খেয়াল রাখুন
তথ্য সংকলন: কৌলিক ঘোষ
প্রশিক্ষণ দিতে গাঁটছড়া
ব্যাঙ্কিং ক্ষেত্রে কাজ করার জন্য যোগ্য কর্মী তৈরির লক্ষ্যে অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধে গুয়াহাটি ইউনিভার্সিটি তাদের এমবিএ/এমবিই পড়ুয়াদের জন্য ‘কো-সার্টিফিকেশন প্রোগ্রাম’ আনল। শিল্পের চাহিদা মেনে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ ছাড়াও ৪০ ঘন্টার এই প্রোগ্রামে ব্যাঙ্কিং ক্ষেত্রের নিয়ম-নীতি, আইন-কানুন, কাজের প্রচলিত ধারা-সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয় শেখানো হবে। এই প্রোগ্রাম এবং তার পরের প্রার্থী বাছাই পদ্ধতি সাফল্যের সঙ্গে পেরোতে পারলে অ্যাসিসট্যান্ট ম্যানেজার হিসেবে অ্যাক্সিস ব্যাঙ্কে যোগ দেওয়ার সুযোগ পাওয়া যাবে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ব্যাঙ্কটি জানিয়েছে, এই স্বল্পমেয়াদি পাঠ্যক্রম করাতে আগামী দিনে তাদের দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও একই রকম ভাবে জোট বাঁধার পরিকল্পনা আছে।

প্রস্তুতির জন্য
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশনের স্নাতকোত্তর ডিপ্লোমা পাঠ্যক্রমে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষিত হয়েছে। এই প্রবেশিকাটির প্রশিক্ষণ দেয় ট্রিপল সি। যোগাযোগ করতে পারেন প্রশিক্ষণ কেন্দ্রটির ২২২৭-৪৬৮২ ফোন নম্বরে।

আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর

প্রশ্ন: আমি একাদশ শ্রেণির ছাত্র। ইচ্ছে অঙ্ক নিয়ে পড়ার। তবে কলকাতায় নয়, জাতীয় স্তরের কোনও প্রতিষ্ঠানে ১০+২-র পর অঙ্ক নিয়ে পড়া সম্ভব?

উত্তর: অবশ্যই সম্ভব। এখন থেকেই তৈরি হতে থাকো। তা হলে জাতীয় স্তরের নামি প্রতিষ্ঠানে ১০+২-এর পর অঙ্ক নিয়ে পড়তে পারবে।
:
১) চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট: সর্বভারতীয় এই প্রতিষ্ঠানে ‘বি এসসি অনার্স ইন ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স’ এবং ‘বি এসসি ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স’ পাঠ্যক্রম পড়ানো হয়। প্রত্যেক বছর মে মাস নাগাদ ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। তিন ঘণ্টার পরীক্ষা। ১০+২-এর পাঠ্যসূচির ভিত্তিতেই তৈরি হয় প্রশ্নপত্র। আগের বছরের প্রশ্নপত্র শিক্ষা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও পাওয়া যায়। এখন থেকে সেগুলি নিয়ে চর্চা করলে সুবিধা মিলতে পারে। ওয়েবসাইটটি হল www.cmi.ac.in। প্রসঙ্গত, কলকাতাতেও প্রবেশিকাটির পরীক্ষা কেন্দ্র হয়।

২) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা): বেঙ্গালুরুর এই বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানে ১০+২-এর পর অঙ্ক নিয়ে পড়ার সুযোগ রয়েছে। অবজেক্টিভ ধরনের একটি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রী বাছাই করা হয়। আই আই টি জয়েন্ট এন্ট্রান্স এবং এ আই ট্রিপল ই-এর স্কোরকার্ডের ভিত্তিতেও ভর্তি হওয়া যায়। এখানকার স্নাতক পাঠ্যক্রমটি চার বছরের। বিস্তারিত তথ্য পাওয়ার জন্য দেখে নিতে পারেন www.iisc.ernet.in/ug ওয়েবসাইটটি।

৩) ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (বেঙ্গালুরু): কর্নাটকের বেঙ্গালুরু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ ১০+২-এর পর সুযোগ রয়েছে ‘বি ম্যাথ’ পড়ার। ১০+২ স্তরে অঙ্ক এবং ইংরাজি থাকলেই আবেদন করা যায়। পাঠ্যক্রমটি তিন বছরের। লিখিত প্রবেশিকা পরীক্ষার পর সফল প্রার্থীদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হয়। এর পর দু’টি মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়। দেখে নিন প্রতিষ্ঠানের www.isical.ac.in ওয়েবসাইট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.