|
|
|
|
দুই শহরে সক্রিয় পুলিশ |
অপরাধ কমাতে ‘বিশেষ’ নজরদারি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চুরি-ছিনতাইয়ের ঘটনা এড়াতে মেদিনীপুর ও খড়্গপুর শহর এবং তার আশপাশের এলাকায় ‘বিশেষ’ নজরদারি শুরু করল পুলিশ। এ জন্য পুলিশকর্মীদের নিয়ে পৃথক দলও তৈরি হয়েছে। ঠিক হয়েছে, এক-একটি দল এক-একটি এলাকায় হানা দেবে। মোটরবাইক নিয়ে ঘুরবে। এলাকার পরিস্থিতির উপর নজর রাখবে। এই ‘বিশেষ’ নজরদারি শুরুর আগে পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকও হয়েছে। ওই বৈঠকেই শহর ও তার আশপাশের এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরি বলেন, “চুরি-ছিনতাইয়ের ঘটনা এড়াতে মেদিনীপুর ও খড়্গপুর শহর এবং আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।” ঠিক কী ভাবে নজরদারি চলবে? পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর শহর এলাকাকে আপাতত ৫টি ভাগে ভাগ করে এক-একটি এলাকায় নজরদারি রাখার জন্য ৪ জন পুলিশকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ৪ জন পুলিশকর্মী ২টি মোটরবাইকে সংশ্লিষ্ট এলাকার উপর নজর রাখবেন।
এক সময়ে খড়্গপুর শহর ও তার আশপাশের এলাকায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটত। দিনের বেলাতেও দাপিয়ে বেড়াত দুষ্কৃতীরা। এখন অবশ্য সেই পরিস্থিতি নেই। তবে মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটে। মালঞ্চ, খরিদা, রেল-এলাকায় সম্প্রতি এমন কয়েকটি ঘটনার জেরে উদ্বেগও ছড়িয়েছে। মেদিনীপুর শহরেরও ইদানীং বেশ কয়েকটি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শহরের শরৎপল্লি, বিধাননগর এলাকার বাসিন্দাদের একাংশ উদ্বেগে থাকেন। এলাকায় দুষ্টচক্র ‘সক্রিয়’ বলে অভিযোগ। নেশাগ্রস্ত যুবকদের সংখ্যা বেড়ে যাওয়ার ফলেই এমন ঘটনা বাড়ছে বলে মনে করছেন অনেকে। দুই শহরের বাসিন্দাদেরই বক্তব্য, এই পরিস্থিতিতে পুলিশকে আরও ‘তৎপর’ হতে হবে। দুষ্কৃতীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাতে হবে। সমাজবিরোধী কার্যকলাপকে কোনও ভাবেই প্রশয় দেওয়া চলবে না। পুলিশ সূত্রে খবর, দুই শহর ও তার আশপাশ এলাকার নজরদারি বাড়ানোর জন্য কিছু সিদ্ধান্ত হয়েছে। সেই মতোই বিভিন্ন এলাকায় টহল শুরু হয়েছে। শহর এলাকা থেকে সাইকেল-মোটরবাইক চুরি যাওয়ার ঘটনা বেড়েছে সম্প্রতি। এই বিষয়টি উদ্বেগে রেখেছে পুলিশকেও। জানা গিয়েছে, সপ্তাহ খানেক আগে খড়্গপুরের সাদাতপুর ও তার আশপাশের এলাকা থেকে রোজ মোটরবাইক চুরি যাচ্ছিল। তদন্তে নেমেও চোরের সন্ধান পাচ্ছিল না পুলিশ। শেষমেশ পাতা ‘ফাঁদে’ই পা দেয় চোর। পুলিশের হাতে ধরা পড়ার পরে এক দুষ্কৃতী স্বীকার করে, এক সপ্তাহে ৮টি মোটরবাইক চুরির ঘটনায় সে যুক্ত। মেদিনীপুর শহরে নজরদারিতে বেরোচ্ছেন ডিএসপি (ডি অ্যান্ড টি) রূপান্তর সেনগুপ্ত স্বয়ং। খড়্গপুরে এসডিপিও দীপক সরকার। জেলা পুলিশ সুপারের আশ্বাস, “এলাকার নিরাপত্তার দিকে সব সময়েই নজর থাকে। নজরদারি আরও বাড়ানো হল।” |
|
|
|
|
|