l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• বানতলায় বাস দুর্ঘটনা, মৃত ২
•
এ জে সি বোস রোডে বহুতলে আগুন
বিস্তারিত...
জঙ্গলমহলে ‘জনমুখী’ আন্দোলনে সিপিএম
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও মেদিনীপুর
জঙ্গলমহলে ‘কোণঠাসা’ সিপিএম এ বার ‘জনমুখী’ আন্দোলনে নামতে চলেছে। বুধবার ঝাড়গ্রামে দলের যুব সংগঠন ডিওয়াইএফআই আয়োজিত এক সভায় এই বার্তাই দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডিওয়াইএফ-এর প্রাক্তন রাজ্য সম্পাদক মানব মুখোপাধ্যায়। এ দিন ‘বেকারি-বিরোধী দিবস’-এ ‘সকলের জন্য কর্মসংস্থান ও শিক্ষার দাবিতে’ প্রথমে দুপুর পৌনে ১২টা ঝাড়গ্রাম শহরের বলাকা মঞ্চে আয়োজিত সভার মূল বক্তা ছিলেন মানববাবু। বিকেলে মেদিনীপুরের বিদ্যাসাগর হলে একই দাবিতে আয়োজিত সভাতেও মুখ্য আলোচক ছিলেন তিনি। মানববাবু বলেন, “কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। আমরা সরকারে নেই। আমাদের হাতে ক্ষমতাও নেই। তাহলে যুব সম্প্রদায় কীসের ভিত্তিতে আমাদের সংগঠনে আসবেন। কেন-ই বা আমাদের সমর্থন করবেন।” এর উপায়ও বাতলে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর কথায়, “আমাদের স্লোগান আছে। বেকার-যুবদের যন্ত্রণা বোঝার জন্য মন রয়েছে। তাঁদের পাশে আন্তরিক ভাবে দাঁড়াতে হবে। কাজ ও শিক্ষার দাবিতে পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন করে আন্দোলন করতে হবে। এই দাবিতে পাড়ায় পাড়ায় সম্মেলন করতে হবে।”
বিস্তারিত...
কেউ বলছেন ‘প্রতিহিংসা’
কারও কটাক্ষ ‘গাত্রদাহ’
শুভাশিস সৈয়দ • বহরমপুর
সুস্মিত হালদার • কৃষ্ণনগর
নদিয়া জেলা পরিষদের আর্থিক দায় ভার জেলাশাসকের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত শুধু অগণতান্ত্রিক নয় তা সরকারে ‘প্রতিহিংসাপরায়ণ’ মনোভাবেরও প্রমাণ বলে মন্তব্য করলেন সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে। সুমিতবাবুর প্রশ্ন, “২০০৩ সালে বাম জমানায় পঞ্চায়েত নির্বাচনের পরে একাধিক জেলা পরিষদ বিরোধীদের দখলে ছিল। সে সময়ে বামফ্রন্ট কি কোথাও ক্ষমতা কেড়ে নিয়েছিল?” প্রশ্নটা প্রায় একই ভাবে সরকারের দিকে ঘুরিয়ে দিয়েছেন মুর্শিদাদের জেলা সিপিএম নেতৃত্ব। জেলা সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কটাক্ষ, “শরিক কংগ্রেসের সহযোগীতায় বামফ্রন্ট বাজেট পাশ করিয়ে নেওয়ায় গাত্রদাহ হয়েছিল বড় শরিক তৃণমূলের। গত ন’মাসে কত পরিবর্তন দেখলাম!” উন্নয়ন ‘পিছিয়ে’ যাওয়া রুখতেই সরকার এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে যুক্তি দেখানো হয়েছে। সুমিতবাবুর দাবি, অথচ রাজ্যের ১৮টি জেলার মধ্যে কাজের মূল্যায়ন রাজ্য সরকারের রিপোর্টে নদিয়া ষষ্ঠ স্থানে। গরীব মানুষের আবাসন প্রকল্প রূপায়ণে প্রথম স্থানে। আর তৃণমূল পরিচালিত দক্ষিণ ২৪ পরগণার জেলা পরিষদ রয়েছে ১৮তম স্থানে। তিনি বলেন, “জেলাশাসকের হাতে উন্নয়ন ও আর্থিক দায়িত্ব তুলে দেওয়া হল। অথচ সরকারি নিয়ম অনুযায়ী রেল প্রকল্পে একশো দিনের কাজ জেলাশাসক প্রত্যক্ষ ভাবে তত্ত্বাবধান করেন। আর সেই কাজে নদিয়া জেলা সবচেয়ে পিছিয়ে।
”
বিস্তারিত...
স্বাধীনতা সংগ্রামীর পেনশন বন্ধ
করায় কেন্দ্রের জরিমানা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
স্বাধীনতা সংগ্রামীর স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারই পেনশন চালু করেছিল। পরে ‘প্রামাণ্য তথ্য’-এর অভাবের কথা বলে তা বন্ধও করে দেয়। তার পরে মামলা, পাল্টা মামলা। এর মধ্যেই মৃত্যু হয় ওই স্বাধীনতা সংগ্রামীর। তাঁর বিধবা স্ত্রীকে বছরের পর বছর প্রাপ্য পেনশন না-দেওয়ার দায়ে অবশেষে কেন্দ্রের ১০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্ট বুধবার নির্দেশ দিয়েছে, পেনশন বাবদ বকেয়া সমস্ত টাকা ১০ শতাংশ সুদ-সহ মিটিয়ে দিতে হবে দু’সপ্তাহের মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলার ধরমপুরের বাসিন্দা চুনীলাল মান্না পেনশনের জন্য ১৯৮৭ সাল থেকে কলকাতা হাইকোর্টে মামলা লড়তে লড়তে ’৯৬ সালে মারা যান। তার পর থেকে তাঁর বিধবা স্ত্রী প্রতিমারানি মান্না ওই মামলা লড়তে থাকেন। বুধবার বিচারপতি পিনাকী ঘোষ ও বিচারপতি মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, প্রতিমাদেবী স্বামীর পেনশন পাবেন। সুদ-সহ তাঁর বকেয়া প্রাপ্যও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। হয়রানির ইতিহাস অবশ্য তারও অনেক আগেকার। আবেদনকারিণীর আইনজীবী অমরেশ প্রধান জানান, কেন্দ্রীয় সরকার ১৯৭৪ সালে চুনীলালবাবুকে জানায়, স্বাধীনতার যোদ্ধা হিসেবে তাঁকে মাসে ২০০ টাকা পেনশন দেওয়া হবে। ’৮৭ সাল পর্যন্ত ওই হারে পেনশন পেয়ে এসেছেন তিনি। কিন্তু তার পরে কেন্দ্র হঠাৎ জানায়, চুনীলালবাবু যে স্বাধীনতা-যোদ্ধা ছিলেন, তার কোনও প্রামাণ্য তথ্য তাদের কাছে নেই। তাই তিনি আর পেনশন পাবেন না।
বিস্তারিত...
জমি-জটে আটকে স্কুল তৈরির কাজ,
হাটচালাতেই চলছে পড়া
অমিত কর মহাপাত্র • মোহনপুর
জমি-সমস্যায় স্কুলঘর তৈরি করা যায়নি। অগত্যা গ্রামের হাটচালাতেই চলছে পঠন-পাঠন। কয়েকটা খুঁটি আর মাথার উপরে একটুকরো চাল। বাকি চার দিক ফাঁকা। তারই মধ্যে মেঝেয় ত্রিপল পেতে বসে কচিকাঁচারা। বর্ষায় বৃষ্টির ছাঁট বা শীতের কনকনে হাওয়া থেকে রেহাই নেই পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ‘কথাশিল্পী শরৎচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে’র পড়ুয়াদের। মোহনপুর পঞ্চায়েত এলাকায় এই স্কুলটির উদ্বোধন হয় ২০১০ সালের ২৭ মার্চ। স্কুলের জন্য কোনও খাসজমি মেলেনি। গ্রামবাসীরাও কেউ জমি দান করতে এগিয়ে আসেননি। অগত্যা রামকৃষ্ণ মাইতি নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ক্লাস নেওয়া শুরু হয়। ছাত্রছাত্রী সংখ্যা তখন ৪৭ (এখনও তাই)। পরে সেখানে নানা সমস্যা হতে থাকে। ইতিমধ্যে স্কুলের জন্য পশ্চিম মোহনপুর গ্রামসংসদ ৭ ডেসিমেল জমি কেনে স্থানীয় বাসিন্দা শেখ দিলজানের কাছ থেকে। স্কুলঘর তৈরির জন্য সরকারি ভাবে ৪ লক্ষ ৬৮ হাজার টাকা বরাদ্দ হলে কাজ শুরু হয়। কিন্তু ওই জমি ও জমিতে পৌঁছনোর রাস্তা নিয়ে বিবাদ শুরু হলে সেই কাজও বন্ধ হয়ে যায় অচিরে। শেষমেশ স্থানীয় হাটচালায় ক্লাস করার অনুমতি দেয় মোহনপুর জগন্নাথ মন্দির হাটকমিটি।
বিস্তারিত...
ভয়ে ভিটে ছাড়তে চায় সাতমারার পরিবার
নিজস্ব প্রতিবেদন
নানা চাপ সত্ত্বেও ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে রাজি হননি হতদরিদ্র পরিবারের এক বধূ ও তাঁর আত্মীয়স্বজন। ওই বধূর ভ্রাতৃবধূর কোলের ছেলে অপহৃত হওয়ার পরেও বারেবারে পুলিশ-প্রশাসন, নেতা-কর্তাদের একাংশের দ্বারস্থ হয়েও ‘পরামর্শ’ ছাড়া কিছু পাননি। তা সত্ত্বেও এই পরিবার দাঁতে দাঁত চেপে লড়াই করছিলেন। কিন্তু, মঙ্গলবার এলাকার গম খেত থেকে মাটি খুঁড়ে দুধের শিশুটির দেহ উদ্ধারের পরে পুরোপুরি ভেঙে পড়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাতমারা গ্রামের ওই পরিবার। এতটাই অসহায় বোধ করছে পরিবারটি যে, সদ্য সন্তান হারানো প্রমীলা রায় কাঁদতে কাঁদতে বললেন, “সুবিচারের আশায় সব সহ্য করেছি। কিন্তু দুধের বাচ্চাটাকে যে ভাবে মরতে হল, তারপরে সমাজের কার উপরে ভরসা করব? অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছি আমরা।” প্রমীলাদেবীর স্বামী গণেশ রায় এই দিনই অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন। এই ঘটনায় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ দানা বাঁধছে। স্থানীয় পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে। সাংসদ কংগ্রেসের দীপা দাশমুন্সি। বিধায়ক কংগ্রেসের গোলাম রব্বানি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় কংগ্রেস নেতাদের একাংশের সঙ্গে আঁতাঁতের জেরে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করায় অভিযুক্তরা বেপরোয়া হয়েছে।
বিস্তারিত...
শেষ ফোনেও খোঁজ নিয়েছিলেন ছেলের
অভিজিৎ চক্রবর্তী • চন্দ্রকোনা
স্ত্রীর ফোনটা পাওয়ার পরে চাপা স্বরেই কথা বলছিলেন তিনি। সিআরপি জওয়ান অশোককুমার হাজরার স্ত্রী মিতাদেবী বলেন, “তখনই বললেন জঙ্গলে রয়েছি। ছেলের খোঁজ করছিলেন। তারপরেই তিনি ফোন রেখে দেন।” তার দেড় ঘণ্টা পরেই মঙ্গলবার মহারাষ্ট্রের গড়ছিরৌলিতে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়ে যায় অশোকবাবুদের বাস। ১১ জন সহকর্মীর সঙ্গে মারা যান পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার আগর গ্রামের বাসিন্দা অশোকবাবুও। যেখানেই থাকুন, প্রায় প্রতিদিনই ছেলের সঙ্গে একবার কথা বলতেন অশোকবাবু। ওই দিন ভোরেও তিনি ফোন করে ছেলে সৌরদীপকে ডেকে দিতে বলেছিলেন। রাত ৯টা নাগাদ সৌরদীপই টিভিতে খবরটি দেখে। বুধবার সে বলে, “তখনও জানি না কী ঘটে গিয়েছে। আমি বাবার বন্ধুদের ফোন করি। তাঁরাও প্রথমে কিছু বলতে পারেননি। পরে জানতে পারি বাবা আর নেই।” সিআরপি’র ১৯২ ব্যাটেলিয়নের ‘ডি’ কোম্পানির ৪০ জন জওয়ানকে নিয়ে পুশতোলা থেকে গাট্টা যাওয়ার পথে বিস্ফোরণের মধ্যে পড়ে বাসটি।
বিস্তারিত...
ইতিহাস নিয়ে নানা গল্প,
বাসন্তী পুজোয় মেতেছে খনি ও শিল্পাঞ্চল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
প্রতি বছরের মতো এ বছরেও বাসন্তী পুজোর উৎসবে মেতে উঠেছে খনি ও শিল্পাঞ্চল। প্রাচীন পুজোর সঙ্গে তাল মিলিয়ে সাম্প্রতিক পুজোও জায়গা করে নিয়েছে এই উৎসবে। পুজোকে ঘিরে নানা কিংবদন্তীও একেবারে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেনি প্রজন্ম ব্যবধানে। জামুড়িয়ার ইকড়া গ্রামের চট্টোপাধ্যায় বাড়ির পুজো। শুরু হয়েছিল ১৮৯৪ সালে। এত বছরের ব্যবধানে এখন সেই পুজো পরিবারের ‘ব্যক্তিগত’ সীমা পেরিয়ে পরিণত হয়েছে স্থানীয় মানুষের মিলনোৎসবে। পরিবারের প্রবীন সদস্য দেবরঞ্জন চট্টোপাধ্যায় জানান, ১১৯ বছর আগে তাঁদের পূর্বপুরুষ বিজয় গোবিন্দ স্বপ্নাদিষ্ট হয়ে শুরু করেছিলেন এই পুজো। কোলিয়ারিতে ম্যানেজারের কাজ করতেন তিনি। বাসন্তী পুজোর ষষ্ঠীর দিন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাঁর সঙ্গে এক দরিদ্র বালিকার দেখা হয়। সে তাঁর কাছে খেতে চাইলে গোবিন্দবাবু নিজের বাড়িতে নিয়ে যান তাঁকে। বাড়ি ঢুকে তাঁর স্ত্রীকে ডাকতে গেলে বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন, বালিকা নেই। সেই দিন রাতেই ওই বালিকাকে স্বপ্নে দেখেন তিনি।
বিস্তারিত...
এক নজরে...
•
যানজট রুখতে স্বয়ংক্রিয় সিগন্যাল লাগানোর প্রস্তাব
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
গাড়ি লক্ষ্য করে কুড়ুল,
আহত ওসি
বাড়ি নির্মাণে সেস
তুলে নিল পুরসভা
দক্ষিণবঙ্গ
গঙ্গাপাড়ের জমি বেদখল
রুখতে তৎপর হাইকোর্ট
তৃণমূলের দুই গোষ্ঠীর
মারপিট জাঙ্গিপাড়ায়
বর্ধমান
ছাউনি থেকে বসার জায়গা,
কিছুই নেই আদালতে
পঞ্চায়েত এলাকায় বহুতল
নির্মাণে নিষেধাজ্ঞা সালানপুরে
পুরুলিয়া
বিয়ে রোখা ছাত্রীকে
পড়াবে জেলা প্রশাসন
প্রধান শিক্ষককে
ঘিরে বিক্ষোভ
মুর্শিদাবাদ
সীমান্তে নয়া
ভাড়াটে-বিধি
সরকারি ফতোয়ায়
ক্ষোভ দুই জেলায়
মেদিনীপুর
নতুন ঝাড়গ্রাম জেলায়
১১টি ব্লক চায় প্রশাসন
রাতে বাস রাখলে বাড়তি
টাকা, ক্ষুব্ধ বাস মালিকরা
কলকাতা
৩৭.৫ /২৫.৪
আজকের দিনে
• ১৯৮২:
তেলুগু দেশম
পার্টির প্রতিষ্ঠা।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.