আজকের শিরোনাম
ভাঙড় কাণ্ডে এফআইআর দায়ের
ভাঙড় কাণ্ডে অধ্যাপিকা দেবযানী দে’র বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। তাঁর এই অভিযোগের ভিত্তিতে ভাঙড় থানাকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় আলিপুর আদালত। শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৫০০ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা করা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগই জামিনযোগ্য বলে জানা গিয়েছে। শিক্ষিকাকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছে ওয়েবকুটা।

রাজ্য কমিটির বিরুদ্ধে তোপ অনিল বসুর
এবার রীতিমত সাংবাদিক বৈঠক করে সিপিএম রাজ্য কমিটি তথা রাজ্য সম্পাদক বিমান বসুর বিরুদ্ধে তোপ দাগলেন আরামবাগের প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসু। স্ত্রী সবিতা বসুর মাধ্যমে এক ‘লিখিত’ সাংবাদিক বৈঠক করে দল ও দলের রাজ্য সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ উগরে গিলেন বিতর্কিত এই নেতা। প্রসঙ্গত কিছুদিন আগেই দল থেকে তিন মাসের জন্য সাসপেন্ড হয়েছেন অনিলবাবু। কিন্তু এই সাসপেনশনকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে বিমান বসুর বিরুদ্ধে মানহানীর মামলা করার হুমকি দিলেন প্রাক্তন সাংসদের স্ত্রী সবিতা বসুর। স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে সাময়িক বহিষ্কার করায় তাঁদের পরিবারের সম্মানহানি হয়েছে বলে দাবি সবিতাদেবীর।

রায়গঞ্জে দুর্ঘটনা, মৃত দুই
আজ ভোরে রায়গঞ্জের পানিশালায় ৩৪ নম্বর জাতীয় সড়কে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ির দুই আরোহীর। নিহতদের মধ্যে একজন হরিরামপুর থানার আই সি নীলেশচন্দ্র ঘোষ। গতকাল রাতে ব্যক্তিগত কাজে জলপাইগুড়ি গিয়েছিলেন নীলেশবাবু। ফেরার সময়ে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ঘটনার পর থেকেই পলাতক লরির চালক ও খালাসি।

মাদারিহাটে ট্রেন দুর্ঘটনা, আহত ২০
কালবৈশাখীর দাপটে লাইনে গাছ পড়ে বেলাইন হল প্যাসেঞ্জার ট্রেন। গতকাল রাত দশটা নাগাদ মাদারিহাটের মুজনাই স্টেশনের কাছে লাইনে পড়ে থাকা গাছে ধাক্কা মারে শিলিগুড়ি-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেন। বেলাইন হয় ইঞ্জিন-সহ পাঁচটি কামরা। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল, ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১৫০ মিটার রেললাইন। চালকের ভুলেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান রেলের।

পথ দুর্ঘটনায় মৃত পুলিশ কর্মী
জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। গতকাল রাতে জাতীয় সড়কে কর্তব্যরত অবস্থায় তাঁকে পিষে দেয় একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিতাই খান নামে বালি থানার ওই কনস্টেবলের। গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ডানকুনিতে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল
আজ সকাল ছ’টা নাগাদ আগুন লাগে ডানকুনি থানার মালখানায়। পুড়ে যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.