ভাঙড় কাণ্ডে এফআইআর দায়ের |
ভাঙড় কাণ্ডে অধ্যাপিকা দেবযানী দে’র বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। তাঁর এই অভিযোগের ভিত্তিতে ভাঙড় থানাকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় আলিপুর আদালত। শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৫০০ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা করা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগই জামিনযোগ্য বলে জানা গিয়েছে। শিক্ষিকাকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছে ওয়েবকুটা।
|
আজ ভোরে রায়গঞ্জের পানিশালায় ৩৪ নম্বর জাতীয় সড়কে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ির দুই আরোহীর। নিহতদের মধ্যে একজন হরিরামপুর থানার আই সি নীলেশচন্দ্র ঘোষ। গতকাল রাতে ব্যক্তিগত কাজে জলপাইগুড়ি গিয়েছিলেন নীলেশবাবু। ফেরার সময়ে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ঘটনার পর থেকেই পলাতক লরির চালক ও খালাসি।
|
মাদারিহাটে ট্রেন দুর্ঘটনা, আহত ২০ |
কালবৈশাখীর দাপটে লাইনে গাছ পড়ে বেলাইন হল প্যাসেঞ্জার ট্রেন। গতকাল রাত দশটা নাগাদ মাদারিহাটের মুজনাই স্টেশনের কাছে লাইনে পড়ে থাকা গাছে ধাক্কা মারে শিলিগুড়ি-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেন। বেলাইন হয় ইঞ্জিন-সহ পাঁচটি কামরা। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল, ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১৫০ মিটার রেললাইন। চালকের ভুলেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান রেলের।
|
পথ দুর্ঘটনায় মৃত পুলিশ কর্মী |
জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। গতকাল রাতে জাতীয় সড়কে কর্তব্যরত অবস্থায় তাঁকে পিষে দেয় একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিতাই খান নামে বালি থানার ওই কনস্টেবলের। গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
ডানকুনিতে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল |
আজ সকাল ছ’টা নাগাদ আগুন লাগে ডানকুনি থানার মালখানায়। পুড়ে যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। |