বাস ও লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন যাত্রীর। মঙ্গলবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ বর্ধমান-সিউড়ি রোডে তালিতের কাছের দিঘির পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে দু’জন মহিলা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে আউশগ্রামের ভোঁতার দিকে দিকে যাচ্ছিল বর্ধমান-ভোঁতা রুটের একটি বেসরকারি বাস। তালিতের কাছে একটি বাঁকের মুখে উল্টো দিকে আসা একটি পাথ বোঝাই লরির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থেই মৃত্যু হয় দুই মহিলা। তাঁদের এক জনের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। অপর জনের নাম গীতা মাঝি (৪৫)। বাড়ি বর্ধমান থানার বড় কাশিয়াড়া গ্রামে। বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হলে মৃত্যু হয় সুকুমার গড়াই (৫৫) নামে আরও এক জনের। বাড়ি আউশগ্রামের ভোঁতা গ্রামে। চালক ও এক প্রতিবন্ধী ছাত্রী-সহ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে তিন জনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ধমান মেডিক্যালে ভর্তি রয়েছেন মোট ৪১ জন। বর্ধমানের জেলাশাসক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান। তিনি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র জরুরি ভিত্তিতে বাইরে থেকে কিনে নেওয়ার নির্দেশ দেন।
|
সপ্তাহখানেক ধরে নিখোঁজ কেতুগ্রামের বামুনডিহির দুই তৃণমূল কর্মী। টগর শেখ ও বিনয় সর্দার নামে ওই দু’জনের গত ৯ মে থেকে হদিস নেই। টগর শেখের বাবা ডালু শেখ ১০ মে কেতুগ্রাম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। মঙ্গলবার কেতুগ্রাম থানার পুলিশ ওই দুই যুবকের ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে। তৃণমূলের কেতুগ্রাম ১ ব্লক সভাপতি রত্নাকর দে বলেন, “নিখোঁজ দু’জন আমাদের দলের কর্মী। পুলিশকে ঘটনার তদন্তের জন্য বলা হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেতুগ্রাম ১ ব্লকের বামুনডিহি গ্রামে তৃণমূলের দু’টি গোষ্ঠী রয়েছে। ওই দুই গোষ্ঠীর মধ্যে প্রায়শয়ই গোলমাল বাধে। বিরোধী গোষ্ঠীর তিন জনের সঙ্গে টগর ও বিনয়কে শেষ বার দেখা গিয়েছিল। তার পর থেকে তাঁদের আর খোঁজ নেই। মোবাইল ফোনও বন্ধ রয়েছে। সিপিএমের ভাগীরথী-অজয় জোনাল কমিটির সদস্য তপন কাজির দাবি, “যা-ই ঘটে থাক, তার পিছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।”
|
বাজ পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হল মঙ্গলবার বিকেলে। পুলিশ জানায়, মৃতের নাম ধনঞ্জয় ঘোষ (৫০)। তাঁর বাড়ি কাটোয়া শহরের হাজরাপুর কলোনিতে। এ দিন বেগুনকোলা থেকে অজয় নদ পার হয়ে ধান নিয়ে আসার সময়ে বাজ পড়ে তাঁর মৃত্যু হয়। ধানও পুড়ে যায়। মৃত্যু হয় একটি মহিষেরও। বজ্রাঘাতে জখম হয়ে এ দিনই কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন শহরের ঘুটকেপাড়ার বাসিন্দা এক মহিলা।
|
অস্ত্র বিক্রি করতে গিয়ে গ্রেফতার হল এক যুবক। সোমবার রাতে পূর্বস্থলী ১ ব্লকের নিমতলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম হাসিবুল মণ্ডল। বাড়ি নদিয়ায়। ধৃতের কাছ থেকে একটি মাস্কেট, দু’টি ওয়ান শটার এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, এলাকার তিন যুবকের কাছে অস্ত্র বিক্রি করতে এসেছিল হাসিবুল। খবর পেয়ে পুলিশ আগে থেকে ঘটনাস্থলে পৌঁছে যায়। হাতেনাতে ধরে ফেলা হয় ওই যুবককে। মঙ্গলবার কালনা আদালতে তোলা হলে ধৃতকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। |