টুকরো খবর
কাটোয়ায় প্রসূতির মৃত্যুর পরে ভাঙচুর নার্সিংহোমে
বাঁ দিকে, প্রসূতির আত্মীয়েরা। ডান দিকে, নার্সিংহোমের
সামনে পুলিশ। সোমবার তোলা নিজস্ব চিত্র।
প্রসূতির মৃত্যুর পরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর চালানো হল কাটোয়া শহরের একটি নার্সিংহোমে। পুলিশ জানায়, মৃতার নাম সাহানা নাওয়াজ (৩৫)। সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে রাত পর্যন্ত পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মুর্শিদাবাদের সালার থানার মুন্সীপাড়ার বাসিন্দা সাহানাকে ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়। কাছেই বিদ্যাসাগরপল্লিতে তাঁর বাপের বাড়ি। বিকেলে তাঁর অস্ত্রোপচার করা হয়। নার্সিংহোম সূত্রে খবর, প্রসবের পরে অপারেশন টেবিলেই মৃত্যু হয় সাহানার। নার্সিংহোম কর্তৃপক্ষের অভিযোগ, মৃত্যুর খবর জানাজানি হতেই হামলা চালায় মৃতার বাড়ির লোকজন। টেবিল-চেয়ার উল্টে দেওয়া হয়। অপারেশন থিয়েটারের সামনেও ভাঙচুর চালানো হয়। মৃতার স্বামী মহবুব জামালের অভিযোগ, ‘‘চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে সাহানার।” মৃতার এক আত্মীয় ববি আসরফির ক্ষোভ, “বিয়ের ১৪ বছর পরে মা হতে চলেছিলেন সাহানা। ভেল্লোরে ওঁর চিকিৎসাও চলছিল। চিকিৎসক সব জানার পরেও ওঁর প্রতি অবহেলা করেছেন।” যদিও অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট চিকিৎসক বলেন, “কোনও গাফিলতি হয়নি। শিশু জন্মানোর পরেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রসূতির।”

শিশু-অপুষ্টি প্রতিরোধে নয়া উদ্যোগ
দেশে অর্ধেকের বেশি শিশু কম ওজনের। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তো বটেই, খাস কলকাতাতেও গভীর অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ক্রমশ বাড়ছে। অথচ বহু ক্ষেত্রেই এর প্রতিকারের কোনও সুসংহত ব্যবস্থা গড়ে ওঠেনি। অপুষ্টির মতো এ হেন ‘জাতীয় সমস্যা’র মোকাবিলায় এ বার বাণিজ্যিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সাধারণ মানুষকেও শরিক করার একটি প্রকল্প চালু হল। আনন্দবাজার ও টেলিগ্রাফ পত্রিকার সহায়তায় যৌথ ভাবে উদ্যোগটি শুরু করছে গ্ল্যাক্সো স্মিথক্লাইম এবং চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি)। সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয় রেখে এর কাজ চলবে। প্রথম দফায় ‘হরলিকস আহার অভিযান’ নামে প্রকল্পটির কাজ শুরু হচ্ছে কলকাতার দু’টি বস্তি এবং জলপাইগুড়ির ধূপগুড়ি চা বাগান এলাকায়। সোমবার এক সাংবাদিক সম্মেলনে গ্ল্যাক্সো স্মিথক্লাইনের তরফে জয়ন্ত সিংহ বলেন, “কলকাতার ৬৫, ৬৬ নম্বর ওয়ার্ডের ও ধূপগুড়ির বাসিন্দা প্রায় ১০ হাজার শিশু প্রকল্পের আওতায় আসবে। কোনও ব্যক্তি হরলিকসের বড় প্যাকটি কিনলেই তার দামের থেকে ১ টাকা প্রকল্প-তহবিলে জমা পড়বে।” সিনি’র সহ-অধিকর্তা রাজীব হালদার জানান, এর মাধ্যমে শিশুদের পুষ্টিকর খাবার জোগানোর পাশাপাশি পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা হবে। স্বাস্থ্য-কর্মীদের দক্ষতাবৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। রাজ্যের প্রাক্তন স্বাস্থ-সচিব, বর্তমানে সিনি’র বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য মানবেন্দ্রনাথ রায় বলেন, “একটা জাতির নানা ধরনের ব্যর্থতার অন্যতম কারণ শিশুদের অপুষ্টি। যার পিছনে দারিদ্রের সঙ্গে সচেতনতার অভাবও রয়েছে। বহু মা এখনও ছ’মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ান না।”

ভুয়ো পরীক্ষার্থী ধৃত
ভাইয়ের হয়ে সর্বভারতীয় প্রি-মেডিক্যাল টেস্ট দিতে গিয়ে ধরা পড়ে গেল এক ভুয়ো পরীক্ষার্থী। পুলিশ জানায়, ধৃতের না বিজয় কুমার। রবিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করা হয়। পার্ক স্ট্রিটের একটি বহুতলে ওই দিন সর্বভারতীয় প্রি-মেডিক্যাল টেস্ট নেওয়া হচ্ছিল। অভিযোগ, ভাই সঞ্জয় কুমারের হয়ে সেই পরীক্ষা দিতে গিয়েছিল বিজয়।

শিবির
খড়্গপুর শহরের গোলবাজার দুর্গামন্দিরে রবিবার থ্যালাসেমিয়া-বাহক নির্ণায়ক শিবিরের আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই শিবিরে মোট ২০০ জনের রক্ত পরীক্ষা করা হয়। থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বাড়াতে শহর ও শহর লাগোয়া এলাকায় গত ২ মে থেকে পথসভাও করছে আয়োজক সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.