দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
সিঁধ কেটে একটি হার্ডওয়ারের দোকান থেকে টাকা-পয়সা চুরি যাওয়ার ঘটনা ঘটল দুবরাজপুর পুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের পাহাড়েশ্বরের কাছে ওই দোকানটি রয়েছে। পাশেই রয়েছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক। খয়রাশোলের পাইগড়া গ্রামের বাসিন্দা দোকান মালিক ব্রতীন মুখোপাধ্যায়ের রবিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। সোমবার সকালে দোকান খুলে দেখেন দেওয়ালে বেশ বড় একটি গর্ত। উধাও হয়ে গিয়েছে ক্যাশ বাক্সটি। ব্রতীনবাবুর দাবি, এমনিতে সারা দিনের লেন দেন থেকে যে টাকা পেয়েছিলাম তা আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু দোকান বন্ধ করার আগে প্রাপ্য কয়েক হাজার টাকা পাই। রাতে ওই টাকা সঙ্গে বাড়ি নিয়ে যাইনি। সকালে দেখি এই কাণ্ড। পুলিশ তদন্ত শুরু করেছে। |
শুরু পুকুর সংস্কার
নিজস্ব সংবাদদাতা • রামপুহাট |
রামপুরহাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চালধোয়ানি পুকুরের জল মেরে দেওয়ার পর সোমবার সকাল থেকে পুকুরের মাটি কাটার কাজ শুরু করল পুরসভা। নতুন পুরপ্রধান অশ্বিনী তেওয়ারি বলেন, “এলাকাবাসীর দাবি মেনে পুরসভা উদ্যোগ নিয়েছে।” ওই ওয়ার্ডের কাউন্সিলর, ফরওয়ার্ড ব্লকের স্বপন দত্ত বলেন, “পুরসভা থেকে বিধায়ক, সাংসদ, মহকুমাশাসক, জেলাশাসক, পরিবেশ দফতরে ঐতিহ্যবাহী এই পুকুরের সংস্কারের জন্য আবেদন করা হয়েছিল। এলাকাবাসীর উদ্যোগে আন্দোলনও করা হয়েছিল। সংস্কারে সাড়া দেওয়ার জন্য পুরসভা থেকে প্রশাসনের সব স্তরের আধিকারিকদের ধন্যবাদ।” এ দিকে এলাকাবাসীরা দাবি, সংস্কারের পাশাপাশি পাড় বাঁধিয়ে পুকুরের সৌন্দর্যায়নও করা হোক। |
কীটনাশক খেয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। পুলিশ জানায়, মৃতের নাম ইসমাইল শেখ (১৭)। বাড়ি নলহাটি থানার বাঁধখালা গ্রামে। গত ২১ এপ্রিল ওই তরুণ কীটনাশক খেয়েছিল। অসুস্থ অবস্থায় তাকে ওই দিন রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার সেখানে তার মৃত্যু হয়। সে উজিরপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। |