রায়গঞ্জে এইমস তৈরি নিয়ে স্বাস্থ্য কমিটিতেই তরজা সুদীপ-দীপার |
নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: উত্তরবঙ্গের রায়গঞ্জে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) মতো একটি চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রথম ইউপিএ সরকারের আমলেই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সে ব্যাপারে প্রশাসনিক কাজ এগোনো দূরস্থান, বিষয়টি নিয়ে কংগ্রেস-তৃণমূল চাপানউতোর এ বার গড়াল স্বাস্থ্য মন্ত্রক সংক্রান্ত সংসদীয় পরামর্শদাতা কমিটি পর্যন্ত। সূত্রের খবর, চিকিৎসা পরিকাঠামো বাড়ানো, সরকারি স্বাস্থ্য পরিষেবায় মানব সম্পদের জোগান বৃদ্ধি ও নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে আজ ওই সংসদীয় কমিটিতে আলোচনার কথা ছিল। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্য সরকার কোনও বিশেষজ্ঞ কমিটি বা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে কোনও আলোচনা না-করেই দুর্গম ও উপদ্রুত এলাকার হাসপাতালে কর্মরত সরকারি চিকিৎসকদের উচ্চশিক্ষায় বাড়তি ৩০ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ উঠল। কয়েক জন চিকিৎসকের আইনজীবী সপ্তাংশু বসু এই ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে সোমবার বলেন, সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতেই পারে না। কোনও রোগী জেনেশুনে ‘গ্রেস’ পাওয়া চিকিৎসকের হাতে নিজেকে তুলে দেবেন, এটা ভাবা যায় না। |
এমডি কাউন্সেলিং
বন্ধ আরও চার দিন |
|
ডাক্তারিতে ভর্তির অভিন্ন
পরীক্ষা আগামী বছরেই |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে মেডিক্যালে ভর্তির জন্য চলতি বছর থেকেই সারা দেশে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু করতে উদ্যোগী হয়েছিল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সোমবার জানিয়েছে, অভিন্ন ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী বছর থেকে। পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ব্যাপারে বিরোধিতা করায় এত দিনে ওই সিদ্ধান্ত কার্যকর হয়নি। |
|
হুলিয়া ফের স্থগিত, ফেরার
কর্তার জামিন-শুনানি শেষ |
|
|
আগামী শিক্ষাবর্ষেই
পঠনপাঠন
শুরু হবে
মেডিক্যাল কলেজে |
|
চিকিৎসার সামর্থ্য নেই,
হৃদরোগীর পাশে গ্রামবাসী |
|
|
বাজে মৃতদের দু’লক্ষ,
জখমদের দু’হাজার |
|
|
ভোগ খেয়ে
অসুস্থ বহু |
|
টুকরো খবর |
|
|