|
|
|
|
খড়্গপুরে উত্তেজনা |
কংগ্রেসের গোষ্ঠীসংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রেলশহর খড়্গপুরে এ বার সিন্ডিকেট-রাজের সঙ্গে জড়িয়ে গেল কংগ্রেসের নাম। বৃহস্পতিবার সকালে খড়্গপুর আইআইটি সংলগ্ন পুরী-গেটের কাছে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। বেশ কয়েক জন জখম হন। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে। ঘটনার জেরে দলের অন্দরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র ব্যানারে পুরী-গেটের কাছে এ দিন এক সভার আয়োজন করা হয়। সভাকে ঘিরেই গোলমাল বাধে। স্থানীয় সূত্রে অবশ্য খবর, খড়গপুর আইআইটি-র মধ্যে মালপত্র সরবরাহ থেকে শ্রমিক নিয়োগ--এ সব কার নিয়ন্ত্রণে থাকবে, দুই গোষ্ঠীর মধ্যে মতানৈক্য তা নিয়েই। |
|
নিজস্ব চিত্র। |
স্থানীয় নেতৃত্বের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে বলেন, “সিন্ডিকেট-রাজকে প্রশয় দেওয়া হবে না। দলের কেউ এ সবের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর কথায়, “পুরী-গেটের কাছে গোলমাল হয়েছে বলে শুনেছি। স্থানীয় নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট চেয়েছি। রিপোর্ট খতিয়ে দেখে পদক্ষেপ করব।” স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পুরী-গেটের কাছে আইএনটিইউসি-র ব্যানারে সভার আয়োজন করেছিলেন কংগ্রেস কাউন্সিলর সনাতন যাদব ও তপন বসুর অনুগামীরা। সভা চলাকালীনই হামলা চালায় কয়েক জন যুবক। ‘হামলাকারী’রা প্রাক্তন কাউন্সিলর অযোধ্যাপ্রসাদ শঙ্করের অনুগামী বলে অভিযোগ। দু’পক্ষের বেশ কয়েক জন জখম হন। তবে কারওরই আঘাত গুরুতর নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, খড়্গপুর আইআইটিতে মালপত্র সরবরাহ থেকে শুরু করে ঠিকাদারের অধীনে শ্রমিক নিয়োগ--এ সব কার নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়েই প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে এখনকার দুই কাউন্সিলরের অনুগামীদের বিরোধ চলছিল। আইএনটিইউসি-র ব্যানারে আয়োজিত সভাকে কেন্দ্র করে এ দিন সেই বিরোধই সংঘর্ষের চেহারা নেয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অনভিপ্রেত ঘটনা এড়াতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। খড়্গপুর টাউন থানার আইসি স্বপন দত্ত বলেন, “দু’টি অভিযোগ এসেছে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।” শহর কংগ্রেস সভাপতি অমল দাস বলেন, “ঘটনার কথা শুনেছি। ঠিক কী হয়েছে, খতিয়ে দেখছি।” |
|
|
|
|
|