নলহাটিতে কংগ্রেস-তৃণমূল কাজিয়া |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ভোটের দামামা বাজতেই নলহাটি পুরসভা এলাকায় ছোটখাটো সমস্যা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের ‘দূরত্ব’ বাড়ছে। নলহাটি পুরসভায় দু’দলের বিরোধ মারামারি থেকে থানা-পুলিশে অভিযোগের পর্যায়েও পৌঁছে গিয়েছে। রবিবার রাতে পুরসভার ৪ নম্বর ওয়ার্ড তথা পুরপ্রধান, তৃণমূলের বিপ্লব ওঝার এলাকার একটি নালা সংস্কারকে কেন্দ্র করে কংগ্রেসকর্মী তথা নলহাটি হরিপ্রসাদ হাইস্কুলের পরিচালন সমিতির সম্পাদক বিশ্বরূপ রায়কে তৃণমূলকর্মীরা মারধর করে বলে অভিযোগ ওঠে। বিশ্বরূপবাবু থানায় লিখিত অভিযোগও করেছেন। কংগ্রেকর্মী বিশ্বরূপবাবুর দাবি, “বাড়ির সামনে পুরসভা একটি নালা সংস্কারের কাজ করছে। ওই কাজ শুরুর প্রথম থেকেই আমাদের পরিবার নালাটি অন্যত্র সরিয়ে নিয়ে যেতে অনুরোধ করে।” তাঁর অভিযোগ, “রবিবার রাতে আমি সে কথা নালা সংস্কারে যুক্ত এক পুরপ্রধানের অনুগামী ঠিকাদারকে ফের বলতে গেলে তাঁরা আমার উপর চড়াও হয়। তাঁরা আমার বাড়িতে ঢুকে আমাকে হেনস্থা করা হয়।” প্রথমে ঘটনার কথা অস্বীকার করলেও পরে পুরসভার পুরপ্রধান বিপ্লব ওঝা পাল্টা অভিযোগ করে বলেন, “নালাটি সংস্কার করে কালভার্ট তৈরি করা হচ্ছে। তিনিদিন ধরে কাজ হলেও পুরসভায় কোনও অভিযোগ না করে রবিবার রাতে একজন তৃণমূলকর্মীকে বাড়ির সামনে পেয়ে গালাগাল করেন বিশ্বরূপবাবু।” পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। |