খেয়াল রাখুন
তথ্য সংকলন: কৌলিক ঘোষ

এপ্রিলে নিয়োগ বাড়ল কলকাতায়
২০১২-’১৩ অর্থবর্ষের শুরুতেই চাকরির হার বাড়ল কলকাতায়। ইন্টারনেট সংস্থা ইনফো এজ-এর চাকরির পোর্টাল নকরি ডট কমের সমীক্ষার অন্তত সেটাই দাবি। সমীক্ষা বলছে, এপ্রিলে কলকাতায় কর্মী নিয়োগ বেড়েছে মূলত তথ্যপ্রযুক্তি শিল্পের দৌলতে। নিয়োগ বেড়েছে ব্যাঙ্ক, ওষুধ, গাড়ি শিল্পেও।
গত ২০০৮-এর জুলাইয়ে প্রতিটি শিল্পে নিয়োগের সূচককে ১০০০ পয়েন্ট ভিত্তি ধরে হিসেব করেছে সমীক্ষা। সেই পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্ক, ওষুধ ও গাড়ি, সব শিল্পেই গত এপ্রিলের নিয়োগ ১০০০-এর উপরে। কিন্তু তথ্যপ্রযুক্তি নির্ভর বিজনেস প্রসেস আউটসোর্সিং, টেলিকম, বিমা ও নির্মাণ শিল্পে এপ্রিলে নিয়োগ কিছুটা কমেছে। ওই সব শিল্পে সূচক ১০০০-এর বেশ খানিকটা নীচে।
ইনফো এজ ইন্ডিয়ার এমডি-সিইও হিতেশ ওবেরয়-এর দাবি, “কিছু শিল্পে নিয়োগ শ্লথ হয়েছে ঠিকই। কারণ বহু সংস্থাই এ ব্যাপারে এখনও খুব সতর্ক হয়ে পা ফেলছে। একটু সময় লাগলেও খুঁজেপেতে দক্ষ ছেলেমেয়েকেই নিতে চাইছে তারা, যা বেশ শক্ত কাজ। তবে আগামী মাসগুলিতে নিয়োগ দ্রুত বাড়বে বলে আশা করছি।” অন্য দিকে, এই সমীক্ষা অনুযায়ী এপ্রিলে অ্যাকাউন্টস, সেল্স, সফটওয়্যার পরিষেবা ও প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ কর্মীর চাহিদা দেখা গিয়েছে। কিন্তু বিজনেস প্রসেস আউটসোর্সিং ও উৎপাদনে পেশাদারের চাহিদা ছিল অনেকটা কম।

সাংবাদিকতা পড়তে প্রস্তুতি
এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ এবং পি জি ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পি জি ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন পাঠ্যক্রমে ভর্তির জন্য আয়োজিত লিখিত পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ দিচ্ছে ট্রিপল সি। যে কোনও বিষয়ের পড়ুয়ারা ভর্তি হতে পারেন এই স্বল্পমেয়াদি কোর্সে। এখন ভর্তি চলছে। অন্য দিকে, আগামী বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্বিদ্যালয় ছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি), এশিয়ান কলেজ অফ জার্নালিজম-এ ভর্তির লিখিত পরীক্ষার প্রস্তুতি দিতে একটি দীর্ঘমেয়াদি পাঠ্যক্রমও এনেছে ট্রিপল সি। ক্লাস শুরু জুলাই মাসে। ফোন করুন ২২২৭৪৬৮২ নম্বরে।

নাম বদল মা ফোই-এর
মানব সম্পদ পরিষেবা সংস্থা মা ফোই র্যান্ডস্ট্যাড-এর নাম বদলে হল র্যান্ডস্ট্যাড ইন্ডিয়া। পরিসংখ্যান মাফিক, বিশ্ব জুড়ে র্যান্ডস্ট্যাড দিনে ৫০ হাজারের বেশি ছেলেমেয়েকে চাকরির ব্যবস্থা করে দেয়। স্থায়ী কর্মী জোগান ছাড়াও অস্থায়ী কর্মী সরবরাহ, মানব সম্পদ প্রকল্প পরিচালনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উপদেষ্টা হিসেবেও কাজ করে তারা। ভারতে এ বার এই র্যান্ডস্ট্যাড ব্র্যান্ড নামেই পরিচিত হবে মা ফোই।

আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর

প্রশ্ন: উচ্চমাধ্যমিকের পর ফার্মাসি নিয়ে পড়তে চাই। কোন কোন কলেজে বি ফার্ম পড়ানো হয় এবং কী পরীক্ষায় বসতে হয় জানাবেন।

উত্তর: রাজ্যে বি ফার্মাসি পড়ার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স-এ বসতে হয়। এর মাধ্যমে যে সব প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়, সেগুলি হল, এন এস এইচ এম কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি, গুরুনানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গুপ্তা কলেজ অফ টেকনোলজিক্যাল সায়েন্স, ডক্টর বি সি রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড হেল্থ সায়েন্সেস, ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যালায়েড হেল্থ সায়েন্সেস, ভারত টেকনোলজি, বি সি ডি এ কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ফার্মাসি, যাদবপুর বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক স্নাতক। এখন টেলিভিশন-এ সংবাদ পাঠক হতে আগ্রহী। এর জন্য কী ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন এবং কী ভাবে এগোব, তা বিস্তারিত ভাবে জানালে উপকৃত হব।

উত্তর: শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে সংবাদ পাঠক হতে আপনার কোনও বাধা নেই। তবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল অডিশনের মাধ্যমে প্রার্থী নিয়োগ করে। কলকাতার সংবাদপাঠ এবং সঞ্চালনার প্রশিক্ষণ কেন্দ্র নিট্সের অন্যতম কর্তা সুমন ঘোষ জানিয়েছেন, যেহেতু টিভিতে সংবাদপাঠের জন্য প্রার্থীর সুন্দর ব্যক্তিত্ব, বাচনভঙ্গি, স্বরক্ষেপণ ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত, তাই অডিশনে চ্যানেলগুলি এগুলিই যাচাই করে নিয়ে প্রার্থী নিয়োগ করে।
অন্য দিকে, আপনার লক্ষ্যের দিকে কোন পথে এগোবেন সেই প্রশ্নের উত্তরে জানাচ্ছি, সরাসরি বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে যোগাযোগ করে জমা দিতে পারেন জীবনপঞ্জী। কিংবা লক্ষ্য রাখতে পারেন কখন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে। বিজ্ঞপ্তি দিয়ে অনেকে সংবাদ পাঠক চায়। তখন আবেদন করুন।


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.