l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া
বনাম
দিল্লি ডেয়ারডেভিলস
বিস্তারিত স্কোর
ডেকান চার্জার্স
বনাম
কলকাতা নাইট রাইডার্স
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম
• দেশে ফিরল নরওয়ের দুই শিশু
• তরাই-ডুয়ার্স বনধের দ্বিতীয় দিন কিছুটা স্বাভাবিক
• সরকার-মাওবাদী আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে নতুন নাম প্রস্তাব
বিস্তারিত...
•
নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাধনা বসুর ৯৮তম জন্মদিন উপলক্ষে
অতীতের তাঁরা
।
•
তাঁর অনুভবকে এ বার
তারাদের কথা
য়
শব্দ-বন্দি করলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়।
•
কবিগুরুর ১৫১তম জন্মবার্ষিকীর আগে
আনাচে-কানাচে
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।
•
নববর্ষের অতীত ও বর্তমান মিলিয়ে মিশিয়ে পাঠকের কলমে
আমার শহর
।
এ বার জঙ্গলমহলের মতো ‘প্যাকেজ’ চায় সিঙ্গুরও
গৌতম বন্দ্যোপাধ্যায় • সিঙ্গুর
পরিবর্তনের ‘জমানা’য় আর কত ধৈর্য ধরতে হবে? জমি-ভাগ্য ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে। সরকারের তরফে কোনও আর্থিক সহায়তা মেলেনি। কোনও বিশেষ সাহায্য নেই। ধৈর্যের বাঁধ ভাঙছে সিঙ্গুরের। সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুনও ধিকি ধিকি জ্বলছে। আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে রাজি সিঙ্গুরের ‘অনিচ্ছুক’রা। কিন্তু এই মুহূর্তে তাঁদের একটাই দাবি, অন্তত জঙ্গলমহলের মতো কোনও ‘প্যাকেজ’ দিক রাজ্য সরকার। তাতে অন্তত সংসারটা বাঁচে। সিঙ্গুর আন্দোলনের পুরোভাগে ছিল বাজেমিলিয়া গ্রাম। সেখানকার বাসিন্দা আশা ঘোষ জমি আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। এখন সকাল-বিকেল রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। টাটাদের প্রকল্পে তাঁর পাঁচ বিঘা জমি গিয়েছে।
বিস্তারিত...
সৌহার্দ্যের মধ্য দিয়েই সাগরের উন্নয়নের বার্তা
শুভাশিস ঘটক • সাগর
শাসক-বিরোধী ‘সৌহার্দ্যের’ নজির এ বার সাগরে। সিপিএমের সঙ্গে ‘সামাজিক সংস্রব’ না-রাখা নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর বক্তব্যে অনড় থাকলেও অনেক জায়গাতেই দেখা যাচ্ছে উল্টো চিত্র। শনিবার দুর্গাপুরে একটি অনুষ্ঠানে শহরের মেয়র সিপিএমের রথীন রায়ের পাশে উপস্থিত থাকতে দেখা গিয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা দলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়কে। অনুষ্ঠানে দু’জনে গল্পও করেছেন। এই ‘সৌহার্দ্যের’ই নজির হিসেবে সোমবার আরও এক ধাপ এগিয়ে গেলেন সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা। রুদ্রনগরে বিদ্যুতের ৩৩/১১ কেভি সাব-স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সাগরের প্রাক্তন সিপিএম বিধায়ক প্রভঞ্জন মণ্ডলকে মঞ্চে ডাকাই নয়, বঙ্কিমবাবু তাঁকে বুকে জড়িয়ে ধরেছেন।
বিস্তারিত...
জমি বিক্রির বাড়তি টাকা ফেরতের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উত্তরপাড়ায় কারখানার ৩১৪ একর ‘উদ্বৃত্ত’ জমি বিক্রি বাবদ বাড়তি পাওনা প্রায় ২০০ কোটি টাকা ফেরত দেওয়ার জন্য সোমবার হিন্দুস্থান মোটরস কর্তৃপক্ষকে নির্দেশ দিল রাজ্য সরকার। এ দিন মহাকরণে রাজ্যের ভূমিসচিব রামদাস মিনা এবং শিল্প পুনর্গঠন দফতরের সচিব সুব্রত গুপ্তের সঙ্গে হিন্দুস্থান মোটরস সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজারের এ বিষয়ে একটি বৈঠক হয়। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, ওই বৈঠকেই টাকা ফেরত দেওয়ার জন্য সরকারের নির্দেশের কথা হিন্দুস্থান মোটরসের কর্তাদের জানিয়ে দেওয়া হয়। হিন্দুস্থান মোটরসের কর্তারা এ ব্যাপারে তাঁদের বক্তব্য জানানোর জন্য সরকারের কাছে ১৫ দিন সময় চেয়েছেন। বামফ্রন্ট সরকারের জমানায় কারখানার পুনরুজ্জীবনের জন্য ৮৫ কোটি টাকার প্রকল্প রিপোর্ট পেশ করেছিলেন হিন্দুস্থান মোটরস কর্তৃপক্ষ।
বিস্তারিত...
দফায় দফায় তাণ্ডব তরাই-ডুয়ার্সে
নিলয় দাস • বানারহাট
নারায়ণ দে • জয়গাঁ
রেল ও সড়ক অবরোধ, দোকানে আগুন থেকে বিপক্ষকে যথেচ্ছ ঢিল ছোঁড়া-সহ সোমবার তরাই ডুয়ার্স যৌথ মঞ্চের ডাকা অনির্দিষ্টকালের বন্ধকে ঘিরে সোমবার তাণ্ডবের সাক্ষী রইলেন তরাই ও ডুয়ার্সের বাসিন্দারা। এদিন সকাল থেকে মঞ্চের সমর্থকেরা দফায় দফায় রেল ও ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। বানারহাট ও ওদলাবাড়িতে জোর করে দোকান খোলানোর চেষ্টা হলে প্রতিরোধ করেন জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য-সহ স্থানীয় বাসিন্দারা। তার জেরে দু’পক্ষে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বানারহাটে মঞ্চের সমর্থকেরা ১১টি দোকানে আগুন লাগিয়ে দিলে সংঘর্ষ শুরু হয়। পুলিশকে শূন্যে গুলি, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি আয়ত্বে আনতে হয়। বিকেলে বানারহাটে তিন প্ল্যাটুন এসএসবি জওয়ান নামানো হয়।
বিস্তারিত...
হিংসার ক্ষেত্র প্রস্তুত করছেন
জ্যোতিপ্রিয়, পাল্টা অমিতাভর
নিজস্ব প্রতিবেদন
বুল্টনের মতো দুষ্কৃতীর সঙ্গে সিপিএমের প্রাক্তন সাংসদ অমিতাভ নন্দীর ‘সম্পর্ক’ নিয়ে এক দিন আগে কটাক্ষ করেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার অমিতাভবাবুর প্রতিক্রিয়া, “উনি সামাজিক বিদ্বেষ থেকে হিংসার ক্ষেত্র প্রস্তুত করছেন। যা এ রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক সংস্কৃতি-বিরুদ্ধ।” সিপিএমের সঙ্গে ‘সামাজিক সংস্রব’ না-রাখার জন্য দলীয় কর্মী-সমর্থকদের ইতিমধ্যে একাধিকবার সতর্ক করেছেন জ্যোতিপ্রিয়বাবু। রবিবার তাঁর গলায় একই সুর শোনা গিয়েছে রাজারহাটে। সিপিএমের বিরুদ্ধে ‘উষ্মা’ প্রকাশের কারণ ব্যাখ্যা করে খাদ্যমন্ত্রী শনিবার বলেছিলেন, “এ জেলায় প্রভাস ঢালির মতো দুষ্কৃতীকে চাঁদপাড়ার সিপিএম বিধায়ক মন্মথ রায় এবং বুল্টনের মতো দুষ্কৃতীকে সিপিএম নেতা অমিতাভ নন্দী প্রশ্রয় দিয়েছেন।” তাঁর সংযোজন, “২০০১ সালের বিধানসভা নির্বাচনে হাবরার প্রার্থী হন অমিতাভবাবু।
বিস্তারিত...
ভাল পঞ্চায়েতের কাজ দেখছে ‘পিছিয়ে থাকা’রা
সৌমেন দত্ত • কাটোয়া
‘উন্নত’ পঞ্চায়েত এলাকায় গিয়ে কী ভাবে কাজ হচ্ছে তা স্বচক্ষে দেখছেন ‘পিছিয়ে থাকা’ পঞ্চায়েতগুলির কর্তারা। গত সপ্তাহ থেকে বর্ধমান জেলায় চালু হয়েছে এই কর্মসূচি। বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) তথা বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক শিশির ঘোষ জানিয়েছেন, “প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক আদানপ্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের বিশেষ উদ্দেশ্যে আমাদের জেলার কয়েকটি পঞ্চায়েতকে শিক্ষামূলক ভ্রমণের জন্য নির্বাচিত করা হয়েছে।” জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্বব্যাঙ্কের প্রস্তাব অনুসারে এ রাজ্যের ৯টি জেলায় আইএসজিসি (ইনস্টিটিউশনাল স্ট্রেংদেনিং অফ গ্রাম পঞ্চায়েত) প্রকল্প চালু হয়েছে।
বিস্তারিত...
মুখ্যমন্ত্রীর হাতে উড়ালপুল,
হাসপাতালের শিলান্যাস আজ
নিজস্ব সংবাদদাতা • ডেবরা
নানা প্রকল্পের শিলান্যাসে আজ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেবরার বালিচকে একটি উড়ালপুল ও ডেবরাতেই একটি ‘সুপার স্পেশালিটি হাসপাতালে’র শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন হবে কম্পিউটারচালিত রেলের যাত্রী সংরক্ষণ কেন্দ্রেরও। তবে প্রস্তাবিত প্রকল্প যথাসময়ে রূপায়িত হবে তো? স্বপ্ন দেখার পাশাপাশি সংশয়েও রয়েছেন ডেবরার মানুষ। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ডেবরা। পাশ দিয়েই চলে গিয়েছে ৬ নম্বর জাতীয় সড়ক। রয়েছে রেল যোগাযোগ। বাড়ছে ব্যবসা। ডেবরা থেকে সবং, পিংলা প্রভৃতি রুটে বাস চলাচল করে। বালিচক লেবেল ক্রসিং দিয়ে ছোট-বড় মিলিয়ে দিনে প্রায় দেড় লক্ষ গাড়ি চলাচল করে। কিন্তু উড়ালপুল না থাকায় প্রায়ই যানজট হয়। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস, লরি। ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ।
বিস্তারিত...
আজ দিল্লির অনুষ্ঠানে জঙ্গলমহলের ২ মহিলা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
আজ, মঙ্গলবার দিল্লিতে ‘জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে’র অনুষ্ঠানে উপস্থিত থাকছেন জঙ্গলমহলের দুই মহিলা পঞ্চায়েত প্রতিনিধি। দু’জনই সিপিএমের। এক জন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভানেত্রী পরীমন পাতর, অন্য জন সাঁকরাইল ব্লকের কুলটিকরি গ্রাম পঞ্চায়েতের প্রধান অনামিকা সাহু। নয়াদিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে ওই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। রাজ্যে পালাবদলের পর গত বছর ২১ সদস্যের সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সিপিএম সভানেত্রী অপর্ণা মিশ্র-সহ ১৩ জন দলীয় সদস্য ইস্তফা দেন। বাকি ৭ সিপিএম সদস্যের মধ্যে বছর পঞ্চাশের পরীমনদেবী সভানেত্রী হন। এখানে মাত্র একজন সদস্য তৃণমূলের। এই ‘প্রতিকূল পরিস্থিতি’র মধ্যেও ২০১১-১২ অর্থবর্ষে সাঁকরাইল ব্লকে একশো দিনের প্রকল্পে ৩২ দিন কাজ দেওয়া গিয়েছে (পশ্চিম মেদিনীপুর জেলার গড় ২৮ দিন) বলে পরীমনদেবীর দাবি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
সরকারের নির্দেশে ক্ষোভ
ভয়ে বন্দি
ডুয়ার্সের পর্যটকেরা
দক্ষিণবঙ্গ
পুলিশি নিষ্ক্রিয়তার
অভিযোগ মহিলার
ব্যবসায়ীদের বাধায় বন্ধ
রাস্তা সম্প্রসারণের কাজ
বর্ধমান
রাজ্যে সেরার তালিকায়
জেলার তিন পঞ্চায়েত
‘লিড’ পেয়েই
নিশ্চিন্ত লিডার
পুরুলিয়া
প্রতিবাদে বন্ধ
মিড-ডে মিলই
নলহাটিতে কংগ্রেস-
তৃণমূল কাজিয়া
মুর্শিদাবাদ
সিপিএম প্রধানের কাছে
‘তোলা’ দাবি কংগ্রেসের
পুরপ্রধানকে আক্রমণ
তৃণমূল সমর্থকের
মেদিনীপুর
আজ লালগড়ে মুখ্যমন্ত্রী,
ঝাড়গ্রামে খুন তার আগেই
সিপিএমের একাধিক
অফিসে হামলা, মারধর
কলকাতা
৩৬.৭ /২৭.৬
আজকের দিনে
• ২০১১:
ধর্মগুরু সত্য
সাঁই বাবার মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.