মনোনয়ন পেশ পাঁশকুড়াতেও |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বৃহস্পতিবার পাঁশকুড়ার পুরভোটেও মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন সিপিএম-প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন পুরসভার বর্তমান বিরোধী দলনেতা নকুল চাউলিয়া, বর্তমান কাউন্সিলর রবীন্দ্রনাথ সেনগুপ্ত ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন সভাপতি নারায়ণচন্দ্র মণ্ডল। মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই আবদুল কালাম আজাদও, যাঁকে বুধবার রাতে তৃণমূলের লোকজন কনকপুরের রাস্তায় মারধর করেছিল বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের। |
|
তমলুকে জেলা প্রশাসনিক ভবনের সামনে পাঁশকুড়ার সিপিএম প্রার্থীরা। ছবি: পার্থপ্রতিম দাস। |
এই আবদুল কালাম আজাদের ভাই আমজেদ আলি আবার বর্তমানে তৃণমূল কাউন্সিলর। বুধবার ৪ সিপিআই প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছিলেন। পাঁশকুড়ায় এ বার ভোটার ৩৪ হাজার ৭৪০ জন। হলদিয়ায় ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৭৪৭ জন। |
হলদিয়া পুরভোটে সিপিএমের তেরো বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন |
(১) সাধনা মাইতি
(৬) আবু কালাম
(৮) বিমল মাজি
(১১) সদানন্দ মাইতি
(১২) মিনতিরানি সাউ
|
(১৩) তমালিকা পণ্ডাশেঠ
(১৪) শেখ আবদুল কাদের
(১৫) রেজিমেন্নিসা বিবি
(১৭) মানস ভুঁইয়া |
(২০) দুলাল জানা
(২১) বিকাশ জানা
(২৩) শুভশ্রী সামন্ত
(২৫) চণ্ডীচরণ দাস
|
(বন্ধনীর মধ্যে ওয়ার্ড নম্বর) |
|
|