l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
চেন্নাই সুপার কিংস
বনাম
ডেকান চার্জার্স
বিস্তারিত স্কোর
গরম পড়লেই মনটা কেমন পাহাড় পাহাড় করে। আর তা যদি হয় হিমালয়ের কোনও একটা অংশ, তা হলে তো কথাই নেই। কেউ শুধুমাত্র অ্যাডভেঞ্চারের নেশায় পিঠে রুকস্যাক চাপিয়ে বেরিয়ে পড়েন। আবার কেউ যান সেখানকার নানা তীর্থস্থান দর্শনে। এই সংখ্যায় থাকল
‘পাহাড়ের টানে’
সেই রকমই দু’টি ভ্রমণকথা।
আজকের শিরোনাম..
•
রাজ্য কমিটির বিরুদ্ধে তোপ অনিল বসুর
•
ভাঙড় কাণ্ডে এফআইআর দায়ের
•
মাদারিহাটে ট্রেন দুর্ঘটনা, আহত ২০
বিস্তারিত...
‘তরুণ ব্রিগেড’ এনে উত্তরে
দলের হাল ধরলেন গৌতম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
গোষ্ঠী-দ্বন্দ্বে বিভক্ত জেলায় তাঁকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল আলিমুদ্দিনের হস্তক্ষেপে। উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীতে এ বার নিজের মতো করে ‘ঘুঁটি’ সাজিয়ে নিলেন গৌতম দেব। জেলা নেতৃত্বে তুলে আনলেন তরুণ-ত্রয়ীকে। সিপিএমের জেলা সমীকরণের বিন্যাসে যাকে গৌতমবাবুর ‘প্রাধান্য প্রতিষ্ঠা’ এবং অমিতাভ নন্দীর আরও ‘ডানা ছাঁটা’র প্রয়াস হিসাবেই দেখা হচ্ছে! সম্মেলন-পর্বের পরে নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী তৈরি হয়েছে সিপিএমে। তার পরেই এ বার জেলায় জেলায় সম্পাদকমণ্ডলী তৈরির কাজে হাত পড়েছে। উত্তর ২৪ পরগনা জেলা কমিটির বৈঠক থেকে বৃহস্পতিবার যে নতুন সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে, তাতে নতুন মুখ চার জন। তার মধ্যে তন্ময় ভট্টাচার্য, সোমনাথ ভট্টাচার্য ও পলাশ দাস দলের ‘তরুণ ব্রিগেডের সদস্য’ হিসাবেই পরিচিত। এবং ডিওয়াইএফআই থেকে উঠে-আসা নেতা হিসাবে এঁরা সকলেই প্রাক্তন যুব নেতা গৌতমবাবুর ‘অনুগামী’।
বিস্তারিত...
তিন বারের মেয়রকে সরিয়ে ভোটে বামেরা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
দেড় দশক আগে পুরসভার মর্যাদা পাওয়া ইস্তক যিনি দুর্গাপুরের মেয়র ছিলেন, সেই রথীন রায়কে বাদ রেখেই এ বার নির্বাচনে যাচ্ছে সিপিএম। টানা তিন বার একই পদে থাকায় দলের রাজ্য কমিটির এই প্রবীণ নেতাকে সরানো হল বলে সিপিএম সূত্রে বলা হচ্ছে। প্রাক্তন বিধায়ক, গত বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে পরাজিত বিপ্রেন্দু চক্রবর্তীকে পুরসভায় দাঁড় করানো হচ্ছে। রথীনবাবু-সহ ৩৪ জন কাউন্সিলরকে প্রার্থী তালিকা থেকে বাদ রাখা হয়েছে। আগামী ৩ জুন রাজ্যের আরও পাঁচ পুরসভার সঙ্গে দুর্গাপুরেও পুর নির্বাচন হতে চলেছে। রাজ্যে ১১ মাস আগে কংগ্রেস-তৃণমূল যে ভাবে জোট গড়ে ‘পরিবর্তন’ এনেছিল, একই ভাবে এই শিল্পশহর থেকেও বামফ্রন্টকে উৎখাত করতে চাইছে তারা।বাকি পাঁচ পুরসভায় এখনও জোট না-হলেও দুর্গাপুরে তারা জোটবদ্ধ হয়েই লড়ছে। জোটের বিরুদ্ধে লড়তে হচ্ছে বলেই আরও ‘সতর্ক’ হয়ে এগোতে হচ্ছে সিপিএমকে। প্রার্থী-তালিকায় ‘পরিবর্তন’ এনে তারা এই পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে বলে বাম সূত্রের ব্যাখ্যা।
বিস্তারিত...
শিল্প টানতে রোড ম্যাপ করবে রাজ্য
সৌমিত্র কুণ্ডু • শিলিগুড়ি
হিমালয় পার্বত্য অঞ্চল থেকে গাঙ্গেয় সমতল, গোটা উত্তরবঙ্গে পর্যটনের বিপুল সম্ভার এবং সম্ভাবনার কথা উঠে এসেছে বারবার। বন-পাহাড় ঘেরা উত্তরবঙ্গ বিভিন্ন জনজাতির জীবন যাত্রা, সংস্কৃতি, পুরাকীর্তি নিদর্শনে ভরপুর। অথচ এখানে পর্যটন প্রসারে বিক্ষিপ্তভাবে কিছু প্রকল্প হলেও সামগ্রিকভাবে এখনও পরিকল্পনা দেখা যায়নি। দার্জিলিং চায়ের কদর জগৎ জোড়া। অথচ তরাই এবং ডুয়ার্সে সেই চা শিল্প ধুঁকছে। নেপাল, ভুটান, বাংলাদেশের সীমান্ত ঘেরা এই অঞ্চলে বহির্বাণিজ্যে সমৃদ্ধির এবং ‘লজিস্টিক হাব’ গড়ে ওঠার সুযোগ রয়েছে। সম্ভাবনা রয়েছে কৃষিভিত্তিক শিল্পের। অথচ সব ক্ষেত্রেই অভাব রয়েছে সুপরিকল্পিত উদ্যোগের। বস্তুত, উত্তরবঙ্গে শিল্পায়নের কোনও ‘রোড ম্যাপ’ না থাকার এই সমস্যা দূর করতে এ বার উদ্যোগী রাজ্য সরকার। ট্যুরিজম-সহ বিভিন্ন ক্ষেত্রে উৎসাহী শিল্পোদ্যোগীদের সামিল করে শিল্পায়নের সেই ‘রোড ম্যাপ’ তৈরি করতে দেশের বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সকে সঙ্গে নিয়ে সচেষ্ট হয়েছেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)।
বিস্তারিত...
বিদ্যুৎ থেকেও লণ্ঠনই ভরসা বনশঙ্কায়
দয়াল সেনগুপ্ত • সিউড়ি
গ্রামগুলিতে বৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। গ্রাহকরা সময় মতো বিদ্যুৎ বিলও মেটান। কিন্তু বিদ্যুৎ সংযোগের উপযুক্ত পরিষেবা থেকে তাঁরা বঞ্চিত। বেশিরভাগ সময় জুড়েই ভোল্টেজ। যার ফলে তাতে বাল্বের ফিলামেন্টটুকুই কেবল জ্বলে। বিদ্যুৎ পরিষেবার এমন বেহাল অবস্থায় কার্যত ক্ষুব্ধ সিউড়ি ২ নম্বর ব্লকের বনশঙ্কা পঞ্চায়েত এলাকার তাহালা, বাশঙ্কা, কোয়েলা গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে চলে আসা এই সমস্যা মেটাতে বহুবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেও কোনও কাজ হয়নি। এই অবস্থায় তাঁদের একটাই জিজ্ঞাসা, স্বাভাবিক পরিষেবাটুকুও কি তাঁরা আশা করতে পারেন না? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনশঙ্কা পঞ্চায়েত এলাকার তাহালা, বাশঙ্কা, বাশঙ্কা দাসপাড়া ও কোয়েলা গ্রামগুলিতে প্রায় হাজার পাঁচেক মানুষের বাস। এদের মধ্যে তাহালা গ্রামে বনশঙ্কা পঞ্চায়েত, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখা রয়েছে।
বিস্তারিত...
পুরভোটে বাড়তি ‘জেদ’ তমালিকার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া ও তমলুক
এই সে দিনও লক্ষ্মণ শেঠ ছিলেন শিল্পশহর হলদিয়ায় ‘শেষ কথা’। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে অভিযুক্ত হয়ে তিনি এখন জেলে। মিথ্যা মামলায় তাঁর স্বামীকে হয়রান করা হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখেই হলদিয়া পুরভোটে লড়তে চলেছেন লক্ষ্মণ-জায়া তথা বর্তমান পুরপ্রধান তমালিকা পণ্ডাশেঠ। বৃহস্পতিবার আরও ১২ জন সিপিএম প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে তমালিকার বক্তব্য, “শুধু লক্ষ্মণ শেঠ নন, আমাদের দলের আরও অনেক নেতা-কর্মীকে সাজানো মামলায় জেল খাটতে হচ্ছে। পার্টি-নেতাদের বিরুদ্ধে বর্তমান রাজ্য সরকারের চক্রান্তই এ বার ভোটে আমাদের লড়াইয়ের জেদ আরও বাড়িয়ে দিচ্ছে। ভোটে মানুষই সব চক্রান্তের জবাব দেবেন।” কোঝিকোড়ে পার্টি-কংগ্রেসে যাননি তমালিকাদেবী। তবে পুরভোটে জয়ের ব্যাপারে আশাবাদী লক্ষ্মণ-জায়া জানিয়েছেন, বামফ্রন্টগত ভাবে তাঁরা শিগগিরই প্রচার শুরু করবেন। বাম-শিবির অবশ্য প্রচার এবং ভোটের সময়ে সম্ভাব্য ‘সন্ত্রাস’ নিয়ে কিছুটা উদ্বিগ্ন।
বিস্তারিত...
পুথি সংরক্ষণ নিয়ে উদ্বেগ নবদ্বীপে
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ
বাসুদেব সার্বভৌম থেকে রঘুনাথ শিরোমণি, কৃষ্ণানন্দ আগমবাগীশ থেকে শ্রীমন্ত আচার্য। নব্যন্যায়, স্মৃতি, তন্ত্রের পীঠস্থান নবদ্বীপে পুথির কোনও আকাল নেই। কিন্তু উদাসীনতায়, অবহেলায় আর আর্থিক সমস্যায় মধ্যযুগের বিখ্যাত বিদ্যাতীর্থ নবদ্বীপের সেই সব পুথির অধিকাংশই আর পড়া যায় না। এমনকী, কোন পুথির বিষয় কী, কার লেখাসে সবেরও কোনও নথি পর্যন্ত নেই।সেই নথি তৈরি করতে গিয়ে আশ্চর্য সব অভিজ্ঞতার সামনে পড়েছেন গবেষকেরা। নবদ্বীপের মণিপুর অঞ্চলের এক পণ্ডিতের বাড়িতে সন্ধ্যাবেলা গিয়েছেন তাঁরা। সন্ধ্যার মুখে তাঁদের দেখেই আঁতকে উঠলেন ওই বাড়ির লোক। সংস্কৃতের শিক্ষক শুভেন্দুকুমার সিদ্ধান্ত বলেন, “আমরা তো অবাক। ওই বাড়ির লোক আঁতকে উঠলেন কেন? তারপরে শুনলাম পুথিগুলো রাখা রয়েছে উঠোনের পাশে সিঁড়ির কোণে ডাঁই করে। ওই বাড়ির লোক জানালেন, সেখানে সাপ রয়েছে। বহু দিন সেখানে কেউ হাত দেয়নি।” পাতা ছেঁড়া সেই সব পুথি বহুকাল ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তবে এ শুধু কোনও এক পণ্ডিতের বাড়ির ঘটনাই নয়।
বিস্তারিত...
এক নজরে
•
স্বপ্ন দেখছেন দৃষ্টিহীন সুভাষ-সুমিতা
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
গুচ্ছ প্রতিশ্রুতি মন্ত্রীর
মোর্চা অনশনে বসল
দলীয় দফতরের সামনে
দক্ষিণবঙ্গ
অনাথদের ‘স্বপ্নপূরণ’
দেখলেন রাজপুত্র
কালবৈশাখীতে ক্ষতি
ফসলের
বর্ধমান
স্বর্ণমুদ্রা বিক্রির নামে
প্রতারণা, গ্রেফতার ৩
লড়াকু বৌদি,
দাদা ঠাঁইহারা
পুরুলিয়া
খুনের অভিযোগে ধৃত
সিপিএম নেতা
অভিযুক্তদের ছেড়ে
দেওয়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ পাড়ুইয়ে
মুর্শিদাবাদ
পরিবারের দাবি ডাকাতির ‘শিকার’, মানতে
নারাজ পুলিশ
শিক্ষকের মৃত্যু,
অভিযুক্ত ভাড়াটে
মেদিনীপুর
বর্ষপূর্তিতে ঢাক পিটিয়ে
প্রচারে সরকার
অপরাধ কমাতে
‘বিশেষ’ নজরদারি
কলকাতা
৩৫.৩/২৩.০
আজকের দিনে
•
আন্তর্জাতিক দমকলবাহিনী দিবস।
• ১৯২৯:
ডাচ অভিনেত্রী
অড্রেঁ হেপবার্নের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.