l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
দিল্লি ডেয়ারডেভিলস
বনাম
কিংস ইলেভেন পঞ্জাব
বিস্তারিত স্কোর
গরমে ঠান্ডা পানীয়ের মতো আরামদায়ক আর কিছুই নেই। আর তা যদি হয় পুষ্টিকর তবে তো উপরি পাওনা! এ বারের
‘স্বাদবদল’
দেবে তারই সন্ধান। সঙ্গে নানা রূপে পনির
‘আপনার রান্নাঘরে’
। আর অবশ্যই দেশি-বিদেশি খবর নিয়ে
‘সংবাদের হাওয়াবদল’
।
আজকের শিরোনাম...
• খিদিরপুরে হর্ষবর্ধন জাহাজে আগুন
• সাংসদ হিসেবে শপথ নিলেন ‘উমরাও জান’
• জামিন পেলেন এ রাজা
বিস্তারিত...
শিক্ষকদের কথা মন দিয়ে শুনলেন
‘বদলে’ যাওয়া আরাবুল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সপ্তাহ তিনেক আগের ঘটনা। আঙুল উঁচিয়ে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কলেজ পরিচালন সমিতির সভাপতি হিসেবে তিনি যে তাঁর ‘ক্ষমতা’ প্রয়োগ করতে পারেন, তেমন শাসানির অভিযোগও তাঁর বিরুদ্ধে তুলেছিলেন ভাঙড় কলেজের শিক্ষক-শিক্ষাকাদের একটি বড় অংশ। সোমবার সেই তাঁকেই পরিচালন কমিটির বৈঠকে দেখে শিক্ষকদের অধিকাংশের অভিমত, মানুষটি যেন ‘বদলে’ গিয়েছেন। তিনি আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং ওই কলেজের পরিচালন কমিটির সভাপতি। ২৪ এপ্রিলের ওই ঘটনার পরে এ দিনই ছিল কলেজের পরিচালন কমিটির প্রথম বৈঠক। ইতিমধ্যেই অবশ্য জল গড়িয়েছে অনেক দূর। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, শিক্ষাক্ষেত্রে এ ধরনের আচরণ তিনি বরদাস্ত করবেন না। ভাঙড় কলেজের ঘটনার পরে সেখানে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও কার্যত শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিয়েছিলেন। দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়ে দিয়েছেন, কথাবার্তায়, আচার-আচরণে সংযত হতে হবে। এ দিন আরাবুল ইসলামের বদলে যাওয়া আচরণের পিছনে মুখ্যমন্ত্রীর ওই হুঁশিয়ারিই কাজ করেছে বলে অনেকেই মনে করছেন।
বিস্তারিত...
‘খোলা’ লাইনে ট্রেন ঢুকছে,
ব্রেক কষে বাঁচালেন চালক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ঘোষণা হয়েছিল, বসিরহাট লোকাল আসবে চার নম্বর প্ল্যাটফর্মে। ওই লাইনে সিগন্যালও হয়েছিল। অথচ স্টেশনের কাছাকাছি এসে চালক দেখলেন, তাঁর ট্রেন সটান ঢুকে যাচ্ছে পাঁচ নম্বর লাইনে! ‘পয়েন্ট’ লাগানো না-থাকায় যে লাইন তখন খোলা। অর্থাৎ, আর একটু এগোলেই ট্রেনের চাকা সোজা লাইনের বাইরে! গোলমাল বুঝে চালক সঙ্গে ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করিয়ে দিলেন। তাঁরই তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল আপ বসিরহাট লোকাল। সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ বারাসত স্টেশনে ওই ঘটনার পরে ট্রেনটির যাত্রীরা চালক এসএন সিংহকে অকুণ্ঠ সাধুবাদ দিচ্ছেন। একই সঙ্গে শিউরে উঠছেন এই ভেবে যে, চালক হুঁশিয়ার না-থাকলে কী বিপর্যয় হতো! এমনটা হল কেন? পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী এ দিন বলেন, “ওই স্টেশনে বেশ কিছু দিন যাবৎ সিগন্যালিং সিস্টেমের (নন-ইন্টারলকিং) কাজ চলছে। ট্রেন চলাচল বন্ধ না-রেখে পয়েন্টে মেরামতি হচ্ছে। তাই ওখানে ট্রেনের গতিও কমানোর (ঘণ্টায় ১০ কিলোমিটার) নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনের সময়ে চালকেরা সতর্ক থাকতে পারেন।”
বিস্তারিত...
পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের
তাণ্ডব, লুঠ লক্ষাধিক টাকা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ভোরে একটি পেট্রোল পাম্পে ঢুকে কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুঠ করল দুষ্কৃতীরা। বেলার দিকে ওই পেট্রোল পাম্পেরই এক কর্মী ব্যাঙ্কে টাকা জমা দিতে যাওয়ার সময়ে তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে তারা। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই কর্মী। খোয়া যায়নি তাঁর সঙ্গে থাকা টাকা। সোমবার, হাওড়ার জগাছা থানার উনসানি এলাকার ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, দু’টি ঘটনাই একই দুষ্কৃতীদলের কাজ। তবে, এই ঘটনায় পাম্পেরও কেউ জড়িত বলে ধারণা পুলিশের। পুলিশ জানায়, কোনা এক্সপ্রেসওয়ের ধারে কোনা ট্রাক টার্মিনালের উল্টো দিকে উনসানি এলাকায় ইন্ডিয়ান অয়েলের ওই পেট্রোল পাম্পটি। এ দিন ভোর সাড়ে ৪টে নাগাদ দু’টি মোটরবাইকে ছ’জন দুষ্কৃতী সেখানে আসে। মোটরবাইকে তেল ভরার অছিলায় পাম্পের ভিতরে ঢোকে তারা। অভিযোগ, তেল ভরার সময়ে দুই দুষ্কৃতী আচমকাই কোমরে গোঁজা রিভলভার বার করে পাম্পের দুই কর্মীর কপালে ধরে। তার পরে এক কর্মীর পকেট থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই পাম্পের কর্মীরা পুলিশকে জানিয়েছেন, ঘটনার সময়ে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে ১০-১১ জন কর্মী ছিলেন।
বিস্তারিত...
ছোট আঙারিয়ায় নতুন করে চার্জগঠন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
এগারো বছর আগের ছোট আঙারিয়া মামলায় সোমবার ফের চার্জগঠন হল গড়বেতার সিপিএম কর্মী দিল মহম্মদের বিরুদ্ধে। সাক্ষীরা প্রায় সবাই ‘বিরূপ’ হওয়ায় এক দফা নিষ্পত্তি হয়ে গিয়েছিল মামলার। তপন ঘোষ, সুকুর আলি-সহ ৮ সিপিএম নেতা-কর্মী খালাসও পেয়ে যান। প্রায় এক দশকেরও বেশি ‘ফেরার’ ছিলেন অন্য ৫ অভিযুক্ত। তাঁদেরই অন্যতম দিল মহম্মদ ধরা পড়েন গত বছর ১৫ মে, রাজ্যে পারালবদলের ঠিক পরে পরেই। নতুন করে তদন্ত শুরু করে সিবিআই। একাধিক সাক্ষীর জবানবন্দিও নতুন করে নথিভুক্ত করা হয়। গত বছর ১৫ জুলাই দিলের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। সোমবার চার্জগঠন হল মেদিনীপুরের পঞ্চম অতিরিক্ত জেলা-দায়রা বিচারক ইন্দ্রনীল ভট্টাচার্যের এজলাসে, দিলের ধরা পড়ার ঠিক এক বছরের মাথায়। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ২ জুন। কবে থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে, ওই দিনই তা চূড়ান্ত হবে। ২০০১-এর ৪ জানুয়ারি গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে বৈঠক চলাকালীন সিপিএমের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। অগ্নি-সংযোগ, গুলি-চালনায় অন্তত ৫ জন নিহত হন এবং তাঁদের দেহ লোপাট করা হয় বলে দাবি তৃণমূলের।
বিস্তারিত...
নেতৃত্বে কেন উত্তরবঙ্গ নেই, প্রশ্ন বিমানকে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
রাজ্য সম্পাদকমণ্ডলীতে উত্তরবঙ্গের কোনও প্রতিনিধি না-থাকা নিয়ে এ বার দলের দার্জিলিং জেলা কমিটির বৈঠকেই প্রশ্নের মুখে পড়লেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। দলীয় সূত্রের খবর, সোমবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা কমিটির বৈঠকে তিন জন সরাসরি প্রশ্ন তোলেন, উত্তরবঙ্গের ছয় জেলায় বহু ‘অভিজ্ঞ’ নেতা থাকা সত্ত্বেও কাউকে কেন রাজ্য সম্পাদকমণ্ডলীতে সামিল করা হয়নি? তবে প্রশ্ন শুনলেও রাজ্য সম্পাদক এই নিয়ে কোনও ব্যাখ্যা দেননি বলেই সিপিএম সূত্রের খবর। নবগঠিত রাজ্য সম্পাদকমণ্ডলীতে উত্তরবঙ্গের প্রতিনিধি না-থাকায় প্রকাশ্যেই মুখ খুলেছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। জেলা কমিটির বৈঠকে এ দিন অবশ্য অশোকবাবু ওই ব্যাপারে কোনও মন্তব্য করেননি বলে সিপিএম সূত্রের খবর। এমনকী, বৈঠকের পরে সংবাদমাধ্যমের সামনে কোনও কথাও বলতে রাজি হননি অশোকবাবু। তবে জেলা সিপিএম সূত্রের ইঙ্গিত, আজ, মঙ্গলবার নবগঠিত জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকেও বিষয়টি আলোচনায় উঠতে পারে।
বিস্তারিত...
দিনভর স্টেশনে স্টেশনে
ছুটে অবশেষে মিলল মেয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
অনেকটা যেন থ্রিলারের চিত্রনাট্য! মোবাইলে মিনিটে-মিনিটে অপহরণকারীদের ফোন। তাদের দাবিমতো মুক্তিপণের লক্ষাধিক টাকা নিয়ে ভিড় ট্রেনে এক স্টেশন থেকে অন্যত্র ছুটছেন কলেজছাত্রী মেয়ের ব্যবসায়ী-বাবা। পুলিশে খবর দিলেই মেয়েকে গুলি করা হবে রয়েছে সেই শাসানিও। তবে পুলিশ হাল ছাড়েনি। সাদা পোশাকে ব্যবসায়ীর পিছু নিয়েছে তারাও। শেষ পর্যন্ত গপ্পো কিন্তু জমল না। সোমবার দুপুরে ব্যান্ডেল স্টেশনে ‘অপহরণকারীদের’ ঘিরে ফেলে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। উদ্ধার হয় কলেজছাত্রী। এক জন পালালেও অন্য ‘অপহরণকারী’কে ধরতে পেরেছে পুলিশ। তাকে জেরা করে জানা গেল, অপহরণের ব্যাপারটা সাজানো। দিন তিনেক ধরে ‘নিখোঁজ’ ঘোলা থানার নবপল্লির বাসিন্দা করিশ্মা জয়সোয়াল বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে চেয়েছিলেন বিপিনপ্রসাদ গুপ্তকে। মুক্তিপণের টাকায় নিশ্চিন্তে সংসার শুরুর ছকও ছিল তাঁদের। চিত্রনাট্যের নায়ক ‘অপহরণকারী’ বিপিন পলাতক। শুক্রবার বিকেলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন করিশ্মা।
বিস্তারিত...
দরজা খোলেনি বিএসএফ, মৃত্যু অসুস্থ মহিলার
পীযূষ সাহা • কালিয়াচক
অসুস্থকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সীমান্তে টহলরত জওয়ানদের অনেক অনুরোধ করেছিলেন রোগীর আত্মীয় ও গ্রামবাসীরা। কিন্তু বিএসএফ গেট না-খোলায় কাঁটাতারের বেড়ার পাশেই আড়াই ঘণ্টা ধরে ছটফট করতে করতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে মালদহের কালিয়াচক থানার দুইশতবিঘি গ্রামের সীমান্তে ১৩ নম্বর গেটের কাছে হাদিনগরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রুলি বিবি (১৯)। বাড়ি ওই এলাকাতেই। ৮ মাস আগে গ্রামের দিনমজুর রজ্জাকের সঙ্গে তাঁর বিয়ে হয়। সকালে ঘটনাটি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষ পর্যন্ত পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে গেট খোলার ব্যাপারে বিএসএফের সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে।” গেট না-খোলার অভিযোগ অস্বীকার করেছেন ১২৩ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ড প্রণয় কুমার।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
নকলে বাধা, শিক্ষিকার
হাত মুচড়ে পালাল ছাত্র
নয়া জেলা হবে
আলিপুরদুয়ার
বৈঠক ১৭ মে
দক্ষিণবঙ্গ
এসইউসি কর্মী খুন, ২৫টি বাড়িতে লুঠ-অগ্নিসংযোগ
গাড়ি শিখতে গিয়ে ধাক্কা
পথচারীকে, উত্তাল শিবপুর
বর্ধমান
‘অপহৃত’ কিশোর
নিজেই ফিরল বাড়িতে
‘ন্যায্য’ আবাসন
ভাতার দাবি, প্রতীক্ষায়
ইসিএলের কর্মীরা
পুরুলিয়া
বড়জোড়ার কোলিয়ারিতে
বিক্ষোভ জমিহারা পরিবারের
যানজটে নাকাল বাসিন্দারা,
চলছে রাজনৈতিক কাজিয়া
মুর্শিদাবাদ
সকাল থেকেই
অপেক্ষা সন্ধ্যার
মেদিনীপুর
তৃণমূল ভয় পেয়েছে
বলেই ভয় দেখাচ্ছে,
কটাক্ষ সূর্যকান্তের
খুন হওয়া ছাত্রের
বাড়িতে ফরেন্সিক দল
কলকাতা
৩৯.৬/২৯.২
আজকের দিনে
•
আন্তর্জাতিক পরিবার
দিবস।
• ১৯০৭
:
পঞ্জাবের
লুধিয়ানায়
জন্মগ্রহণ
করেন
বিপ্লবী
সুখদেব
থাপর।
লাহোর
ষড়যন্ত্র
মামলার
জন্য
তিনি
স্মরণীয়।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.