বিডিও-কে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রাইমারি স্কুলের প্রৌঢ় প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে সরব হলেন বড়জোড়া ব্লকের সব প্রাথমিক স্কুলের শিক্ষকেরা। ওই ঘটনার জন্য বিডিও দুঃখ প্রকাশ না করায় সোমবার থেকে স্কুলে মিড-ডে মিল বন্ধ করে দিয়েছেন তাঁরা। এর ফলে এ দিন ওই ব্লকের ১৮৪টি প্রাথমিক স্কুলে রান্না হয়নি।
প্রসঙ্গত, স্কুলে মিড-ডে মিলের চাল মজুত থাকায় বাড়তি চাল নিতে চাননি ব্লকের স্কুলডাঙ্গা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পরেশনাথ তিওয়ারি। বড়জোড়ার বিডিও দেবারতি সরকারের সঙ্গে গত বুধবার তিনি এ ব্যাপারে কথা বলতে গেলে গণ্ডগোল বাধে বলে অভিযোগ। এর পরেই বিডিও তাঁকে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ প্রৌঢ় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এর পরে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
বড়জোড়া ব্লক শিক্ষক মঞ্চের যুগ্ম আহ্বায়ক শিশির মুখোপাধ্যায় বলেন, “বিডিও মিথ্যা অভিযোগ করে পরেশনাথবাবুকে গ্রেফতার করিয়ে ছিলেন। ওই ঘটনার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি।” তাঁর দাবি, বিডিওকে ওই ঘটনার জন্য অবিলম্বে দুঃখ প্রকাশ করতে হবে। আমরা এই জন্য মিড-ডে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিডিও বলেন, “মিড-ডে মিল বন্ধ আছে বলে অবর বিদ্যালয় পরির্দশক কিছু জানাননি। তাঁর কাছ থেকে রিপোর্ট পেলে বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানাব।” তবে শিক্ষকদের দাবি সম্পর্কে কিছু বলতে চাননি বিডিও। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রিঙ্কু বন্দ্যোপাধ্যায় বলেন, “মিড-ডে মিলের বিষয়টি ব্লক প্রশাসন দেখে। তবে বড়জোড়া ব্লকে এ দিন রান্না বন্ধ ছিল বলে শুনেছি। মিড-ডে মিল যাতে চালু থাকে তার ব্যবস্থা করা হবে।” অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মৌমিতা বসু বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত স্কুলে মিড-ডে মিল চালু রাখতে হবে। মিড-ডে মিল বন্ধ রেখে শিক্ষকেরা ঠিক কাজ করেননি।” |