয়। |
কংগ্রেস প্রার্থী সুজাতাদেবীর দাবি, “এই এলাকায় কংগ্রেসের আধিপত্য রয়েছে। সে কারণেই আমাদের বিরোধী দল এই ঘটনা ঘটিয়েছে।” তবে ‘বিরোধী’ হিসেবে তিনি নির্দিষ্ট করে কোনও দলের নাম করেননি। এই ওয়ার্ডে কংগ্রেস ছাড়াও সিপিএম, তৃণমূল এবং বিজেপি প্রার্থী দিয়েছে। কংগ্রেস তথা ডিপিএলের আইএনটিইউসি নেতা উমাপদ দাস অবশ্য অভিযোগ করেন, তৃণমূলের সঙ্গে অশান্তি বাধাতে সিপিএম এমন ঘটিয়েছে। তাঁর কথায়, “তৃণমূলের সঙ্গে পুরভোটে আমাদের জোট হয়নি। এমন পরিস্থিতিতে এই দুই দলের মধ্যে লড়াই বাধিয়ে দিতে পারলে সিপিএমের রাজনৈতিক সুবিধা হবে। সে জন্যই তারা এই কাজ করেছে।”
সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। প্রাক্তন সিপিএম বিধায়ক তথা এ বারের পুরভোটে প্রার্থী বিপ্রেন্দু চক্রবর্তীর দাবি, “আমাদের কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করলেই প্রকৃত সত্য সামনে আসবে।” তাঁর আরও দাবি, “আমার ওয়ার্ডে দেওয়াল লিখনে বাধা দেওয়া হয়েছিল। ৩২ নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূলের লোকজন। বারবার আমরাই আক্রান্ত হয়েছি। তাই এ দিনের ঘটনায় আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হাস্যকর।” দুর্গাপুর ৩ ব্লক তৃণমূল সভাপতি সুনীল চট্টোপাধ্যায়ের আবার দাবি, “ওই এলাকায় কংগ্রেসের কোনও লোকবল নেই। তাই নিজেরাই এ সব করে প্রচারে আসতে চাইছে।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। |