ফের জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
তৃণমূল কর্মী খুনের অভিযোগে ধৃত তালড্যাংরার সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্রের জেল হাজতের মেয়াদ আরও বাড়ল। সোমবার তাঁকে ফের খাতড়া আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। এক তৃণমূল কর্মী খুনে মনোরঞ্জন পাত্র-সহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। হাইকোর্টে ও নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরে গত ২৭ ফেব্রুয়ারি খাতড়া আদালতে আত্মসমর্পণ করেন ওই সিপিএম বিধায়ক। বিধায়কের আইনজীবী চঞ্চল রায় বিধায়ককে প্রেসিডেন্সি জেলের পরিবর্তে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রাখার জন্য আবেদন করেন। কাল বুধবার শুনানি হবে। |
কোতুলপুর-কাণ্ডে থানায় অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কোতুলপুর |
দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ দায়ের হল বাঁকুড়ার কোতুলপুরের সদ্য অপসারিত ব্লক তৃণমূল সভাপতি নিমাই ঘোষের বিরুদ্ধে। সোমবার কোতুলপুর থানায় নিমাইবাবু ও তাঁর কিছু সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ করেন নতুন ব্লক তৃণমূল সভাপতি প্রবীর গরাই। ব্লক সভাপতির পদ থেকে সরানোর প্রতিবাদে রবিবার অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগ দেন নিমাইবাবু। ছেনি-হাতুড়ি দিয়ে ‘তৃণমূল’ শব্দটি মুছে ফেলে দলের ব্লক অফিসকে কংগ্রেস কার্যালয় বানিয়ে ফেলেন নিমাইবাবুর অনুগামীরা। |
সাঁতুড়ির বড়শাল হাইস্কুলের ভোটে সব ক’টি আসনে জিতল তৃণমূল। রবিবার নির্বাচন হয়। ওই স্কুলের পরিচালন সমিতির ক্ষমতায় ছিল এলাকায় গড়ে ওঠা বালিতোড়া অঞ্চল উন্নয়ন কমিটি। আগে তৃণমূল-সহ সিপিএম বিরোধীরা ওই কমিটি গড়লেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এ বার প্রার্থী দিতে পারেনি উন্নয়ন কমিটি। |
ট্রাক ও গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের। মৃতেরা হলেন সারেঙ্গার বীরভানপুরের শুভেন্দু ধর (২১), সুমিত মণ্ডল(২৫) ও তাপস কুণ্ডু(২৩)। বেলিয়াতোড়ে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারে। আর রবিবার বিকেলে সারেঙ্গায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় শুভেন্দু ধরের। |