মুক্তিযুদ্ধের বর্ষপূর্তিতে সেমিনার |
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর পূরণ হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখেই সেমিনারের আয়োজন হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্মরণ করার পাশাপাশি দুই প্রতিবেশী দেশের অতীত ও বর্তমান নিয়েও আলোচনা হবে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যেমন থাকবেন, তেমনই থাকবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-সহ এ রাজ্যের বিশিষ্ট গবেষক ও শিক্ষকরা। সেমিনারের শিরোনাম হচ্ছে, ‘হিস্টোরিসাইজিং সাব রিজিওনাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া, সোসাইটি, কালচার অ্যান্ড পলিটিক্স ইন বাংলাদেশ অ্যান্ড ইস্টানর্র্ ইন্ডিয়া’। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, ৩০-৩১--এই দু’দিন ধরে হবে সেমিনার। আর্থিক সহায়তায় থাকবে মৌলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউট অব এশিয়ান স্টাডিজ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীর বক্তব্য, “দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অনেক মিল রয়েছে। দুই রাষ্ট্রের মানুষের সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, কোন পথে চলছে দু’টি দেশ, এ সব নিয়েই আলোচনা হবে। উঠে আসবে মুক্তিযুদ্ধের স্মৃতিও।”
|
রাস্তায় মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বসন্তপুরের মুকশেদপুরে। পরে পুলিশ এসে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে অস্বাভাবিক মৃত্যু হয় গোপাল রায় নামে স্থানীয় এক ব্যক্তির। এই ব্যক্তির স্ত্রী রিনাদেবীরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। মাস দেড়েক আগে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। শ্বশুরবাড়ির লোকজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গোপালকে গ্রেফতার করে। জেলবন্দি থাকার পরে সপ্তাহ খানেক আগে তিনি জামিনে ছাড়া পান। পরে বাড়ি ফেরেন। অভিযোগ, এর পর রিনাদেবীর পরিবারের লোকজন তাঁর উপরে নানা ভাবে ‘চাপ’ সৃষ্টি করতে থাকেন। মঙ্গলবার রাতেও দু’পক্ষের বচসা হয়। বুধবার সকালে মুকশেদপুরের বাড়ি থেকে গোপালের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে খুন করেছে। ময়নাতদন্তের পর ওই দিন বিকেলে দেহ এসে পৌঁছয় গ্রামে। কিন্তু, গ্রামবাসীরা দেহ দাহ করতে বাধা দেন। তাঁদের বক্তব্য, পুলিশ এ ক্ষেত্রে অভিযোগই নিতে চাইছে না। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় দেহ ফেলে রেখে বিক্ষোভ শুরু হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জানা গিয়েছে, এক প্রতিবেশী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
|
রাস্তার ধারে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে কোলাঘাট থানার হলদিয়া মোড়ের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে। মৃতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেলেও অন্য জনের জানা যায়নি। বুধবার রাত ১২টা নাগাদ বড়িষা গ্রামের কাছে জাতীয় সড়কের ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পরিচয়পত্র থেকে জানা গিয়েছে, বিশ্বনাথ চৌধুরী (৩২) নামে ওই ব্যক্তি গাড়িচালক। পুলিশের অনুমান, গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ভোররাতে হলদিয়া মোড়ের কাছে আরও একটি মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির মৃত্যুও গাড়ির ধাক্কায় হয়েছে বলে মনে করছে পুলিশ।
|
এ বার জেল হেফাজত হল ‘মুখ্যমন্ত্রীর ভাই’, এই ভুয়ো পরিচয় দিয়ে কাঁথিতে ধরা পড়া সেই অঞ্জন ভট্টাচার্যের। প্রথমে ৫ দিন ছিলেন কাঁথি পুলিশের হেফাজতে। রাজারহাট-নিউটাউন,শান্তিনিকেতনে জমির অবৈধ লেনদেন সংক্রান্ত অভিযোগের সূত্রে তার পর ৭ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ হয় হিডকো-র প্রাক্তন জনসংযোগ আধিকারিক অঞ্জনের। সেই মেয়াদ শেষে বৃহস্পতিবার তাঁকে কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে ভারপ্রাপ্ত বিচারক ২ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে শনিবার কাঁথি আদালতে হাজির করা হবে।
|
শান্তি স্থাপন ও উন্নয়নের লক্ষ্যে জঙ্গলমহলের জামবনি থেকে দুবড়া পর্যন্ত পদযাত্রা করল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে এই পদযাত্রার আয়োজন করা হয়। নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, দলের জেলা সভাপতি দীনেন রায়, নির্মল ঘোষ প্রমুখ। পরে দুবড়াচকে সভাও হয়।
|
হাসপাতালে আসার পথে নিজের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হলেন এক চিকিৎসক। বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া পেট্রোকেমিক্যাল লিঙ্করোডে দুর্ঘটনাটি ঘটেছে। জখম হলদিয়া মহকুমা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ পার্থ রায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।
|